কলকাতা, 28 এপ্রিল : কোথাও জলের পাইপ, কোথাও জলের মিটার বসেছে, কোথাও টেলিকম সংস্থার তার গিয়েছে, আবার কোথাও বিদ্যুতের কাজ হচ্ছে যার জন্য রাস্তা খোঁড়া হয়েছে ৷ আর এর জেরে কলকাতা পৌরনিগমের 2 নম্বর ওয়ার্ডের বড় রাস্তা থেকে অলিগলির রাস্তার বেহাল অবস্থা (Residents of KMC Ward No 2 suffering due to bad condition of roads) ।
পৌরনিগমের নিয়ম অনুসারে কোনও পরিষেবা সংক্রান্ত কাজ করতে খোঁড়ার প্রয়োজন হলে, তা 15 দিনের মধ্যে ঠিক করে দিতে হয় । তবে এই ওয়ার্ডে উল্টো ছবি ধরা পড়ল । এলাকায় বসছে পানীয় জলের মিটার । খোঁড়া হয়েছে রাস্তা, মিটার বসেছে, তবু মাসের পর মাস গড়ালেও রাস্তা ঠিক হয়নি এখনও । কোথায় রাস্তায় ঝামা দেওয়াতে অনিয়ম হাতেনাতে ধরেছেন স্থানীয় কাউন্সিলর ড. কাকলি সেন । কালিচরণ শেঠ লেন, 30 নম্বর ব্লক, 42 নম্বর ব্লক, দমদম রোড-সহ একাধিক এলাকার রাস্তার খারাপ অবস্থা । গাড়ি চলাচল থেকে এলাকার পথ চলতি মানুষ, সকলেই দিনের পর দিন দুর্ভোগ সইছেন ।
স্থানীয় বাসিন্দা বৃদ্ধা মল্লিকা ধর বলেন, "প্রতিদিন বাজার দোকান করতে, ব্যাঙ্কে যেতে সমস্যার মুখে পড়তে হচ্ছে । মাসখানেক হয়ে গেল রাস্তা ঠিক হয়নি । দ্রুত সারিয়ে দিল উপকৃত হব ।" অপর বাসিন্দা অসিত গঙ্গোপাধ্যায় বলেন, "বয়স্ক অসুস্থ মানুষ আমরা, হাঁটাচলা করতে খুবই সমস্যা হত । এলাকায় জলের কাজ হয়েছিল তারপর রাস্তা দীর্ঘদিন এই খোঁড়া অবস্থায় পড়ে ছিল । কাউন্সিলরকে আবেদন করলে তিনি ইতিবাচক পদক্ষেপ নিয়ে রাস্তা পিচ করান ।"
ওয়ার্ডের রাস্তাগুলোর এমন বেহাল অবস্থা নিয়ে ক্ষুব্ধ কাউন্সিলরও । ইতিমধ্যেই মানুষের এই সমস্যার কথা তিনি পৌর অধিবেশনে তুলে ধরেছেন বলে জানান । তিনি বলেন, "আমার ওয়ার্ডে জলের চাপ বাড়ানোর কাজ চলছে ওয়ার্ড জুড়ে । সাড়ে চার হাজার লাইন হচ্ছে । প্রতিটি রাস্তায় গলি খোঁড়া হচ্ছে কাজের জন্য । সেটার পর রাস্তা মেরামতির কাজ ঠিক হচ্ছে না । মানুষের খুবই অসুবিধা হচ্ছে । 15 দিনে রাস্তা ঠিক করার কথা ।"
কাকলি সেন আরও বলেন, "গত 10 বছর মহানগরে রাস্তার উন্নতি হয়েছে । এই ওয়ার্ডের রাস্তা দেখলে সেই ছবির পরিপন্থী বলেই মনে হয় । আমার সামনেই সাইকেল নিয়ে বয়স্ক মানুষ পরে গিয়েছেন । অ্যাম্বুল্যান্স যেতে সমস্যা হচ্ছে । পরীক্ষা চলছে, পড়ুয়াদের যেতে অসুবিধা হচ্ছে । যে সংস্থা কাজ করছে তাঁদের ডেকে বলে কাজ না হওয়াতে পৌর অধিবেশনে তুলি রাস্তা মেরামতের কথাটা । প্রথমত, রাস্তা মেরামত দ্রুত হচ্ছে না৷ দ্বিতীয়ত, যেটুকু কাজ হচ্ছে তার গুণগতমান নিয়ে খুশি নই । যেভাবে কাজ করছে সেই রাস্তা বেশি দিন চলবে না । বর্ষায় এখানে কিছু বহুদিনের সমস্যা আছে । মেয়রকে জানানোর পর কিছু রাস্তা সারানোর কাজ শুরু হয়েছে । আগে যে নিম্নমানের কাজ করেছে সেটা বদলে ভালো করে কাজ হচ্ছে ।"
আরও পড়ুন: KMC worker dies in accident: শহরে ফের বেপরোয়া গতির বলি পৌরকর্মী, গ্রেফতার অভিযুক্ত চালক