ETV Bharat / city

KMC Election 2021 : শোভনের অনুপস্থিতিতে 'অলিখিত' কাউন্সিলরের দায়িত্ব পালন, জয় নিয়ে প্রত্যয়ী রত্না - TMC candidate Ratna Chatterjee

বেহালার 131 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় (TMC candidate Ratna Chatterjee) ৷ শিশুভারতী স্কুলে ভোট দিয়ে বেরিয়ে হাসিমুখে তিনি জানালেন, ‘‘চার বছর ধরে অলিখিতভাবে এই ওয়ার্ডের দায়িত্ব আমিই সামলেছি ৷ এবার আমিই জিতছি ৷ হাজার শতাংশ নিশ্চিত ৷’’

KMC Election
জয় নিয়ে নিশ্চিত রত্না
author img

By

Published : Dec 20, 2021, 10:53 AM IST

Updated : Dec 20, 2021, 11:46 AM IST

কলকাতা, 20 ডিসেম্বর : রাজনৈতিক পরিবারের কন্যা তিনি ৷ স্বামী শোভন চট্টোপাধ্যায় একসময় তৃণমূলের প্রথমসারির নেতা ছিলেন ৷ কিন্তু, বাবা-মা-স্বামী রাজনীতিক হলেও কয়েকবছর আগে পর্যন্ত সক্রিয় রাজনীতিতে তাঁকে দেখা যায়নি ৷ আর এখন তিনি তৃণমূল বিধায়ক ৷ এবার 'কাউন্সিলর' শোভনের 131 নম্বর ওয়ার্ডের প্রার্থী তিনি ৷ শোভন-ছায়া সরিয়ে নিজের জয় নিয়েও প্রত্যয়ী রত্না চট্টোপাধ্যায় ৷

দীর্ঘদিন কলকাতার মেয়র, বেহালা 132 নম্বর ওয়ার্ডের (পরে 131 নম্বর ওয়ার্ড) কাউন্সিলর-সহ একাধিক দায়িত্ব সামলেছেন শোভন ৷ বেহালা পূর্বেরও বিধায়ক ছিলেন ৷ কিন্তু, কয়েকমাস আগে বিধানসভা নির্বাচনে বেহালা পূর্ব থেকে জিতে বিধায়ক হয়েছেন রত্না ৷ একই সঙ্গে শোভন চট্টোপাধ্যায় দলবদল করে পদ্মশিবিরে যাওয়ায় গত চার বছর ধরে ‘অলিখিত’ভাবে 131 নম্বর ওয়ার্ডের দায়িত্ব তাঁকেই দিয়েছিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ৷ এবার দলের তরফে বেহালার 131 নম্বর ওয়ার্ডে প্রার্থী করা হয় রত্নাকে ৷

জয় নিয়ে প্রত্যয়ী 131 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় ৷

রবিবার শিশুভারতী স্কুলে ভোট দিয়ে বেরিয়ে হাসিমুখে রত্না জানালেন, ‘‘শোভন দলবদল করার পর চার বছর ধরে অলিখিতভাবে এই ওয়ার্ডের দায়িত্ব আমিই সামলেছি ৷ একবারও মনে হয়নি আমি এই ওয়ার্ডের কাউন্সিলর নই ৷ এবার দল আমার উপর ভরসা করেছে ৷ ফলে এই ওয়ার্ডে আমিই জিতছি ৷ হাজার শতাংশ নিশ্চিত ৷’’ (Ratna Chatterjee is sure to win in 131 no ward)

আরও পড়ুন : পুলিশ দিয়ে শুভেন্দুকে হেনস্থা করেছেন মমতা, পৌরভোট নিয়ে ক্ষোভ প্রকাশ নাড্ডার

বেহালা শিক্ষায়তন স্কুলে ভোট দিয়েছেন অভিনেতা-বিধায়ক সোহম চক্রবর্তী । 131 নম্বর ওয়ার্ডের ভোটার রত্নার জয়ের বিষয়ে আশাবাদী । ভোট দিয়ে বেরিয়ে চণ্ডীপুরের বিধায়ক বলেন, ‘‘রত্না চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ সৈনিক ৷ এই ওয়ার্ডের ঘরের মেয়ে তিনি ৷ এখানে উনিই জয়লাভ করবেন ।’’

কলকাতা, 20 ডিসেম্বর : রাজনৈতিক পরিবারের কন্যা তিনি ৷ স্বামী শোভন চট্টোপাধ্যায় একসময় তৃণমূলের প্রথমসারির নেতা ছিলেন ৷ কিন্তু, বাবা-মা-স্বামী রাজনীতিক হলেও কয়েকবছর আগে পর্যন্ত সক্রিয় রাজনীতিতে তাঁকে দেখা যায়নি ৷ আর এখন তিনি তৃণমূল বিধায়ক ৷ এবার 'কাউন্সিলর' শোভনের 131 নম্বর ওয়ার্ডের প্রার্থী তিনি ৷ শোভন-ছায়া সরিয়ে নিজের জয় নিয়েও প্রত্যয়ী রত্না চট্টোপাধ্যায় ৷

দীর্ঘদিন কলকাতার মেয়র, বেহালা 132 নম্বর ওয়ার্ডের (পরে 131 নম্বর ওয়ার্ড) কাউন্সিলর-সহ একাধিক দায়িত্ব সামলেছেন শোভন ৷ বেহালা পূর্বেরও বিধায়ক ছিলেন ৷ কিন্তু, কয়েকমাস আগে বিধানসভা নির্বাচনে বেহালা পূর্ব থেকে জিতে বিধায়ক হয়েছেন রত্না ৷ একই সঙ্গে শোভন চট্টোপাধ্যায় দলবদল করে পদ্মশিবিরে যাওয়ায় গত চার বছর ধরে ‘অলিখিত’ভাবে 131 নম্বর ওয়ার্ডের দায়িত্ব তাঁকেই দিয়েছিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ৷ এবার দলের তরফে বেহালার 131 নম্বর ওয়ার্ডে প্রার্থী করা হয় রত্নাকে ৷

জয় নিয়ে প্রত্যয়ী 131 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় ৷

রবিবার শিশুভারতী স্কুলে ভোট দিয়ে বেরিয়ে হাসিমুখে রত্না জানালেন, ‘‘শোভন দলবদল করার পর চার বছর ধরে অলিখিতভাবে এই ওয়ার্ডের দায়িত্ব আমিই সামলেছি ৷ একবারও মনে হয়নি আমি এই ওয়ার্ডের কাউন্সিলর নই ৷ এবার দল আমার উপর ভরসা করেছে ৷ ফলে এই ওয়ার্ডে আমিই জিতছি ৷ হাজার শতাংশ নিশ্চিত ৷’’ (Ratna Chatterjee is sure to win in 131 no ward)

আরও পড়ুন : পুলিশ দিয়ে শুভেন্দুকে হেনস্থা করেছেন মমতা, পৌরভোট নিয়ে ক্ষোভ প্রকাশ নাড্ডার

বেহালা শিক্ষায়তন স্কুলে ভোট দিয়েছেন অভিনেতা-বিধায়ক সোহম চক্রবর্তী । 131 নম্বর ওয়ার্ডের ভোটার রত্নার জয়ের বিষয়ে আশাবাদী । ভোট দিয়ে বেরিয়ে চণ্ডীপুরের বিধায়ক বলেন, ‘‘রত্না চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ সৈনিক ৷ এই ওয়ার্ডের ঘরের মেয়ে তিনি ৷ এখানে উনিই জয়লাভ করবেন ।’’

Last Updated : Dec 20, 2021, 11:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.