ETV Bharat / city

Manoj Kumar Verma: অর্জুন তৃণমূলে ফেরাতেই কি ব্যারাকপুর থেকে সরছেন মনোজ ! - মমতা বন্দ্যোপাধ্য়ায়

ডিজি সিকিউরিটি পদে বদল ৷ মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব থেকে অব্যাহতি পাচ্ছেন বিবেক সহায় (Vivek Sahay) ৷ তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন মনোজ ভার্মা (Manoj Kumar Verma) ৷ প্রশাসন রুটিন বদলি বলে দাবি করলেও এর পিছনে অন্য অঙ্ক দেখছে ওয়াকিবহাল মহল ৷

reason behind ips Manoj Kumar Verma transfer
Manoj Kumar Verma: অর্জুন তৃণমূলে ফেরাতেই কি ব্য়ারাকপুর থেকে সরছেন মনোজ !
author img

By

Published : Jul 6, 2022, 8:27 PM IST

Updated : Jul 6, 2022, 10:10 PM IST

কলকাতা, 6 জুলাই: নতুন দায়িত্বে আইপিএস মনোজ ভার্মা (Manoj Kumar Verma) ৷ টানা কয়েক বছর উত্তর 24 পরগনার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের দায়িত্ব সামলানোর পর এবার সরাসরি রাজ্যের প্রশাসনিক প্রধানকে নিরাপত্তা দেবেন তিনি ৷ বুধবারই নবান্ন সূত্রে জানা যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) নিরাপত্তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে বিবেক সহায়কে (Vivek Sahay) ৷ এবার থেকে সেই কাজ সামলাবেন মনোজ ৷ প্রশাসনের দাবি, এটি রুটিন বদলি ৷ অথচ, স্বরাষ্ট্র দফতরের সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে কানাঘুষো ৷ ওয়াকিবহাল মহলের একাংশ এর পিছনে অন্য অঙ্ক দেখছে ৷

দিন কয়েক আগের ঘটনা ৷ জেড ক্যাটেগরির নিরাপত্তাবলয় টপকে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুক যান এক যুবক ৷ হাফিজুল মোল্লা নামে বসিরহাটের ওই বাসিন্দাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ ৷ সূত্রের দাবি, ওই ঘটনার জেরেই অব্যাহতি দেওয়া হচ্ছে বিবেককে ৷ কিন্তু, তাঁর জায়গায় মনোজকেই কেন বাছা হল ? প্রশাসনিক ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এর পিছনে একাধিক কারণ রয়েছে ৷

আরও পড়ুন: Mamata Banerjee Security: মমতার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন মন্ত্রীরা, সরছেন বিবেক সহায়

প্রথমত, বর্তমান সরকার, বিশেষত, খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের 'গুড বুক'-এ থাকা পুলিশ আধিকারিকদের মধ্য়ে মনোজ ভার্মা অন্যতম ৷ দ্বিতীয়ত, পুলিশমহলে দীর্ঘকাল দাপটের সঙ্গে কাজ করেছেন তিনি ৷ তৃণমূলের সরকার ক্ষমতায় আসার পর জঙ্গলমহলে মাওবাদীদের অবাধ গতিবিধি রুখতে এই মনোজেই বাজি ধরেছিল রাজ্য ৷ সেই সময় পশ্চিম মেদিনীপুরে কর্মরত ছিলেন তিনি ৷

পরবর্তীতে ব্য়ারাকপুর পুলিশ কমিশনারেট তৈরি হয় ৷ অন্যদিকে, তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি-তে নাম লেখান অর্জুন সিং (Arjun Singh) ৷ তাঁকে বাগে রাখতেও ফের একবার মনোজ ভার্মার উপরেই আস্থা রাখে রাজ্য প্রশাসন ৷ পুলিশ কমিশনার হওয়া সত্ত্বেও অন্য় পুলিশকর্মী ও আধিকারিকদের সঙ্গে রাস্তায় নেমে লাঠি উঁচিয়ে দুষ্কৃতীদের দিকে তেড়ে গিয়েছেন তিনি ৷ এমনকী, দাপুটে নেতা অর্জুন সিংকেও তোয়াক্কা করেননি ৷ কিন্তু, সেই অর্জুনই এখন তৃণমূলে ফিরেছেন ৷ অতএব ভাটপাড়া, ব্যারাকপুর, পানিহাটি-সহ সংশ্লিষ্ট এলাকায় আবার শক্তি ফিরে পেয়েছে তৃণমূল ৷ তাই সেখানে আপাতত মনোজের আর কোনও প্রয়োজন নেই ৷

এদিকে, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু ৷ তাই অনেক ভেবে-চিন্তেই মনোজ ভার্মাকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ ৷ যদিও সরকারের তরফে এমন কোনও তথ্য পেশ করা হয়নি ৷ কিন্তু, জল্পনা তো আর থেমে থাকে না ৷ নিন্দুকেরা অনেকেই যেমন বলছেন, মনোজের সঙ্গে অর্জুনের সম্পর্ক বিশেষ মধুর নয় ৷ হয়তো সেই কারণেও ব্যারাকপুরের পুলিশ কমিশনারের পদ থেকে সরে যেতে হতে পারে মনোজকে ৷

