ETV Bharat / city

Post Poll Violence : সিটের তদারকি করলেও পারিশ্রমিক 10 লক্ষ টাকা নেবেন না প্রাক্তন প্রধান বিচারপতি - তদন্ত

ভোট পরবর্তী হিংসার তদন্তে নিযুক্ত সিটের তদারকি করবেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর ৷ তবে এর জন্য কোনও পারিশ্রমিক নেবেন না তিনি ৷ বৃহস্পতিবার আদালতকে একথা জানিয়েছে রাজ্য সরকার ৷

retired chief justice Manjula Chellur will not take any remuneration for to supervise SIT investigation on post poll violence
Post Poll Violence : সিট-এর তদারকি করলেও পারিশ্রমিক নেবেন না প্রাক্তন প্রধান বিচারপতি
author img

By

Published : Sep 16, 2021, 5:31 PM IST

কলকাতা, 16 সেপ্টেম্বর : ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) তদন্তে নিযুক্ত সিটের (Special Investigation Team) তদারকির দায়িত্ব নিতে হলে কোনও পারিশ্রমিক নেবেন না তিনি ৷ ইতিমধ্যেই রাজ্য সরকারকে (West Bengal Government) সেকথা জানিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রাক্তন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর (Manjula Chellur) ৷ বৃহস্পতিবার আদালতকে তেমনটাই জানিয়েছেন রাজ্যের আইনজীবী ৷

আরও পড়ুন : Post Poll violence : বিজেপি কর্মী খুনে মমতার নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানকে জেরা সিবিআইয়ের

এদিন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল (Justice Rajesh Bindal) ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের (Justice Rajarshi Bharadwaj) ডিভিশন বেঞ্চে সংশ্লিষ্ট মামলাটি শুনানির জন্য ওঠে ৷ সেখানেই রাজ্যের তরফে জানানো হয়, সিটের তদন্তে তদারকির দায়িত্ব পালনের সময় অন্যান্য সমস্ত সুবিধাই নেবেন প্রাক্তন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর ৷ কিন্তু আদালত তাঁর পারিশ্রমিক হিসাবে যে 10 লক্ষ টাকা রাজ্যকে দেওয়ার নির্দেশ দিয়েছিল, মঞ্জুলা চেল্লুর তা নেবেন না বলেই জানিয়েছেন ৷ এতে আদালতের কোনও সমস্যা নেই বলেই জানিয়ে দিয়েছে ডিভিশন বেঞ্চ ৷ বিষয়টি আদালতের নিয়ম মাফিক ‘রেকর্ড’-ও করে রাখা হয়েছে ৷

প্রসঙ্গত, রাজ্যে ভোট পরবর্তী হিংসার মামলায় খুন, ধর্ষণের মতো গুরুতর অভিযোগগুলির তদন্ত করছে সিবিআই (CBI) ৷ বাদবাকি (অপেক্ষাকৃত কম গুরুতর) অভিযোগগুলির তদন্তভার দেওয়া হয়েছে সিটকে ৷ গত 19 অগস্ট কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল, তাতে সিটের সদস্য হিসাবে রাখা হয়েছিল কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র-সহ তিন আইপিএসকে ৷ দলের বাকি দু’জন তদন্তকারী হলেন সুমনবালা সাহু এবং রণবীর কুমার ৷ তদন্তের কাজে তাঁদের সহযোগিতা করার জন্য পরে আরও 10 জন আধিকারিকের নাম ঘোষণা করে রাজ্য সরকার ৷ এই পুরো তদন্তকারী দলেরই তদারকি করবেন প্রাক্তন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর ৷

আরও পড়ুন : Post Poll Violence : সিবিআই তদন্তে ভয় পেয়েই সুপ্রিম কোর্টে রাজ্য, কটাক্ষ দিলীপের

