ETV Bharat / city

করোনা মুক্ত হয়ে খাদ্য দফতরের দায়িত্ব নিলেন রথীন ঘোষ - করোনা

এদিন দুপুর 1 টা নাগাদ রথীন ঘোষ খাদ্য ভবনে যান । খাদ্য দফতরের আধিকারিক ও কর্মীরা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান । মন্ত্রী জানিয়েছেন, এই মুহূর্তে দফতরের দায়িত্ব সঠিকভাবে চালিয়ে নিয়ে যাওয়া তাঁর কাছে একটা বড় চ্যালেঞ্জ ।

Rathin Ghosh took charge of the food department after recover from Corona
করোনা মুক্ত হয়ে খাদ্য দফতরের দায়িত্ব নিলেন রথীন ঘোষ
author img

By

Published : May 12, 2021, 8:31 PM IST

কলকাতা, 12 মে : করোনা থেকে সুস্থ হয়ে খাদ্য দফতরের দায়িত্ব গ্রহণ করলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ । নির্বাচনের পরেই করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি । তারপর থেকে গৃহবন্দি ছিলেন । করোনার কারণে রাজভবনের শপথ নিতে যেতে পারেননি তিনি । বাড়িতে বসে ভার্চুয়ালি শপথ বাক্য পাঠ করেন রথীন ঘোষ । তবে, এই মুহূর্তে রথীন ঘোষ সুস্থ । বুধবার খাদ্য ভবনে গিয়ে দফতরের দায়িত্ব বুঝে নিয়েছেন তিনি ।

এদিন দুপুর 1 টা নাগাদ রথীন ঘোষ খাদ্য ভবনে যান । খাদ্য দফতরের আধিকারিক ও কর্মীরা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান । মন্ত্রী জানিয়েছেন, এই মুহূর্তে দফতরের দায়িত্ব সঠিকভাবে চালিয়ে নিয়ে যাওয়া তাঁর কাছে একটা বড় চ্যালেঞ্জ । কারণ হিসেবে জানিয়েছেন, তাঁর পূর্বসূরী জ্যোতিপ্রিয় মল্লিক যে সাফল্যের সঙ্গে দফতরকে এগিয়ে নিয়ে গিয়েছেন ৷ তিনিও চান সেই ধারা অব্যাহত রাখতে ।

আরও পড়ুন : কীভাবে মিলবে দুয়ারে রেশন ? যা বললেন নয়া খাদ্যমন্ত্রী

তবে, করোনা পরিস্থিতিতে তাঁর প্রধান দায়িত্ব রাজ্যবাসীর জন্য খাবারের সংস্থান করা । আগেই রাজ্য সরকার ঘোষণা করেছিল, নির্বাচনে জিতলে রাজ্যবাসীর জন্য বিনামূল্যে রেশন চালু থাকবে । বরং চালু করা হবে দুয়ারে রেশন পরিষেবা । তবে, করোনাকালে সেই দুয়ারে রেশন পরিষেবা চালু করা না গেলেও, এই মুহূর্তে তাঁর দফতরের প্রধান কাজ, কোনও মানুষ যাতে অভুক্ত না থাকে তা নিশ্চিত করা ।

কলকাতা, 12 মে : করোনা থেকে সুস্থ হয়ে খাদ্য দফতরের দায়িত্ব গ্রহণ করলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ । নির্বাচনের পরেই করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি । তারপর থেকে গৃহবন্দি ছিলেন । করোনার কারণে রাজভবনের শপথ নিতে যেতে পারেননি তিনি । বাড়িতে বসে ভার্চুয়ালি শপথ বাক্য পাঠ করেন রথীন ঘোষ । তবে, এই মুহূর্তে রথীন ঘোষ সুস্থ । বুধবার খাদ্য ভবনে গিয়ে দফতরের দায়িত্ব বুঝে নিয়েছেন তিনি ।

এদিন দুপুর 1 টা নাগাদ রথীন ঘোষ খাদ্য ভবনে যান । খাদ্য দফতরের আধিকারিক ও কর্মীরা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান । মন্ত্রী জানিয়েছেন, এই মুহূর্তে দফতরের দায়িত্ব সঠিকভাবে চালিয়ে নিয়ে যাওয়া তাঁর কাছে একটা বড় চ্যালেঞ্জ । কারণ হিসেবে জানিয়েছেন, তাঁর পূর্বসূরী জ্যোতিপ্রিয় মল্লিক যে সাফল্যের সঙ্গে দফতরকে এগিয়ে নিয়ে গিয়েছেন ৷ তিনিও চান সেই ধারা অব্যাহত রাখতে ।

আরও পড়ুন : কীভাবে মিলবে দুয়ারে রেশন ? যা বললেন নয়া খাদ্যমন্ত্রী

তবে, করোনা পরিস্থিতিতে তাঁর প্রধান দায়িত্ব রাজ্যবাসীর জন্য খাবারের সংস্থান করা । আগেই রাজ্য সরকার ঘোষণা করেছিল, নির্বাচনে জিতলে রাজ্যবাসীর জন্য বিনামূল্যে রেশন চালু থাকবে । বরং চালু করা হবে দুয়ারে রেশন পরিষেবা । তবে, করোনাকালে সেই দুয়ারে রেশন পরিষেবা চালু করা না গেলেও, এই মুহূর্তে তাঁর দফতরের প্রধান কাজ, কোনও মানুষ যাতে অভুক্ত না থাকে তা নিশ্চিত করা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.