ETV Bharat / city

Rabindra Bharati University: মিলেছে ইউজিসি'র সম্মতি, পাঁচটি বিষয়ে ফের দূরশিক্ষা শুরু হচ্ছে রবীন্দ্র ভারতীতে - রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়

শিক্ষক না থাকায় একবছর রবীন্দ্রভারতীতে 5টি বিষয়ের উপর দূরশিক্ষা বন্ধ ছিল (Rabindra Bharati University) ৷ নতুন শিক্ষাবর্ষ থেকে ফের তা শুরু হতে চলেছে (distance education in RBU) ৷

ETV Bharat
RBU distance education
author img

By

Published : Oct 18, 2022, 6:25 PM IST

কলকাতা, 18 অক্টোবর: একটানা বেশ কিছুদিন বন্ধ থাকার পর আবারও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পাঁচটি বিষয়ে ডিসটেন্স এডুকেশন বা দূরশিক্ষা চালু হতে চলেছে ৷ এতদিন শিক্ষকের অভাবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসির নির্দেশে এই বিষয়গুলিতে দূরশিক্ষায় পঠনপাঠন বন্ধ ছিল ৷ ফের দ্রুত এই বিষয়গুলিতে দূরশিক্ষায় পঠনপাঠন শুরু হতে চলেছে (distance education in RBU) ৷

করোনাকালে ইংরেজি, এডুকেশন, ইতিহাস, ভূগোল ও রাষ্ট্রবিজ্ঞান পড়ানোর শিক্ষক নিয়োগ করা যায়নি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে । তাই শিক্ষকের অভাবে এই বিষয়গুলি পড়ানো বন্ধ রাখার নির্দেশ দেয় ইউজিসি। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে আবার এই বিষয়গুলির শিক্ষক নিয়োগ করা হয়েছে । এরপরেই দ্রুত এই বিষয়গুলিতে ক্লাস শুরু করার আবেদন জানিয়ে ইউজিসি'কে চিঠি পাঠায় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ (Rabindra Bharati University) ।

আরও পড়ুন: রাত গড়িয়ে সকাল, এপিসি ভবনের সামনে ধরনায় টেট উত্তীর্ণরা

রবীন্দ্রভারতীর উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী জানিয়েছেন, ইউজিসি'র তরফে এই পাঁচটি বিষয় ফের পড়াশোনা শুরু করার অনুমতিও এসেছে । এই শিক্ষাবর্ষ অর্থাৎ 2022-23 থেকেই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগে আরও ছাত্রছাত্রী ইংরেজি, এডুকেশন, ইতিহাস, ভূগোল ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়াশোনার জন্য আবেদন করতে পারবেন (RBU to start distance education in five subjects again)।

কলকাতা, 18 অক্টোবর: একটানা বেশ কিছুদিন বন্ধ থাকার পর আবারও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পাঁচটি বিষয়ে ডিসটেন্স এডুকেশন বা দূরশিক্ষা চালু হতে চলেছে ৷ এতদিন শিক্ষকের অভাবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসির নির্দেশে এই বিষয়গুলিতে দূরশিক্ষায় পঠনপাঠন বন্ধ ছিল ৷ ফের দ্রুত এই বিষয়গুলিতে দূরশিক্ষায় পঠনপাঠন শুরু হতে চলেছে (distance education in RBU) ৷

করোনাকালে ইংরেজি, এডুকেশন, ইতিহাস, ভূগোল ও রাষ্ট্রবিজ্ঞান পড়ানোর শিক্ষক নিয়োগ করা যায়নি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে । তাই শিক্ষকের অভাবে এই বিষয়গুলি পড়ানো বন্ধ রাখার নির্দেশ দেয় ইউজিসি। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে আবার এই বিষয়গুলির শিক্ষক নিয়োগ করা হয়েছে । এরপরেই দ্রুত এই বিষয়গুলিতে ক্লাস শুরু করার আবেদন জানিয়ে ইউজিসি'কে চিঠি পাঠায় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ (Rabindra Bharati University) ।

আরও পড়ুন: রাত গড়িয়ে সকাল, এপিসি ভবনের সামনে ধরনায় টেট উত্তীর্ণরা

রবীন্দ্রভারতীর উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী জানিয়েছেন, ইউজিসি'র তরফে এই পাঁচটি বিষয় ফের পড়াশোনা শুরু করার অনুমতিও এসেছে । এই শিক্ষাবর্ষ অর্থাৎ 2022-23 থেকেই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগে আরও ছাত্রছাত্রী ইংরেজি, এডুকেশন, ইতিহাস, ভূগোল ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়াশোনার জন্য আবেদন করতে পারবেন (RBU to start distance education in five subjects again)।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.