ETV Bharat / city

Modi Belur Math Visit : বেলুড় মঠে মোদির সফরসূচি নিয়ে মিশন-পিএমও কথা - Narendra Modi belur math visit

125তম বর্ষপূর্তি উপলক্ষে 2022-এর 1 মে থেকে টানা একবছর অনুষ্ঠান করবে রামকৃষ্ণ মিশন ৷ তারই উদ্বোধনে বেলুড় মঠে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তা নিয়ে রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষের সঙ্গে প্রধানমন্ত্রীর দফতরের আলোচনা হয়েছে বলে খবর (ramkrishna mission and pmo discuss about pm narendra modi next belur math visit) ৷

ramkrishna mission and pmo discuss about narendra modi next belur math visit
Modi Belur Math Vission : বেলুড় মঠে আসছেন মোদি, সফরসূচি নিয়ে মিশন-পিএমও কথা
author img

By

Published : Dec 30, 2021, 7:29 PM IST

কলকাতা, 30 ডিসেম্বর : রামকৃষ্ণ মিশনের ১২৫তম বর্ষপূর্তি ৷ আর সেই বর্ষপূর্তির অনুষ্ঠানে থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষের সঙ্গে মোদির সফর নিয়ে ইতিমধ্যে প্রধানমন্ত্রীর দফতরের আলোচনা হয়েছে বলে খবর (ramkrishna mission and pmo discuss about narendra modi next belur math visit) ৷ তবে কবে তিনি আসবেন, সেই বিষয়টি নিয়ে নিশ্চিত কোনও খবর এখনও মেলেনি ৷

প্রসঙ্গত, 125তম বর্ষপূর্তি উপলক্ষে 2022-এর 1 মে থেকে 2023-এর 1 মে পর্যন্ত অনুষ্ঠান করবে রামকৃষ্ণ মিশন ৷ সেই অনুষ্ঠানের উদ্বোধনের দিনই বেলুড় মঠে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী (Narendra Modi Belur Math visit) ৷ তবে প্রধানমন্ত্রীর সফরসূচি এখনও চূড়ান্ত হয়নি বলেই খবর ৷

এর আগে 2020 সালের 12 জানুয়ারি ‘যুব দিবস’ উপলক্ষে বেলুড় মঠে এসেছিলেন প্রধানমন্ত্রী । রাত কাটান মঠের অতিথি নিবাসেও । তারপর তিনি আবার আসছেন ৷ এবার তিনি বেলুড় মঠে থাকবেন কি না, তা জানা যায়নি ৷

চলতি বছরের গোড়ায় বিধানসভা নির্বাচনের প্রচার-সহ একাধিক অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী একাধিকবার বাংলায় এসেছেন ৷ ভোটের পর আর আসেননি ৷ মাস খানেক আগে দিল্লিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় প্রধানমন্ত্রীকে বাংলার শিল্প সম্মেলনের জন্য আমন্ত্রণ জানিয়ে এসেছেন ৷ তিনি আগামী বছর সেই সম্মেলনে আসবেন বলে কথা দিয়েছেন ৷ কিন্তু ভোটের পর রাজ্যে সেটাই তাঁর প্রথম সফর হবে নাকি বেলুড় মঠে হবে, তা জানা যায়নি ৷ দু’টি সফর চূড়ান্ত হলে জানা যাবে ৷

এদিকে মঠ সূত্রে খবর, এক বছর ব্যাপী এই বিশাল কর্মযজ্ঞে সহযোগিতা করবে ভারত সরকার । শুধু কলকাতা কিংবা রাজ্যেই নয়, দেশ এমন কী বিশ্বের যেখানে যেখানে রামকৃষ্ণ মিশনের শাখা রয়েছে, সেখানেই এই অনুষ্ঠানের আয়োজন করা হবে । অংশ নেবেন রাজ্য, দেশ এবং বিশ্বজুড়ে থাকা ভক্তরা ।

আরও পড়ুন : PM Modi Belur Math Visit : ফের বেলুড় মঠে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

