ETV Bharat / city

BJP-তৃণমূল-CPI(M)-কংগ্রেস নয়, আমার পার্টির নাম মিউজ়িক পার্টি : অজয় চক্রবর্তী - আমার পার্টির নাম মিউজিক পার্টি : অজয় চক্রবর্তী

পদ্মভূষণ সংগীতশিল্পীর কথায়, "প্রাইমারি স্কুলের একজন টিচারের ছেলের কাছে আজ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন, এর জন্য অত্যন্ত আনন্দ হয়েছে । তবে, রাজনীতির 'র'-ও জানি না । "

reaction of Ajoy chakrabarty on Amit shah visit
reaction of Ajoy chakrabarty on Amit shah visit
author img

By

Published : Nov 6, 2020, 6:17 PM IST

কলকাতা, 6 নভেম্বর: BJP, তৃণমূল, CPI(M), কংগ্রেস নয় । তিনি মিউজ়িক পার্টির লোক । তাঁর পার্টির নাম মিউজ়িক । এমনটাই বক্তব্য সংগীতশিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তীর । শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর বাড়িতে গিয়ে তাঁকে যেভাবে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন, তা তিনি আশা করেননি ৷ বললেন শিল্পী ।

শুক্রবার সকাল 10টা 35 মিনিট নাগাদ টালিগঞ্জের উদয়শঙ্কর সরণির সঙ্গীতশিল্পী অজয় চক্রবর্তীর বাড়ি "শ্রুতিনন্দন"-এ অমিত শাহর আসার কথা ছিল । শেষ পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী এদিন যখন এলেন, তখন বেলা 12টা বেজে 5 মিনিট হয়েছে । তাঁর সঙ্গে ছিলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, BJP-র কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায় । স্বরাষ্ট্রমন্ত্রীর আসার আগে "শ্রুতিনন্দন"-এর সামনে উপস্থিত হন ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিং । সঙ্গে ছিলেন BJP-র আরও কিছু নেতা কর্মী । ঢাকের বাদ্যির সঙ্গে গোলাপ ফুলের পাপড়ি ছুঁড়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে সংবর্ধনা জানান BJP-র কর্মী সর্মথকরা । সংগীতশিল্পীর বাড়িতে স্বরাষ্ট্রমন্ত্রীর আসার পরে আসেন সাংসদ বাবুল সুপ্রিয়ও । 25 মিনিট সংগীতশিল্পীর বাড়িতে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী । "শ্রুতিনন্দন" থেকে বেরোনোর সময় BJP-র কর্মী-সমর্থকরা স্লোগান দিতে থাকেন অমিত শাহর নামে । গাড়িতে উঠতে গিয়েও না উঠে তাঁদের দিকে এগিয়ে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী । হাত নাড়েন শাহ । কিন্তু, কেন হঠাৎ স্বরাষ্ট্রমন্ত্রী তথা BJP-র সেকেন্ড ইন কম্যান্ড প্রখ্যাত সংগীতশিল্পীর বাড়িতে ?

স্বরাষ্ট্রমন্ত্রী "শ্রুতিনন্দন" ছাড়ার পর পণ্ডিত অজয় চক্রবর্তী বলেন, "দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন ৷ আমি কখনও ধারণাও করিনি যে এরকম বড় নেতা আমার কাছে আসবেন । ছোটোবেলা থেকে আমি গান শেখার চেষ্টা করেছি । আমার কাছে অন্য বক্তব্য নিয়ে কেউ আসেনি । আজ আমার বাচ্চাদের (ছাত্রছাত্রীদের) গান শুনেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ।"

এরপর প্রশ্নের আগেই সংগীতশিল্পী নিজেই বলেন, "আমি BJP-তে জয়েন করছি কি-না, এটাই প্রশ্ন তো । এর উত্তর হল, আমার পার্টির নাম মিউজ়িক পার্টি । BJP, তৃণমূল, CPI(M), কংগ্রেস নয়, আমি মিউজ়িক পার্টির লোক ।"

পদ্মভূষণ সংগীতশিল্পীর কথায়, "প্রাইমারি স্কুলের একজন টিচারের ছেলের কাছে আজ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন, এর জন্য অত্যন্ত আনন্দ হয়েছে । তবে, রাজনীতির 'র'-ও জানি না । একটা জিনিস জানি, মানুষ হচ্ছেন ভগবান ।"

অজয় চক্রবর্তী বলেন, "বাংলার ইতিহাসে একজন গায়কের সঙ্গে একজন কেন্দ্রীয় মন্ত্রী দেখা করতে আসছেন, খুবই আশ্চর্যের ব্যাপার । আমি নিজেও অভিভূত হয়েছিলাম ৷ এটা সম্পূর্ণ আমার গুরুদের জয় ।"

তিনি রাজনীতিতে যোগ দিচ্ছেন না, জানিয়ে দিলেন অজয় চক্রবর্তী ৷

এই বিশিষ্ট সংগীতশিল্পী বলেন, "আমার মনে হয়, আমরা নিজেদের কাজ যদি মন দিয়ে করি, অহঙ্কার বাদ দিয়ে একটু যদি আত্মসমালোচনা করি, তাহলে নিশ্চয়ই এরকম পুরস্কার পাওয়া যায় । উনি যেভাবে আমাকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন, আশা করিনি । সংগীতের ব্যাপারে আমার যদি কোনও প্রয়োজন হয়, তাহলে উনি সাহায্য করবেন বলে জানিয়েছেন ।"

উল্লেখ্য, এর আগে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের এই কিংবদন্তী শিল্পীর বাড়িতে রাষ্ট্রপতি থাকাকালীন এসেছিলেন এপিজে আবদুল কালাম ৷ এসেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য-সহ বহু রাজ্য নেতা ।

