কলকাতা, 1 অগাস্ট : ব়্যাপিড অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট আরও উদ্বেগ বাড়াল প্রশাসনের । বৃহস্পতিবার কোরোনা নির্ণয় করতে কলকাতার দু'প্রান্তে অ্যান্টিজেন পরীক্ষা হয় ।
দক্ষিণ কলকাতার চেতলা এলাকায় 50 জনের অ্যান্টিজেন পরীক্ষা হয় । যেখানে 10 জনের কোরোনা সংক্রমণ ধরা পড়েছে । উত্তর কলকাতার হাতিবাগানে 33 জনের মধ্যে তিনজনের কোরোনা সংক্রমণ ধরা পড়ে । ব়্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় উপসর্গহীন আক্রান্তের সংখ্যা কুড়ি শতাংশ হওয়ায় দুশ্চিন্তা বেড়েছে প্রশাসনের ।
কলকাতার বিভিন্ন সরকারি হাসপাতালগুলিতে এতদিন RPTCR পরীক্ষা করা হত । এবার কলকাতা পৌরনিগম 16টি বোরোতে 16টি স্বাস্থ্যকেন্দ্রে RPTCR পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে । শহরবাসী বিনামূল্যেই এই পরীক্ষা করাতে পারবেন নিজেদের বোরোর স্বাস্থ্যকেন্দ্র থেকে ।
কলকাতা পৌরনিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ বলেন, অ্যান্টিজেন পরীক্ষাতে অনেক সময় রিপোর্ট একশো শতাংশ নির্ভুল হয় না । অনেক ক্ষেত্রে দেখা গেছে প্রথমে রিপোর্ট নেগেটিভ এলেও পরে পজ়িটিভ এসেছে । কিন্তু, শহরে দ্রুতগতিতে সংক্রমণ বাড়ছে । তাই কম সময়ে নির্ভুল রিপোর্ট পেতে এই পরীক্ষা গুরুত্বপূর্ণ ।
প্রাথমিকভাবে প্রতিদিন 100 জনের সোয়াবের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে স্বাস্থ্যকেন্দ্রগুলিতে । পরে পরীক্ষার সংখ্যা বাড়ানো হবে । এদিকে চেতলায় যাদের কোরোনা সংক্রমণ ধরা পড়েছে তাদের মধ্যে অধিকাংশই উপসর্গহীন । চেতলা সিটি বাজারে তাদের দোকান রয়েছে ।
অতীনবাবু বলেন, মূলত বাজারেগুলিতেই বেশি সংখ্যায় সংক্রমণ ধরা পড়ছে । উপসর্গহীন হওয়ার ফলে সংক্রমণ অন্যদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে । এই কারণেই বাজার এলাকাগুলোতে আরও বেশি সংখ্যায় পরীক্ষা করা হবে ।