বেলুড় মঠ সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী স্বয়ং এই অনুষ্ঠানে উপস্থিত থাকার ইচ্ছা প্রকাশ করেছেন । এই অনুষ্ঠানকে স্মরণীয় করতে রামকৃষ্ণ মিশনের সঙ্গে যৌথভাবে দেশজুড়ে বিভিন্ন অনুষ্ঠান করতে তিনি আগ্রহ প্রকাশ করেছেন বলেও মঠ সূত্রে জানা গিয়েছে । এ ব্যাপারে রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষও সম্মতি দিয়েছেন ।

কলকাতা, 30 ডিসেম্বর : রামকৃষ্ণ মিশনের ১২৫তম বর্ষপূর্তি ৷ আর সেই বর্ষপূর্তির অনুষ্ঠানে থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষের সঙ্গে মোদির সফর নিয়ে ইতিমধ্যে প্রধানমন্ত্রীর দফতরের আলোচনা হয়েছে বলে খবর (ramkrishna mission and pmo discuss about narendra modi next belur math visit) ৷ তবে কবে তিনি আসবেন, সেই বিষয়টি নিয়ে নিশ্চিত কোনও খবর এখনও মেলেনি ৷

প্রসঙ্গত, 125তম বর্ষপূর্তি উপলক্ষে 2022-এর 1 মে থেকে 2023-এর 1 মে পর্যন্ত অনুষ্ঠান করবে রামকৃষ্ণ মিশন ৷ সেই অনুষ্ঠানের উদ্বোধনের দিনই বেলুড় মঠে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী (Narendra Modi Belur Math visit) ৷ তবে প্রধানমন্ত্রীর সফরসূচি এখনও চূড়ান্ত হয়নি বলেই খবর ৷

এর আগে 2020 সালের 12 জানুয়ারি ‘যুব দিবস’ উপলক্ষে বেলুড় মঠে এসেছিলেন প্রধানমন্ত্রী । রাত কাটান মঠের অতিথি নিবাসেও । তারপর তিনি আবার আসছেন ৷ এবার তিনি বেলুড় মঠে থাকবেন কি না, তা জানা যায়নি ৷

চলতি বছরের গোড়ায় বিধানসভা নির্বাচনের প্রচার-সহ একাধিক অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী একাধিকবার বাংলায় এসেছেন ৷ ভোটের পর আর আসেননি ৷ মাস খানেক আগে দিল্লিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় প্রধানমন্ত্রীকে বাংলার শিল্প সম্মেলনের জন্য আমন্ত্রণ জানিয়ে এসেছেন ৷ তিনি আগামী বছর সেই সম্মেলনে আসবেন বলে কথা দিয়েছেন ৷ কিন্তু ভোটের পর রাজ্যে সেটাই তাঁর প্রথম সফর হবে নাকি বেলুড় মঠে হবে, তা জানা যায়নি ৷ দু’টি সফর চূড়ান্ত হলে জানা যাবে ৷

এদিকে মঠ সূত্রে খবর, এক বছর ব্যাপী এই বিশাল কর্মযজ্ঞে সহযোগিতা করবে ভারত সরকার । শুধু কলকাতা কিংবা রাজ্যেই নয়, দেশ এমন কী বিশ্বের যেখানে যেখানে রামকৃষ্ণ মিশনের শাখা রয়েছে, সেখানেই এই অনুষ্ঠানের আয়োজন করা হবে । অংশ নেবেন রাজ্য, দেশ এবং বিশ্বজুড়ে থাকা ভক্তরা ।

আরও পড়ুন : PM Modi Belur Math Visit : ফের বেলুড় মঠে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

বেলুড় মঠ সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী স্বয়ং এই অনুষ্ঠানে উপস্থিত থাকার ইচ্ছা প্রকাশ করেছেন । এই অনুষ্ঠানকে স্মরণীয় করতে রামকৃষ্ণ মিশনের সঙ্গে যৌথভাবে দেশজুড়ে বিভিন্ন অনুষ্ঠান করতে তিনি আগ্রহ প্রকাশ করেছেন বলেও মঠ সূত্রে জানা গিয়েছে । এ ব্যাপারে রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষও সম্মতি দিয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.