কলকাতা, 14 জুলাই: একটিমাত্র নির্দিষ্ট টিকা ব্যবহার করেই যাতে করোনা ভাইরাসের (Pan Coronavirus Vaccine) সবক'টি ভ্যারিয়েন্টকে রোখা সম্ভব হয়, আপাতত তা নিয়েই গবেষণা চালিয়ে যাচ্ছেন বিশেষজ্ঞরা ৷ বৃহস্পতিবার কলকাতার সায়েন্স সিটিতে আয়োজিত একটি অনুষ্ঠানে একথা জানালেন পুণের (Pune) 'ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি' (National Institute of Virology)-এর ডিরেক্টর ড. প্রিয়া আব্রাহাম (Dr. Priya Abraham) ৷
এদিনের অনুষ্ঠানে প্রিয়া বলেন, করোনার নিত্যনতুন ভ্যারিয়েন্ট বা প্রজাতি তৈরি হচ্ছে ৷ বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছ, একটি প্রজাতিকে রোখার জন্য যে টিকা তৈরি করা হচ্ছে, সেটি নতুন কোনও প্রজাতির মোকাবিলায় অকেজো হয়ে পড়ছে ৷ এই সমস্যা দূর করতেই 'প্যান করোনাভাইরাস ভ্যাকসিন' বা সমস্ত ধরনের করোনার জন্য একটিমাত্র টিকা তৈরির কাজ করা হচ্ছে ৷ 'ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ' (Indian Council of Medical Research) বা আইসিএমআর (ICMR) নয়া এই টিকাকে অনুমোদন দিলেই তা সাধারণের জন্য ব্যবহার করা হবে ৷
আরও পড়ুন: Corona Vaccination Certificate: টিকাকরণের পরও মেলেনি শংসাপত্র ! স্পুটনিক নিয়ে বিপাকে আমজনতা
এদিনের অনুষ্ঠানে মিশ্র টিকাকরণ (Cross Vaccination) নিয়ে ড. আব্রাহামকে প্রশ্ন করা হলে তিনি জানান, কাউকে যদি বিভিন্ন সংস্থার টিকা মিলিয়ে, মিশিয়ে দেওয়া হয়, তাতে লাভ ছাড়া ক্ষতি নেই ৷ যেমন, কাউকে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনের একটি করে দু'টি ডোজ দেওয়া হলে, কিংবা টিকার প্রথম দু'টি ডোজ কোনও একটি নির্দিষ্ট সংস্থার ও বুস্টার ডোজ হিসাবে অন্য সংস্থার টিকা ব্যবহার করা হলে, তাতে কোনও সমস্য়া নেই ৷ বরং, মিশ্র টিকার সৌজন্যে সংশ্লিষ্ট ব্যক্তির রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়বে বলেই মনে করছেন ড. আব্রাহাম ৷
প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হয়, 18 থেকে 59 বছর বয়সিদের বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া হবে ৷ দেড় মাস বা 75 দিনের জন্য এই সুবিধা পাবেন তাঁরা ৷ স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ কেন্দ্রের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ড. আব্রাহাম ৷