কলকাতা, 21 ডিসেম্বর : কলকাতা পুরসভার 131 নম্বর ওয়ার্ড ৷ 2015 কলকাতা পৌরভোটে এই ওয়ার্ড থেকে ছ'হাজারের সামান্য বেশি ভোটে জয়ী হয়েছিলেন তৎকালীন কলকাতার মহানাগরিক শোভন চট্টোপাধ্যায় ৷ 2021-এ এসে বদলে গেল চিত্রটা ৷ জয়ের ব্যবধান অনেকটা বাড়িয়ে শোভন চট্টোপাধ্যায়ের ওয়ার্ডে নয়া কাউন্সিলর নির্বাচিত হলেন তাঁর প্রাক্তন স্ত্রী রত্না চট্টোপাধ্য়ায় ৷
2021 কলকাতা পৌরভোটে 131 নং ওয়ার্ডে রত্না জিতলেন দশ হাজারেরও বেশি ভোটে (Ratna Chatterjee delights to win in KMC election) ৷ জয়ের পর শোভন চট্টোপাধ্যায় কিংবা বিরোধীদের কোনও আক্রমণ নয়, রত্না বরং কৃতজ্ঞ মানুষের আস্থা ও ভালবাসা পেয়ে (Ratna Chatterjee grateful that people have supported her) ৷ বললেন, "গত চার বছর ধরে আমি ওঁনাদের দেখেছি ৷ এই একটা দিন ওঁনারা আমাকে দেখেছেন ৷"
131 নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার ইচ্ছে ছিল তাঁর ৷ অবশেষে সেই ওয়ার্ড দখলে নিয়ে রত্না বলছেন, "এই অনুভূতি ভাষায় প্রকাশ করার নয় ৷ এটা মনের ভেতরের একটা আবেগ ৷" কেবল 131 নম্বর নয়, পৌরভোটে বেহালার পূর্ব এবং পশ্চিম বিধানসভার 21টি ওয়ার্ডেই ফুটেছে জোড়াফুল ৷
বিরোধীশূন্য বেহালার পূর্ব-পশ্চিম প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বেহালা পশ্চিমের বিধায়ক তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, "365 দিন আমরা যে মানুষের পাশে থাকি এটা তারই প্রতিফলন ৷ " তৃণমূল মহাসচিব জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতা শহরে যে সার্বিক উন্নয়ন হয়েছে, মানুষ তাকেই সমর্থন জানিয়েছে ৷
আরও পড়ুন : Shreya Pandey on TMC victory : 'ল্যান্ডস্লাইড ভিকট্রি', উচ্ছ্বাসের মধ্যেও বাবাকে মিস করছেন সাধন-কন্যা শ্রেয়া
127 নম্বর এবং 128 নম্বর ওয়ার্ড বামেদের থেকে ছিনিয়ে নেওয়া প্রসঙ্গে বেহালা পশ্চিমের বিধায়ক বলেন, ‘‘ওয়ার্ড দু'টিতে অনুন্নয়ন স্পষ্ট ৷ আমরা এই দু'টি ওয়ার্ডকে বেহালা পশ্চিমের বাকি ওয়ার্ডগুলির সমকক্ষ করার চেষ্টা করব ৷’’ বিজেপিকে নিয়ে পার্থ বলেন, "বিজেপি উল্কার মতো এসেছিল মিথ্যাচার এবং কুৎসা করে ৷ তাদের সেই মিথ্যাচার এবং কুৎসা ধরা পড়ে গিয়েছে ৷"