ETV Bharat / city

বৌবাজারের ঘরহারাদের অন্নদাতা "রিফিউজি "

কয়েকমাস আগে খবরের শিরোনামে থাকা মেট্রোরেলের কাজে ভিটে বাড়ি হারানোদের পাশে স্বেচ্ছাসেবী সংস্থা ৷ এই সংস্থাটির নাম রিফিউজি ৷ পরিচালনায় CAB এর প্রাক্তন সচিব বিশ্বরূপ দে ৷

boubazar
বৌবাজারের
author img

By

Published : Apr 5, 2020, 3:51 PM IST

কলকাতা , 5 এপ্রিল : মাত্র কয়েকমাস আগেই হারিয়েছিলেন ভিটে বাড়ি ৷ কারণ ছিল মেট্রোরেল ৷ বর্তমানে খাদ্য সংকটে গৃহবন্দী ৷ কারণ কোরোনা নামক ভাইরাস ৷ জগন্নাথ বাড়ি লেন, রামকানাই অধিকারী লেন, বাবুরাম শিল লেন, হিদারাম ব্যানার্জী লেন, মদন দত্ত লেনের হাজার তিনেক মানুষের দিন গুজরান সামান্য রসদে ৷ সাহায্যের হাত বাড়ালও CAB এর প্রাক্তন সচিব বিশ্বরূপ দে পরিচালিত স্বেচ্ছাসেবী সংস্থা রিফিউজি ।

গোয়েঙ্কা কলেজের বিপরীতে রিফিউজি সংস্থার প্রধান অফিস । পরিচালনার দায়ভার CAB এর প্রাক্তন সচিব বিশ্বরূপ দে-র হাতে ৷ এই সংস্থার প্রধান লক্ষ্য বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ানও । এই মহৎ উদ্দেশ্য নিয়ে এবার তাঁরা মেট্রো রেলের কাজে ক্ষতিগ্রস্ত পাড়ায় এসেছে ৷ 31 মার্চ থেকে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে চাল ডাল আলু ।

"আমরা সারাবছর দুঃস্থ,বিপদে পড়া মানুষের পাশে দাঁড়াই । এবারের বিপদটা আগের সব বিপদের থেকে আলাদা । একটু করে সবাই একজোট হয়ে সাহায্যের হাত বাড়ালেই যুদ্ধ জয় সম্ভব হবে । তাই ঘরে থাকার প্রয়োজনীয়তা যেমন আছে, তেমনই সামান্য অন্ন সংস্থানের চেষ্টা চালাচ্ছি ,"ফোনের ওপার থেকে এভাবেই নিজেদের প্রচেষ্টার কথা জানালেন বিশ্বরূপ দে ।

প্রসঙ্গত উল্লেখ্য রিফিউজি সংস্থা চাঁপাতলা, হরিশ শিকদার পথ, সিদ্ধেশ্বর চন্দ্র লেনের 278 জন গরিব মানুষে হাতেও তুলে দিয়েছে চাল- ডাল । বাদ পড়েনি নবীন চাঁদ বড়াল লেন, চুনাপুকুর লেন, ব্যানার্জী লেন, বিবি গাঙ্গুলি স্ট্রিটের 365 জন গরিব মানুষরাও ।

কলকাতা , 5 এপ্রিল : মাত্র কয়েকমাস আগেই হারিয়েছিলেন ভিটে বাড়ি ৷ কারণ ছিল মেট্রোরেল ৷ বর্তমানে খাদ্য সংকটে গৃহবন্দী ৷ কারণ কোরোনা নামক ভাইরাস ৷ জগন্নাথ বাড়ি লেন, রামকানাই অধিকারী লেন, বাবুরাম শিল লেন, হিদারাম ব্যানার্জী লেন, মদন দত্ত লেনের হাজার তিনেক মানুষের দিন গুজরান সামান্য রসদে ৷ সাহায্যের হাত বাড়ালও CAB এর প্রাক্তন সচিব বিশ্বরূপ দে পরিচালিত স্বেচ্ছাসেবী সংস্থা রিফিউজি ।

গোয়েঙ্কা কলেজের বিপরীতে রিফিউজি সংস্থার প্রধান অফিস । পরিচালনার দায়ভার CAB এর প্রাক্তন সচিব বিশ্বরূপ দে-র হাতে ৷ এই সংস্থার প্রধান লক্ষ্য বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ানও । এই মহৎ উদ্দেশ্য নিয়ে এবার তাঁরা মেট্রো রেলের কাজে ক্ষতিগ্রস্ত পাড়ায় এসেছে ৷ 31 মার্চ থেকে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে চাল ডাল আলু ।

"আমরা সারাবছর দুঃস্থ,বিপদে পড়া মানুষের পাশে দাঁড়াই । এবারের বিপদটা আগের সব বিপদের থেকে আলাদা । একটু করে সবাই একজোট হয়ে সাহায্যের হাত বাড়ালেই যুদ্ধ জয় সম্ভব হবে । তাই ঘরে থাকার প্রয়োজনীয়তা যেমন আছে, তেমনই সামান্য অন্ন সংস্থানের চেষ্টা চালাচ্ছি ,"ফোনের ওপার থেকে এভাবেই নিজেদের প্রচেষ্টার কথা জানালেন বিশ্বরূপ দে ।

প্রসঙ্গত উল্লেখ্য রিফিউজি সংস্থা চাঁপাতলা, হরিশ শিকদার পথ, সিদ্ধেশ্বর চন্দ্র লেনের 278 জন গরিব মানুষে হাতেও তুলে দিয়েছে চাল- ডাল । বাদ পড়েনি নবীন চাঁদ বড়াল লেন, চুনাপুকুর লেন, ব্যানার্জী লেন, বিবি গাঙ্গুলি স্ট্রিটের 365 জন গরিব মানুষরাও ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.