কলকাতা, 31 জুলাই : শনিবার ফেসবুকে রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার কথা ঘোষণা করেছেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় ৷ সেই প্রসঙ্গে দলের মধ্যে বাবুলের প্রকাশ্য প্রতিপক্ষ বিজেপির রাজ্য সভাপিত দিলীপ ঘোষ বললেন, "কে কোথায় যাচ্ছেন, কী করছেন সেটা আমি কী করে বলব ৷ ওটা ব্যক্তিগত বিষয় ৷"
সামাজিক মাধ্যমে বাবুল সুপ্রিয় রাজনীতি ছাড়ার পাশাপাশি সাংসদ পদ ছাড়ার কথাও বলেছেন ৷ এদিন সাংবাদিক সম্মেলনে সেই প্রসঙ্গে দিলীপের পাল্টা প্রশ্ন, "উনি কি ইস্তফা দিয়ে দিয়েছেন ? খোঁজ নিন ।" ব্যঙ্গের সুরে বলেন, ‘‘মাসির গোঁফ হলে মাসি বলব না মেসো বলব তা ঠিক করব । আগে তো মাসির গোঁফ হোক।’’ দিলীপ ঘোষ বলেন, ‘‘কে কোথায় যাচ্ছেন, আমি তা নিয়ে কেন বলব ? রাজনীতিতে আসা বা ছেড়ে দেওয়া ব্যক্তিগত বিষয় । আমি কিছু বলব না।’’ এর পরেও সাংবাদিকরা বাবুল নিয়ে প্রশ্ন করলে দিলীপ রীতিমতো গম্ভীর স্বরে বলেন, ‘‘এই বিষয়ে আর কোনও প্রশ্ন করলে সাংবাদিক বৈঠক এখানেই শেষ করে দেব।’’
আরও পড়ুন: Babul Supriyo Quits Politics : শীর্ষ নেতৃত্ব থেকে গুরুত্ব না পেয়েই কি এই সিদ্ধান্ত বাবুলের !
শনিবার বিকেলের ফেসবুক পোস্টে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় লেখেন, আলবিদা, চললাম ৷ লেখেন, রাজনীতিতে না থাকলেও সমাজের জন্য কাজ করা যায় ৷ সত্যিই কী রাজনীতি ছাড়লেন বাবুল সুপ্রিয় ? দীর্ঘ ফেসবুক পোস্ট সেই ইঙ্গিতই দিচ্ছে ৷