কলকাতা, 30 মে : আগামী 3 জুন অর্থাৎ শুক্রবার প্রকাশিত হতে চলেছে এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল (Results of Madhyamik Examination to be published on 3 June)। আজ বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানানো হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফে ।
মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি অধ্যাপক ডক্টর কল্যাণময় গঙ্গোপাধ্যায় সকাল নটার সময় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রকাশ করবেন এই বছরের ফলাফল । এরপর সকাল 10টা থেকে ওয়েবসাইটে নিজেদের ফলাফল দেখতে পাবে ছাত্র ছাত্রীরা । যে ওয়েবসাইটগুলির মাধ্যমে ফল জানা যাবে সেগুলি হল :
- www.wbbse.wb.gov.in
- www.wbresults.nic.in
- www.exametc.com
- www.indiaresults.com
- www.results.shikha.com
- www.schools9.com
- www.jagranjosh.com
- www.vidyavision.com
- www.fastresult.com
ওয়েবসাইটে নিজের রেজিস্ট্রেশন নম্বর ও জন্ম তারিখ দিলে দেখা যাবে ফলাফল । পাশাপাশি মোবাইল অ্যাপ ও এসএমএস-এর মাধ্যমেও ফলাফল দেখতে পাবে শিক্ষার্থীরা । করোনার প্রকোপের পর এবছর আবার অফলাইনে হয়েছিল মাধ্যমিক পরীক্ষা । এবছর পরীক্ষা দিয়েছিল রেকর্ড সংখ্যার পরীক্ষার্থী । পরীক্ষা কেন্দ্রের সংখ্যাও বাড়ানো হয়েছিল প্রায় দ্বিগুণ । একবছর বন্ধ থাকার পর এবার মাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হয় । যাতে প্রশ্ন ফাঁস এড়ানো সম্ভব হয়, তাই স্পর্শকাতর ব্লক বা এলাকার ইন্টারনেটে পরিষেবা পরীক্ষা চলাকালীন বন্ধ রাখা হয় । সিসিটিভি নজরদারিও ছিল । খোলা হয়েছিল কন্ট্রোল রুম ।
আরও পড়ুন : Madhyamik Examination : একগুচ্ছ সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে সোমবার থেকে রাজ্যে শুরু মাধ্যমিক পরীক্ষা
এ বছর পরীক্ষা দিয়েছিল মোট 11 লক্ষ 26 হাজার 863 পরীক্ষার্থী। তাদের মধ্যে ছাত্রর সংখ্যা 5 লক্ষ 59 এবং ছাত্রীর সংখ্যা 6 লক্ষ 26 হাজার 804 ছিল ।