কলকাতা, 18 মে: আগামী 27 এবং 28 মে তমলুক ও কাঁথি সাংগঠনিক জেলার শ্রমিক সংগঠনের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে হলদিয়ায় । 27 তারিখে শুরু সম্মেলন, 28-এ শেষ হবে প্রকাশ্য সমাবেশ দিয়ে । এই সম্মেলনে মূল বক্তা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee on clean image)। ইতিমধ্যেই সম্মেলনের জন্য প্রস্তুতি তুঙ্গে ।
কলকাতার তৃণমূল ভবন থেকে স্পষ্ট নির্দেশ, এই সম্মেলনের জন্য আলাদা করে কোনও চাঁদা তোলা যাবে না । তৃণমূল ভবনের এই মনোভাবের কথা মন্ত্রী মলয় ঘটক এবং আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় জানিয়ে দেন । তৃণমূল কংগ্রেসের এই বক্তব্যকে সামনে রেখেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর (Abhishek Banerjees meeting at Haldia)।
বিজেপির তরফ থেকে বলা হচ্ছে, এতদিন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে টাকা তোলা নিয়ে যে অভিযোগ করে আসছিল তাদের দল, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য তাতেই সিলমোহর দিল ।
আরও পড়ুন: Abhishek Banerjee in Guwahati : সিএএ প্রশ্নে অমিত শাহের দ্বিচারিতা নিয়ে সরব অভিষেক
চলতি বছরের জানুয়ারি মাসে হলদিয়ার এক্সাইড কারখানায় শ্রমিক বিক্ষোভের ঘটনায় গ্রেফতার করা হয় আইএনটিটিইউসি তৎকালীন সাংগঠনিক জেলার সভাপতি তাপস মাইতিকে । গ্রেফতার হন আইএনটিটিইউসি সাংগঠনিক জেলার বিশেষ পর্যবেক্ষক সঞ্জয় বন্দ্যোপাধ্যায় । সে দিক থেকে তৃণমূল শীর্ষ নেতৃত্বের সম্মেলনে চাঁদা না-নেওয়ার বার্তা নতুন করে বিতর্কের ক্ষেত্র প্রস্তুত করেছে (clean image of party)।
সাম্প্রতিক সময়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে শিল্পমহল থেকে চাঁদা তোলা নিয়ে ক্ষোভ প্রকাশ করতেও দেখা গিয়েছে । এমনকী এ ধরনের ঘটনায় তিনি রং না দেখে গ্রেফতারের নির্দেশ পর্যন্ত দিয়েছেন । খুব স্বাভাবিক ভাবেই তাই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর বক্তব্যই প্রতিফলিত হয়েছে । আর এই অবস্থায় তা যে বাংলার রাজনীতিতে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না ।