ETV Bharat / city

TET Recruitment Scam: সিবিআই-এর মুখোমুখি পর্ষদের প্রাক্তন সচিব, ট্যাক্সিতে নিজাম প্যালেস পৌঁছলেন প্রাক্তন সভাপতিও

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে নিজাম প্যালেসে (Nizam Palace) সিবিআই (CBI)-এর দফতরে হাজিরা দিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সচিব রত্না চক্রবর্তী বাগচী ৷

Ratna Chakraborty Bagchi reach nizam palace for cbi interrogation in TET Recruitment Scam case
TET Recruitment Scam: সিবিআই-এর মুখোমুখি পর্ষদের প্রাক্তন সচিব, ট্যাক্সিতে নিজাম প্যালেস পৌঁছলেন প্রাক্তন সভাপতিও
author img

By

Published : Jun 13, 2022, 7:31 PM IST

কলকাতা, 13 জুন: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ মেনে সোমবারই সিবিআই (CBI)-এর স্থানীয় দফতর, অর্থাৎ নিজাম প্যালেসে (Nizam Palace) হাজিরা দিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সচিব রত্না চক্রবর্তী বাগচী ৷ এদিন বিকেল 5টা 25 মিনিট নাগাদ নিজাম প্যালেসে পৌঁছে যান তিনি ৷ উল্লেখ্য়, টেট-এ নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় সোমবারই (13 জুন, 2022) বিকেল পাঁচটায় সিবিআই-এর কাছে রত্নাকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় (Justice Abhijit Ganguly) ৷ একই নির্দেশ পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকেও দেওয়া হয়েছিল ৷ কিন্তু, মানিক বিকেল 5টার আগেই নিজাম প্যালেসে পৌঁছে যান ৷ পরে পৌঁছন রত্নাও ৷

এদিন আদালতের নির্দেশ আসার পরই আর সময় নষ্ট করেননি মানিক ও রত্না ৷ মানিক ভট্টাচার্য একটি ট্যাক্সি নিয়েই সটান নিজাম প্যালেসে পৌঁছে যান ৷ রত্না যখন সেখানে উপস্থিত হন, তাঁর কোমরে বেল্ট বাঁধা ছিল ৷ তাঁর সোজাভাবে হাঁটতেও অসুবিধা হচ্ছিল ৷ সিঁড়ি দিয়ে ওঠার সময় তাঁকে খোঁড়াতেও দেখা যায় ৷ সিবিআই সূত্রে খবর, পর্ষদ পরিচালনার দায়িত্বে থাকা এই দুই ব্যক্তিরই বয়ান রেকর্ড করবে সিবিআই ৷ ইতিমধ্যেই তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে ৷

আরও পড়ুন: 2014 Primary Recruitment Case: 2014 প্রাথমিক শিক্ষক নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

সিবিআই-এরই একটি সূত্র মারফত জানা গিয়েছে, তাঁরা দায়িত্বে থাকাকালীন প্রাথমিকে শিক্ষক নিয়োগের খুঁটিনাটি নিয়ে মানিক ও রত্নাকে প্রশ্ন করা হবে ৷ সেই সময় সত্যিই কোনও দুর্নীতি হয়েছিল কি না, হয়ে থাকলে সেই সম্পর্কে মানিক ও রত্না ওয়াকিবহাল ছিলেন কি না, তাও জানার চেষ্টা করবেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷

নিজাম প্যালেসে পৌঁছলেন রত্না ও মানিক ৷

উল্লেখ্য, 2014 সালের প্রাথমিক নিয়োগ নিয়ে চাকরিপ্রার্থীদেরই একাংশ দুর্নীতির অভিযোগ তুলেছেন ৷ এসএসসি-র পর এই ইস্যুতেও সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ এমন ঘটনায় স্বাভাবিকভাবেই ব্যাকফুটে রাজ্যের সরকার ৷ বিরোধীদের অভিযোগ, তৃণমূল সরকারের আমলে রাজ্যে শিক্ষা পরিকাঠামো ভেঙে পড়েছে ৷ এসএসসি এবং টেট দুর্নীতি নিয়ে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ায় বিরোধীদের সেই অভিযোগ আরও পোক্ত হয়েছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷

কলকাতা, 13 জুন: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ মেনে সোমবারই সিবিআই (CBI)-এর স্থানীয় দফতর, অর্থাৎ নিজাম প্যালেসে (Nizam Palace) হাজিরা দিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সচিব রত্না চক্রবর্তী বাগচী ৷ এদিন বিকেল 5টা 25 মিনিট নাগাদ নিজাম প্যালেসে পৌঁছে যান তিনি ৷ উল্লেখ্য়, টেট-এ নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় সোমবারই (13 জুন, 2022) বিকেল পাঁচটায় সিবিআই-এর কাছে রত্নাকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় (Justice Abhijit Ganguly) ৷ একই নির্দেশ পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকেও দেওয়া হয়েছিল ৷ কিন্তু, মানিক বিকেল 5টার আগেই নিজাম প্যালেসে পৌঁছে যান ৷ পরে পৌঁছন রত্নাও ৷

এদিন আদালতের নির্দেশ আসার পরই আর সময় নষ্ট করেননি মানিক ও রত্না ৷ মানিক ভট্টাচার্য একটি ট্যাক্সি নিয়েই সটান নিজাম প্যালেসে পৌঁছে যান ৷ রত্না যখন সেখানে উপস্থিত হন, তাঁর কোমরে বেল্ট বাঁধা ছিল ৷ তাঁর সোজাভাবে হাঁটতেও অসুবিধা হচ্ছিল ৷ সিঁড়ি দিয়ে ওঠার সময় তাঁকে খোঁড়াতেও দেখা যায় ৷ সিবিআই সূত্রে খবর, পর্ষদ পরিচালনার দায়িত্বে থাকা এই দুই ব্যক্তিরই বয়ান রেকর্ড করবে সিবিআই ৷ ইতিমধ্যেই তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে ৷

আরও পড়ুন: 2014 Primary Recruitment Case: 2014 প্রাথমিক শিক্ষক নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

সিবিআই-এরই একটি সূত্র মারফত জানা গিয়েছে, তাঁরা দায়িত্বে থাকাকালীন প্রাথমিকে শিক্ষক নিয়োগের খুঁটিনাটি নিয়ে মানিক ও রত্নাকে প্রশ্ন করা হবে ৷ সেই সময় সত্যিই কোনও দুর্নীতি হয়েছিল কি না, হয়ে থাকলে সেই সম্পর্কে মানিক ও রত্না ওয়াকিবহাল ছিলেন কি না, তাও জানার চেষ্টা করবেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷

নিজাম প্যালেসে পৌঁছলেন রত্না ও মানিক ৷

উল্লেখ্য, 2014 সালের প্রাথমিক নিয়োগ নিয়ে চাকরিপ্রার্থীদেরই একাংশ দুর্নীতির অভিযোগ তুলেছেন ৷ এসএসসি-র পর এই ইস্যুতেও সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ এমন ঘটনায় স্বাভাবিকভাবেই ব্যাকফুটে রাজ্যের সরকার ৷ বিরোধীদের অভিযোগ, তৃণমূল সরকারের আমলে রাজ্যে শিক্ষা পরিকাঠামো ভেঙে পড়েছে ৷ এসএসসি এবং টেট দুর্নীতি নিয়ে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ায় বিরোধীদের সেই অভিযোগ আরও পোক্ত হয়েছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.