ETV Bharat / city

কারগিল বিজয় দিবসে রাজ্যজুড়ে তেরঙ্গা যাত্রা BJP-র - Shyambazar

কারগিল বিজয় দিবসে শহিদদের স্মরণ করে রাজ্যজুড়ে তেরঙ্গা যাত্রার ডাক BJP-র । যার মধ্যে দু'টি যাত্রা হবে কলকাতায় ।

ফাইল ফোটো
author img

By

Published : Jul 26, 2019, 5:46 AM IST

কলকাতা, 26 জুলাই : 21 তম কারগিল বিজয় দিবস আজ । সেই দিনকে স্মরণ করে তেরঙ্গা যাত্রার ডাক দিল BJP । তবে, শুধু শহিদ স্মরণে নয় । এই তেরঙ্গা যাত্রার পেছনে জনসংযোগের বিষয়টিও মাথায় রাখছে রাজ্য BJP । জানা গেছে, রাজ্যজুড়ে এই তেরঙ্গা যাত্রার মধ্যে কলকাতায় হবে দু'টি ।

আজ সকাল 11টা ও সন্ধ্যে 7টায় কারগিল বিজয় দিবস উপলক্ষ্যে কলকাতায় দু'টি মিছিল বের করবে BJP যুব মোর্চার প্রতিনিধিরা । যার মধ্যে একটি শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে টালা পোস্ট অফিস পর্যন্ত হবে । এরই সঙ্গে একটি মোমবাতি মিছিলেরও আয়োজন করা হয়েছে । মিছিল শেষে BJP-র প্রতিনিধিরা কারগিল যুদ্ধে শহিদ কর্নেল কনাদ ভট্টাচার্যর বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখা করবে ।

এবিষয়ে রাজ্য BJP যুব মোর্চার সহ সভাপতি প্রকাশ দাস বলেন, "আজ কারগিল বিজয় দিবসকে সামনে রেখে জেলায় জেলায় মিছিল হবে । কলকাতাতেও মিছিল হবে । মূলত সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে এই কর্মসূচি নেওয়া হয়েছে ।"

কলকাতা, 26 জুলাই : 21 তম কারগিল বিজয় দিবস আজ । সেই দিনকে স্মরণ করে তেরঙ্গা যাত্রার ডাক দিল BJP । তবে, শুধু শহিদ স্মরণে নয় । এই তেরঙ্গা যাত্রার পেছনে জনসংযোগের বিষয়টিও মাথায় রাখছে রাজ্য BJP । জানা গেছে, রাজ্যজুড়ে এই তেরঙ্গা যাত্রার মধ্যে কলকাতায় হবে দু'টি ।

আজ সকাল 11টা ও সন্ধ্যে 7টায় কারগিল বিজয় দিবস উপলক্ষ্যে কলকাতায় দু'টি মিছিল বের করবে BJP যুব মোর্চার প্রতিনিধিরা । যার মধ্যে একটি শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে টালা পোস্ট অফিস পর্যন্ত হবে । এরই সঙ্গে একটি মোমবাতি মিছিলেরও আয়োজন করা হয়েছে । মিছিল শেষে BJP-র প্রতিনিধিরা কারগিল যুদ্ধে শহিদ কর্নেল কনাদ ভট্টাচার্যর বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখা করবে ।

এবিষয়ে রাজ্য BJP যুব মোর্চার সহ সভাপতি প্রকাশ দাস বলেন, "আজ কারগিল বিজয় দিবসকে সামনে রেখে জেলায় জেলায় মিছিল হবে । কলকাতাতেও মিছিল হবে । মূলত সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে এই কর্মসূচি নেওয়া হয়েছে ।"

Intro:25-07-19


সুজয় ঘোষ, কলকাতা



কলকাতা: আগামী কাল রাজ্য জুড়ে তিরঙ্গা যাত্রার ডাক বিজেপির। কার্গিল দিবস উপলক্ষে রাজ্য জুড়ে মিছিল করবে যুব মোর্চা। কাল কলকাতায় দুটি তিরঙ্গা যাত্রা বের হবে। দুটিই শুরু হবে শ্যামবাজার পাঁচমাথা মোড় থেকে শেষ হবে টালা পোষ্ট অফিস পর্যন্ত। কার্গিল যুদ্ধে শহিদ শাওয়ান কর্নেল কনাদ ভট্টাচার্য সহ বীর শহিদ জাওয়ানদের আত্মার শান্তিকামনায় মোমবাতি মিছিল বের হবে। কনাদ ভট্টাচার্যের বাড়িতে বিশেষ ফুল দিয়েও সম্বর্ধানাও দেবে যুব মোর্চা।


বিজেপি সুত্রে জানা গিয়েছে, দুটি মিছিল ১ টি সকাল ১১ টায় ও সন্ধ্যা ৬ টার বের হবে। মিছিল শেষ হবে কনাদ ভট্টাচার্যের বাড়ি। সেখানে তাকে ফুল দিয়ে সম্বর্ধনা দেওয়া হবে। জতীয় পতাকা নিয়েই এই মিছল হবে।



বিজেপির যুব মোর্চার সহ সভাপতি প্রকাশ দাস বলেন," কাল কার্গিল দিবস কে সামনে রেখে জেলায় জেলায় মিছিল হবে। কলকাতাতেও মিছিল হবে। মূলত সাধারণ মানুষের মধ্যে জনসংযোগ বাড়েই এই কর্মসূচি নেওয়া হচ্ছে"


Body:কপিConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.