হায়দরাবাদ, 27 এপ্রিল : করোনা আক্রান্ত হননি মিঠুন চক্রবর্তী ৷ তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে ৷ এমনটাই জানালেন মিঠুনের ছেলে মিমো চক্রবর্তী ৷ আজ সকালে খবর ছড়ায়, নির্বাচনী প্রচারের পর করোনার পরীক্ষা করানোর পর মিঠুন চক্রবর্তী রিপোর্ট পজিটিভ এসেছে ৷ সেই খবর ভুয়ো বলে জানিয়েছেন মিঠুনের ছেলে ৷ সেই সঙ্গে অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী নিজের টুইটারে এ নিয়ে মজা করে একটি পোস্ট করেন ৷
-
After an extensive campaigning for more than a month I am enjoying my holiday with my favorite food "Beuli Dal and Aloo Posto".
— Mithun Chakraborty (@mithunda_off) April 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">After an extensive campaigning for more than a month I am enjoying my holiday with my favorite food "Beuli Dal and Aloo Posto".
— Mithun Chakraborty (@mithunda_off) April 27, 2021After an extensive campaigning for more than a month I am enjoying my holiday with my favorite food "Beuli Dal and Aloo Posto".
— Mithun Chakraborty (@mithunda_off) April 27, 2021
আরও পড়ুন : বোলপুরের সভাস্থলে ভিড় দেখে মঞ্চে উঠলেন না মহাগুরু
মিঠুন তাঁর টুইটারে লিখেছেন, ‘‘এক মাসের উপর চলা দীর্ঘ নির্বাচনী প্রচারের পর, আমি আমার ছুটি উপভোগ করছি ৷ সঙ্গে রয়েছে আমার প্রিয় বিউলি ডাল এবং আলু পোস্তো ৷’’ প্রসঙ্গত, আজ দুপুরের পরেই বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর ছড়িয়ে পরে মিঠুন চক্রবর্তী করোনা আক্রান্ত হয়েছেন ৷ যে খবর ভুয়ো বলে জানিয়ে মিঠুনের ছেলে একটি বিবৃতি প্রকাশ করেন ৷ সেখানে মিমো জানিয়েছেন, ‘‘বাবা ভালো আছেন ৷ বাবা তাঁর শো-র কাজে ব্যস্ত এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষের জন্য কাজ করছেন ৷ ভগবানের আশীর্বাদে এবং তাঁর অগণিত অনুরাগীদের ভালবাসার কারণে তিনি সুস্থ এবং সতেজ রয়েছেন ৷ প্রত্যেকদিন তাঁকে কঠোর পরিশ্রম করতে দেখে আমি অনুপ্রাণিত হই ৷ তিনি সবসময় ইতিবাচক থাকতে পছন্দ করেন ৷ আমি অবশ্য়ই জানাব যে, তিনি কোভিড পজিটিভ নন ৷ আমরা সব নিয়মবিধি খুবই গুরুত্ব দিয়ে পালন করছি, যেমনটা নির্দেশ দেওয়া হয়েছে ৷ আর মহামারির বিরুদ্ধে এই লড়াই আমরা হারব না ৷’’