ETV Bharat / city

লক্ষ্য '21, BJP-তে বিদায়ি বাম কাউন্সিলর - Dilip Ghosh

কানাঘুষো শোনা যায়, বাম-কংগ্রেসের কাছাকাছি আসা নিয়ে অনেকদিন ধরেই ক্ষোভ বাড়ছিল তাঁর মনে । দলের সঙ্গে দূরত্বও তৈরি হয়েছিল ।

রিঙ্কু নস্কর
রিঙ্কু নস্কর
author img

By

Published : Nov 17, 2020, 6:45 PM IST

কলকাতা, 17 নভেম্বর : বাংলা সফরে এসে দু'শোর বেশি আসনের লক্ষ্যমাত্রা দিয়ে গেছেন অমিত শাহ । আর সেইমতো দলের ঘুঁটি সাজাতে তৈরি হচ্ছে গেরুয়া শিবির । পাখির চোখ একুশের বিধানসভা ভোট । আর তার আগে বাম শিবিরে ভাঙন ধরাল বঙ্গ BJP । কলকাতা পৌরনিগমের 102 নম্বর ওয়ার্ডের বিদায়ি কাউন্সিলর রিঙ্কু নস্কর যোগ দিলেন BJP -তে ।

রাজনৈতিক মহলে বামেদের লড়াকু নেত্রী হিসাবে পরিচিত রিঙ্কু নস্কর । 2014-র লোকসভা ভোটে CPI(M)-এর প্রার্থীও ছিলেন । যদিও সেইবার জয়ী হতে পারেননি তিনি । তবে কেন হঠাৎ বাম শিবির ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিলেন 102 নম্বর ওয়ার্ডের বিদায়ি কাউন্সিলর ? সেই বিষয়ে এখনই কোনও মন্তব্য করতে চাননি তিনি । BJP-তে যোগদানের পর রিঙ্কু নস্কর বলেন, " আগামীদিনে BJP বাংলায় ক্ষমতায় আসবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বেই বাংলায় উন্নয়ন সম্ভব। তাই BJP-তে যোগ দিলাম ।"

বঙ্গ BJP-র সভাপতি দিলীপ ঘোষের হাত ধরে আজ গেরুয়া শিবিরে যোগ দেন তিনি । কানাঘুষো শোনা যায়, বাম-কংগ্রেসের কাছাকাছি আসা নিয়ে অনেকদিন ধরেই ক্ষোভ বাড়ছিল তাঁর মনে । দলের সঙ্গে দূরত্বও তৈরি হয়েছিল । তবে কি সেই ক্ষোভ থেকেই মুকুল-দিলীপের হাত ধরলেন তিনি ? যদিও এই বিষয়ে এখনই কিছু বলছেন না সদ্য BJP-তে যোগ দেওয়া রিঙ্কু নস্কর ।

গতকালই রাজ্যে এসেছেন BJP নেতা অমিত মালব্য । রাজ্য BJP-র সহ পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত করা হয়েছে তাঁকে । অমিত মালব্য কলকাতায় আসার পরপরই রিঙ্কু নস্করের গেরুয়া শিবিরে যোগদান নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ।

কলকাতা, 17 নভেম্বর : বাংলা সফরে এসে দু'শোর বেশি আসনের লক্ষ্যমাত্রা দিয়ে গেছেন অমিত শাহ । আর সেইমতো দলের ঘুঁটি সাজাতে তৈরি হচ্ছে গেরুয়া শিবির । পাখির চোখ একুশের বিধানসভা ভোট । আর তার আগে বাম শিবিরে ভাঙন ধরাল বঙ্গ BJP । কলকাতা পৌরনিগমের 102 নম্বর ওয়ার্ডের বিদায়ি কাউন্সিলর রিঙ্কু নস্কর যোগ দিলেন BJP -তে ।

রাজনৈতিক মহলে বামেদের লড়াকু নেত্রী হিসাবে পরিচিত রিঙ্কু নস্কর । 2014-র লোকসভা ভোটে CPI(M)-এর প্রার্থীও ছিলেন । যদিও সেইবার জয়ী হতে পারেননি তিনি । তবে কেন হঠাৎ বাম শিবির ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিলেন 102 নম্বর ওয়ার্ডের বিদায়ি কাউন্সিলর ? সেই বিষয়ে এখনই কোনও মন্তব্য করতে চাননি তিনি । BJP-তে যোগদানের পর রিঙ্কু নস্কর বলেন, " আগামীদিনে BJP বাংলায় ক্ষমতায় আসবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বেই বাংলায় উন্নয়ন সম্ভব। তাই BJP-তে যোগ দিলাম ।"

বঙ্গ BJP-র সভাপতি দিলীপ ঘোষের হাত ধরে আজ গেরুয়া শিবিরে যোগ দেন তিনি । কানাঘুষো শোনা যায়, বাম-কংগ্রেসের কাছাকাছি আসা নিয়ে অনেকদিন ধরেই ক্ষোভ বাড়ছিল তাঁর মনে । দলের সঙ্গে দূরত্বও তৈরি হয়েছিল । তবে কি সেই ক্ষোভ থেকেই মুকুল-দিলীপের হাত ধরলেন তিনি ? যদিও এই বিষয়ে এখনই কিছু বলছেন না সদ্য BJP-তে যোগ দেওয়া রিঙ্কু নস্কর ।

গতকালই রাজ্যে এসেছেন BJP নেতা অমিত মালব্য । রাজ্য BJP-র সহ পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত করা হয়েছে তাঁকে । অমিত মালব্য কলকাতায় আসার পরপরই রিঙ্কু নস্করের গেরুয়া শিবিরে যোগদান নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.