প্রসঙ্গত, বিবেক সহায় 1988 সালের আইপিএস ব্যাচের আধিকারিক ৷ মনোজ ভার্মা আইপিএস হন 1998 সালে ৷

কলকাতা, 6 জুলাই: নতুন দায়িত্বে আইপিএস মনোজ ভার্মা (Manoj Kumar Verma) ৷ টানা কয়েক বছর উত্তর 24 পরগনার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের দায়িত্ব সামলানোর পর এবার সরাসরি রাজ্যের প্রশাসনিক প্রধানকে নিরাপত্তা দেবেন তিনি ৷ বুধবারই নবান্ন সূত্রে জানা যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) নিরাপত্তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে বিবেক সহায়কে (Vivek Sahay) ৷ এবার থেকে সেই কাজ সামলাবেন মনোজ ৷ প্রশাসনের দাবি, এটি রুটিন বদলি ৷ অথচ, স্বরাষ্ট্র দফতরের সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে কানাঘুষো ৷ ওয়াকিবহাল মহলের একাংশ এর পিছনে অন্য অঙ্ক দেখছে ৷

দিন কয়েক আগের ঘটনা ৷ জেড ক্যাটেগরির নিরাপত্তাবলয় টপকে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুক যান এক যুবক ৷ হাফিজুল মোল্লা নামে বসিরহাটের ওই বাসিন্দাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ ৷ সূত্রের দাবি, ওই ঘটনার জেরেই অব্যাহতি দেওয়া হচ্ছে বিবেককে ৷ কিন্তু, তাঁর জায়গায় মনোজকেই কেন বাছা হল ? প্রশাসনিক ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এর পিছনে একাধিক কারণ রয়েছে ৷

আরও পড়ুন: Mamata Banerjee Security: মমতার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন মন্ত্রীরা, সরছেন বিবেক সহায়

প্রথমত, বর্তমান সরকার, বিশেষত, খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের 'গুড বুক'-এ থাকা পুলিশ আধিকারিকদের মধ্য়ে মনোজ ভার্মা অন্যতম ৷ দ্বিতীয়ত, পুলিশমহলে দীর্ঘকাল দাপটের সঙ্গে কাজ করেছেন তিনি ৷ তৃণমূলের সরকার ক্ষমতায় আসার পর জঙ্গলমহলে মাওবাদীদের অবাধ গতিবিধি রুখতে এই মনোজেই বাজি ধরেছিল রাজ্য ৷ সেই সময় পশ্চিম মেদিনীপুরে কর্মরত ছিলেন তিনি ৷

পরবর্তীতে ব্য়ারাকপুর পুলিশ কমিশনারেট তৈরি হয় ৷ অন্যদিকে, তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি-তে নাম লেখান অর্জুন সিং (Arjun Singh) ৷ তাঁকে বাগে রাখতেও ফের একবার মনোজ ভার্মার উপরেই আস্থা রাখে রাজ্য প্রশাসন ৷ পুলিশ কমিশনার হওয়া সত্ত্বেও অন্য় পুলিশকর্মী ও আধিকারিকদের সঙ্গে রাস্তায় নেমে লাঠি উঁচিয়ে দুষ্কৃতীদের দিকে তেড়ে গিয়েছেন তিনি ৷ এমনকী, দাপুটে নেতা অর্জুন সিংকেও তোয়াক্কা করেননি ৷ কিন্তু, সেই অর্জুনই এখন তৃণমূলে ফিরেছেন ৷ অতএব ভাটপাড়া, ব্যারাকপুর, পানিহাটি-সহ সংশ্লিষ্ট এলাকায় আবার শক্তি ফিরে পেয়েছে তৃণমূল ৷ তাই সেখানে আপাতত মনোজের আর কোনও প্রয়োজন নেই ৷

এদিকে, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু ৷ তাই অনেক ভেবে-চিন্তেই মনোজ ভার্মাকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ ৷ যদিও সরকারের তরফে এমন কোনও তথ্য পেশ করা হয়নি ৷ কিন্তু, জল্পনা তো আর থেমে থাকে না ৷ নিন্দুকেরা অনেকেই যেমন বলছেন, মনোজের সঙ্গে অর্জুনের সম্পর্ক বিশেষ মধুর নয় ৷ হয়তো সেই কারণেও ব্যারাকপুরের পুলিশ কমিশনারের পদ থেকে সরে যেতে হতে পারে মনোজকে ৷

প্রসঙ্গত, বিবেক সহায় 1988 সালের আইপিএস ব্যাচের আধিকারিক ৷ মনোজ ভার্মা আইপিএস হন 1998 সালে ৷

Last Updated : Jul 6, 2022, 10:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.