পণ্ডিত অজয় চক্রবর্তী বলেন, "বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এখনও আসা হয়ে ওঠেনি । তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার অত্যন্ত ভালো যোগাযোগ । দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গেও ভালো সম্পর্ক ছিল আমার ।"

কলকাতা, 6 নভেম্বর: BJP, তৃণমূল, CPI(M), কংগ্রেস নয় । তিনি মিউজ়িক পার্টির লোক । তাঁর পার্টির নাম মিউজ়িক । এমনটাই বক্তব্য সংগীতশিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তীর । শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর বাড়িতে গিয়ে তাঁকে যেভাবে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন, তা তিনি আশা করেননি ৷ বললেন শিল্পী ।

শুক্রবার সকাল 10টা 35 মিনিট নাগাদ টালিগঞ্জের উদয়শঙ্কর সরণির সঙ্গীতশিল্পী অজয় চক্রবর্তীর বাড়ি "শ্রুতিনন্দন"-এ অমিত শাহর আসার কথা ছিল । শেষ পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী এদিন যখন এলেন, তখন বেলা 12টা বেজে 5 মিনিট হয়েছে । তাঁর সঙ্গে ছিলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, BJP-র কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায় । স্বরাষ্ট্রমন্ত্রীর আসার আগে "শ্রুতিনন্দন"-এর সামনে উপস্থিত হন ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিং । সঙ্গে ছিলেন BJP-র আরও কিছু নেতা কর্মী । ঢাকের বাদ্যির সঙ্গে গোলাপ ফুলের পাপড়ি ছুঁড়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে সংবর্ধনা জানান BJP-র কর্মী সর্মথকরা । সংগীতশিল্পীর বাড়িতে স্বরাষ্ট্রমন্ত্রীর আসার পরে আসেন সাংসদ বাবুল সুপ্রিয়ও । 25 মিনিট সংগীতশিল্পীর বাড়িতে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী । "শ্রুতিনন্দন" থেকে বেরোনোর সময় BJP-র কর্মী-সমর্থকরা স্লোগান দিতে থাকেন অমিত শাহর নামে । গাড়িতে উঠতে গিয়েও না উঠে তাঁদের দিকে এগিয়ে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী । হাত নাড়েন শাহ । কিন্তু, কেন হঠাৎ স্বরাষ্ট্রমন্ত্রী তথা BJP-র সেকেন্ড ইন কম্যান্ড প্রখ্যাত সংগীতশিল্পীর বাড়িতে ?

স্বরাষ্ট্রমন্ত্রী "শ্রুতিনন্দন" ছাড়ার পর পণ্ডিত অজয় চক্রবর্তী বলেন, "দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন ৷ আমি কখনও ধারণাও করিনি যে এরকম বড় নেতা আমার কাছে আসবেন । ছোটোবেলা থেকে আমি গান শেখার চেষ্টা করেছি । আমার কাছে অন্য বক্তব্য নিয়ে কেউ আসেনি । আজ আমার বাচ্চাদের (ছাত্রছাত্রীদের) গান শুনেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ।"

এরপর প্রশ্নের আগেই সংগীতশিল্পী নিজেই বলেন, "আমি BJP-তে জয়েন করছি কি-না, এটাই প্রশ্ন তো । এর উত্তর হল, আমার পার্টির নাম মিউজ়িক পার্টি । BJP, তৃণমূল, CPI(M), কংগ্রেস নয়, আমি মিউজ়িক পার্টির লোক ।"

পদ্মভূষণ সংগীতশিল্পীর কথায়, "প্রাইমারি স্কুলের একজন টিচারের ছেলের কাছে আজ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন, এর জন্য অত্যন্ত আনন্দ হয়েছে । তবে, রাজনীতির 'র'-ও জানি না । একটা জিনিস জানি, মানুষ হচ্ছেন ভগবান ।"

অজয় চক্রবর্তী বলেন, "বাংলার ইতিহাসে একজন গায়কের সঙ্গে একজন কেন্দ্রীয় মন্ত্রী দেখা করতে আসছেন, খুবই আশ্চর্যের ব্যাপার । আমি নিজেও অভিভূত হয়েছিলাম ৷ এটা সম্পূর্ণ আমার গুরুদের জয় ।"

তিনি রাজনীতিতে যোগ দিচ্ছেন না, জানিয়ে দিলেন অজয় চক্রবর্তী ৷

এই বিশিষ্ট সংগীতশিল্পী বলেন, "আমার মনে হয়, আমরা নিজেদের কাজ যদি মন দিয়ে করি, অহঙ্কার বাদ দিয়ে একটু যদি আত্মসমালোচনা করি, তাহলে নিশ্চয়ই এরকম পুরস্কার পাওয়া যায় । উনি যেভাবে আমাকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন, আশা করিনি । সংগীতের ব্যাপারে আমার যদি কোনও প্রয়োজন হয়, তাহলে উনি সাহায্য করবেন বলে জানিয়েছেন ।"

উল্লেখ্য, এর আগে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের এই কিংবদন্তী শিল্পীর বাড়িতে রাষ্ট্রপতি থাকাকালীন এসেছিলেন এপিজে আবদুল কালাম ৷ এসেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য-সহ বহু রাজ্য নেতা ।

পণ্ডিত অজয় চক্রবর্তী বলেন, "বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এখনও আসা হয়ে ওঠেনি । তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার অত্যন্ত ভালো যোগাযোগ । দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গেও ভালো সম্পর্ক ছিল আমার ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.