এর পাশাপাশি, এদিনের শুনানিতে মামলাকারীদের পক্ষ থেকে একটি অনুযোগও করা হয় আদালতের কাছে ৷ তাঁদের আইনজীবীরা জানান, কোনও একটি টিভি চ্য়ানেলের অনুষ্ঠানে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের এক নেতা সিবিআইকে ‘মালিক কা তোতা’ বলে কটাক্ষ করেছেন ৷ এই মন্তব্য আদালত অবমাননার সমতুল্য বলে দাবি মামলাকারীদের ৷ বিষয়টি শোনার পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানিয়ে দেন, মূল মামলার সঙ্গেই এই অভিযোগেরও শুনানি হবে ৷

কলকাতা, 16 সেপ্টেম্বর : ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) তদন্তে নিযুক্ত সিটের (Special Investigation Team) তদারকির দায়িত্ব নিতে হলে কোনও পারিশ্রমিক নেবেন না তিনি ৷ ইতিমধ্যেই রাজ্য সরকারকে (West Bengal Government) সেকথা জানিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রাক্তন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর (Manjula Chellur) ৷ বৃহস্পতিবার আদালতকে তেমনটাই জানিয়েছেন রাজ্যের আইনজীবী ৷

আরও পড়ুন : Post Poll violence : বিজেপি কর্মী খুনে মমতার নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানকে জেরা সিবিআইয়ের

এদিন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল (Justice Rajesh Bindal) ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের (Justice Rajarshi Bharadwaj) ডিভিশন বেঞ্চে সংশ্লিষ্ট মামলাটি শুনানির জন্য ওঠে ৷ সেখানেই রাজ্যের তরফে জানানো হয়, সিটের তদন্তে তদারকির দায়িত্ব পালনের সময় অন্যান্য সমস্ত সুবিধাই নেবেন প্রাক্তন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর ৷ কিন্তু আদালত তাঁর পারিশ্রমিক হিসাবে যে 10 লক্ষ টাকা রাজ্যকে দেওয়ার নির্দেশ দিয়েছিল, মঞ্জুলা চেল্লুর তা নেবেন না বলেই জানিয়েছেন ৷ এতে আদালতের কোনও সমস্যা নেই বলেই জানিয়ে দিয়েছে ডিভিশন বেঞ্চ ৷ বিষয়টি আদালতের নিয়ম মাফিক ‘রেকর্ড’-ও করে রাখা হয়েছে ৷

প্রসঙ্গত, রাজ্যে ভোট পরবর্তী হিংসার মামলায় খুন, ধর্ষণের মতো গুরুতর অভিযোগগুলির তদন্ত করছে সিবিআই (CBI) ৷ বাদবাকি (অপেক্ষাকৃত কম গুরুতর) অভিযোগগুলির তদন্তভার দেওয়া হয়েছে সিটকে ৷ গত 19 অগস্ট কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল, তাতে সিটের সদস্য হিসাবে রাখা হয়েছিল কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র-সহ তিন আইপিএসকে ৷ দলের বাকি দু’জন তদন্তকারী হলেন সুমনবালা সাহু এবং রণবীর কুমার ৷ তদন্তের কাজে তাঁদের সহযোগিতা করার জন্য পরে আরও 10 জন আধিকারিকের নাম ঘোষণা করে রাজ্য সরকার ৷ এই পুরো তদন্তকারী দলেরই তদারকি করবেন প্রাক্তন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর ৷

আরও পড়ুন : Post Poll Violence : সিবিআই তদন্তে ভয় পেয়েই সুপ্রিম কোর্টে রাজ্য, কটাক্ষ দিলীপের

এর পাশাপাশি, এদিনের শুনানিতে মামলাকারীদের পক্ষ থেকে একটি অনুযোগও করা হয় আদালতের কাছে ৷ তাঁদের আইনজীবীরা জানান, কোনও একটি টিভি চ্য়ানেলের অনুষ্ঠানে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের এক নেতা সিবিআইকে ‘মালিক কা তোতা’ বলে কটাক্ষ করেছেন ৷ এই মন্তব্য আদালত অবমাননার সমতুল্য বলে দাবি মামলাকারীদের ৷ বিষয়টি শোনার পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানিয়ে দেন, মূল মামলার সঙ্গেই এই অভিযোগেরও শুনানি হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.