কলকাতা, 2 জানুয়ারি : গত কয়েক দিন ধরেই রাজ্যে প্রায় রকেট গতিতে বেড়ে চলেছে করোনা সংক্রমণ ৷ যা দেখে আশঙ্কা করা হচ্ছিল ফের রাজ্যে জারি হতে পারে কড়া বিধিনিষেধ ৷ সংক্রমণ বাড়লেও এখনও কেন কড়া ব্যবস্থা নিচ্ছে না রাজ্য সরকার, সেই প্রশ্নও উঠছিল ৷ সংক্রমণ কমাতে অবশেষে বিধিনিষেধের পথেই হাঁটল রাজ্য ৷ রবিবারই রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী ঘোষণা করেছেন একাধিক বিধিনিষেধের কথা (Covid Restrictions in Bengal) ৷ যা সোমবার থেকেই লাগু হবে রাজ্য ৷ সংক্রমণে লাগাম পড়াতে ফের ফিরছে নাইট কার্ফু, বন্ধ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, কমছে লোকাল ট্রেন চলাচলের সময়সীমা ৷ বন্ধ হচ্ছে পর্যটনস্থলগুলি ৷ এছাড়াও রয়েছে একাধিক কড়াকড়ি ৷
সরকারের এদিনের ঘোষণাকে মোটের উপর স্বাগত জানাচ্ছে চিকিৎসক মহল ৷ তবে রয়েছে মিশ্র প্রতিক্রিয়াও ৷ রাজ্যের এই বিধিনিষেধের নির্দেশকে স্বাগত জানিয়েছেন চিকিৎসক কাজলকৃষ্ণ বণিক ৷ ইটিভি ভারতকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "এই বিধিনিষেধ ডিসেম্বরের গোড়া থেকেই চালু হলে ভাল হত ৷ তবে একটু কড়া পদক্ষেপ হয়ে গেল ৷ সর্বত্র কড়াকড়ি না করে এলাকা ভিত্তিতে কনটেনমেন্ট জোন করা গেলে ভাল হত ৷ অনেকে সাধারণ মানুষের অসুবিধা হবে এর ফলে ৷" চিকিৎসক দীপেন্দ্র সরকার বলছেন, "লড়াইটা শুধুমাত্র বিধিনিষেধ-এর মধ্যে আটকে রাখলে হবে না । মানুষের সচেতনাতা জরুরি । তাই মাস্ক পড়া বাধ্যতামূলক করতে হবে । মনে রাখতে হবে, এই লড়াই কোন সরকার বনাম ভাইরাসের নয় । ভিড় এড়াতে হবে । সচেতন হয়ে সম্মিলিত প্রয়াস জরুরি ।"
আরও পড়ুন : ফের রাজ্যে কোভিডবিধি, বন্ধ স্কুল-কলেজ, সন্ধের পর চলবে না লোকাল ট্রেনও
তবে চিকিৎসক ফুয়াদ হালিমের মুখে শোনা গিয়েছে ভিন্ন সুর ৷ তাঁর কথায়, "ভাইরাস অনেক দূর এগিয়ে গিয়েছে, শীতলতা দেখানোর ফলে দেশ-রাজ্য পিছিয়ে গিয়েছে ৷ আংশিক লকডাউনে সংক্রমণ কম হবে বলে মনে হয় না ৷ আগামী 6-8 সপ্তাহ বাড়বে সংক্রমণ ৷ "