কলকাতা, 26 অগস্ট: এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর সদর দফতরে হাজিরা দিলেন আইপিএস রাজীব মিশ্র । শুক্রবার সাড়ে 11টা নাগাদ নয়াদিল্লিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সদর দফতরে এসে পৌঁছন আইপিএস রাজীব মিশ্র । বর্তমানে এডিজি আইবি পদের গুরুদায়িত্বে রয়েছেন তিনি ৷ প্রসঙ্গত, এর আগে ইডি দফতরে আইপিএস কোটেশ্বর রাও, শ্যাম সিং, পুরুলিয়ার পুলিশ সুপার এস সেলভামুরগান হাজিরা দিয়েছেন (Rajeev Mishra appears in Delhi ED Office) ৷
জানা গিয়েছে কয়লাপাচার কাণ্ডে অভিযুক্ত লালা ওরফে অনুপ মাঝির পুরুলিয়ার অফিসে তল্লাশি অভিযান চালিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। সেই তথ্যগুলোর মধ্যে একটি হিসেবে লেখা রয়েছে, কোন কোন পুলিশ আধিকারিককে কবে কোথায় কত টাকা দেওয়া হয়েছিল । জানা গিয়েছে, মূলত এই আধিকারিকের কাছ থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা জানতে চাইবেন যে, তিনি কয়লা পাচারের কোনও তথ্য জানতে পেরেছিলেন কি না ? কোথাও কোনও লিখিত অভিযোগ দায়ের হয়েছিল কি না ? তাও জানতে চাওয়া হবে ।
সিবিআই-য়ের দাবি, কয়লাপাচার করার জন্য যে শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিরাই আর্থিকভাবে লাভবান হয়েছিল তেমনটা নয় ৷ অনেক পুলিশ আধিকারিকও আর্থিকভাবে লাভবান হয়েছিলেন ৷ তারপরেই বাংলার মোট 8 জন আইপিএস অফিসারকে দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটরের সদর দফতরে তলব করা হয় । মূলত একাধিক তথ্য এবং নথিপত্র ঘেঁটে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা দেখেন যে রাজ্য পুলিশের আইজি ওয়েস্টার্ন রেঞ্জ লেখা রয়েছে । আইজি ওয়েস্টার্ন রেঞ্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন আইপিএস রাজীব মিশ্র ৷ ফলে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় ৷
আরও পড়ুন : কয়লা পাচার কাণ্ডে দিল্লিতে হাজিরা দিলেন এস সেলভামুরগান
মূলত রাজীব মিশ্রের কাছ থেকে গোয়েন্দারা জানতে চাইবেন, তিনি যখন আইডি ওয়েস্টার্ন রেঞ্জ ছিলেন সেই সময় কয়লাপাচারের কোনও তথ্য তিনি জানতেন কি না ? যদি কয়লাপাচারের তথ্য তিনি জেনে থাকেন, তাহলে তিনি একজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিক হিসেবে কী কী দায়িত্ব পালন করেছিলেন ? কোন কোন আইনি প্রক্রিয়া অবলম্বন করেছিলেন ?