ETV Bharat / city

HS Result 2022 : আগামী 10 জুন উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ - HS Result 2022

আগামী 10 জুন প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফল (Results of Higher Secondary Examination to be published on 10 June)৷ এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় 7.45 লক্ষ । সকাল 11:30টা থেকে ওয়েবসাইটে নিজেদের ফলাফল দেখতে পাবে ছাত্র ছাত্রীরা ।

Results of Higher Secondary Examination to be published on 10 June
HS Result 2022
author img

By

Published : Jun 3, 2022, 2:04 PM IST

Updated : Jun 3, 2022, 3:29 PM IST

কলকাতা, 3 জুন : আগামী 10 জুন অর্থাৎ শুক্রবার প্রকাশিত হতে চলেছে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল (Results of Higher Secondary Examination to be published on 10 June)। আজ বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানানো হয়েছে উচ্চশিক্ষা সংসদের তরফে ।

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সকাল 11টার সময় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রকাশ করবেন এই বছরের ফলাফল । এরপর সকাল 11:30টা থেকে ওয়েবসাইটে নিজেদের ফলাফল দেখতে পাবে ছাত্র ছাত্রীরা । যে ওয়েবসাইটগুলির মাধ্যমে ফল জানা যাবে সেগুলি হল :

  • www.wbresults.nic.in
  • www.exametc.com
  • www.indiaresults.com
  • www.results.shikha.com
  • www.jagranjosh.com
    Results of Higher Secondary Examination to be published on 10 June
    বিজ্ঞপ্তি প্রকাশ উচ্চশিক্ষা সংসদের তরফে

প্রসঙ্গত, এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 2 এপ্রিল থেকে । 27 এপ্রিল শেষ হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা । 44 দিনের মাথায় আগামী 10 জুন প্রকাশিত হতে চলেছে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল ৷ উচ্চমাধ্যমিকের ইতিহাসে এই প্রথমবার করোনার জেরে হোম সেন্টারে পরীক্ষা দিয়েছিল ছাত্র-ছাত্রীরা (HS Result 2022) । অর্থাৎ পড়ুয়ারা নিজ নিজ স্কুলে বসেই উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে ।

উচ্চমাধ্যমিক পরীক্ষায় এবার মোট এক্সামিনেশন সেন্টারের সংখ্যা ছিল 998টি এবং মোট ভেনুর সংখ্যা ছিল 6727টি । পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের দেওয়া ডাটা অনুসারে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় 7.45 লক্ষ । পরীক্ষা শুরু হয় সকাল 10 টা থেকে চলে বেলা 1:15 পর্যন্ত । এবছর করা হয় বিশেষ সিটিং অ্যারেঞ্জমেন্টও ।

কলকাতা, 3 জুন : আগামী 10 জুন অর্থাৎ শুক্রবার প্রকাশিত হতে চলেছে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল (Results of Higher Secondary Examination to be published on 10 June)। আজ বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানানো হয়েছে উচ্চশিক্ষা সংসদের তরফে ।

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সকাল 11টার সময় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রকাশ করবেন এই বছরের ফলাফল । এরপর সকাল 11:30টা থেকে ওয়েবসাইটে নিজেদের ফলাফল দেখতে পাবে ছাত্র ছাত্রীরা । যে ওয়েবসাইটগুলির মাধ্যমে ফল জানা যাবে সেগুলি হল :

  • www.wbresults.nic.in
  • www.exametc.com
  • www.indiaresults.com
  • www.results.shikha.com
  • www.jagranjosh.com
    Results of Higher Secondary Examination to be published on 10 June
    বিজ্ঞপ্তি প্রকাশ উচ্চশিক্ষা সংসদের তরফে

প্রসঙ্গত, এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 2 এপ্রিল থেকে । 27 এপ্রিল শেষ হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা । 44 দিনের মাথায় আগামী 10 জুন প্রকাশিত হতে চলেছে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল ৷ উচ্চমাধ্যমিকের ইতিহাসে এই প্রথমবার করোনার জেরে হোম সেন্টারে পরীক্ষা দিয়েছিল ছাত্র-ছাত্রীরা (HS Result 2022) । অর্থাৎ পড়ুয়ারা নিজ নিজ স্কুলে বসেই উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে ।

উচ্চমাধ্যমিক পরীক্ষায় এবার মোট এক্সামিনেশন সেন্টারের সংখ্যা ছিল 998টি এবং মোট ভেনুর সংখ্যা ছিল 6727টি । পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের দেওয়া ডাটা অনুসারে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় 7.45 লক্ষ । পরীক্ষা শুরু হয় সকাল 10 টা থেকে চলে বেলা 1:15 পর্যন্ত । এবছর করা হয় বিশেষ সিটিং অ্যারেঞ্জমেন্টও ।

Last Updated : Jun 3, 2022, 3:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.