কলকাতা, 3 অক্টোবর : কলকাতা হাইকোর্ট দু'দিন আগে তাঁর আগাম জামিন মঞ্জুর করেছে । তবে কিছু শর্ত দেওয়া হয় তাঁকে। তারপরই আজ আলিপুর আদালতে দেখা গেল কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে ৷ শর্তের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করতেই আলিপুর জেলা আদালতে তিনি এসেছিলেন বলে মনে করা হচ্ছে । তবে রাজীব কুমার এ বিষয়ে মুখ খোলেননি ।
সারদা মামলায় রাজীব কুমারকে বেশ কয়েকদিন আগে থেকে 'খুঁজছে' CBI ৷ 13 সেপ্টেম্বর রাজীব কুমারের সুরক্ষাকবচ তুলে নেয় হাইকোর্ট ৷ এরপর CBI-এর গ্রেপ্তারি এড়াতে বারাসত জেলা আদালত ও বিশেষ আদালতে আবেদন করেছিলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার ৷ ওই আবেদনের শুনানির এক্তিয়ার নেই জানিয়ে তাঁকে আলিপুর আদালতে পাঠান বিচারক ৷ এরপর আলিপুর আদালত তাঁর আগাম জামিনের আর্জি খারিজ করে দেয় ৷ জল্পনা শুরু হয়, যেকোনও সময় গ্রেপ্তার করা হতে পারে রাজীব কুমারকে ৷
এরপর থেকে রাজীব কুমারের খোঁজ পায়নি CBI ৷ 25 সেপ্টেম্বর পর্যন্ত তিনি ছুটিতে রয়েছেন বলে জানা যায় ৷ কিন্তু, 25 সেপ্টেম্বরের পরও প্রকাশ্যে দেখা যায়নি তাঁকে ৷ এরইমধ্যে কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন রাজীব কুমার ৷ 1 অক্টোবর বিচারপতি শহিদুল্লাহ মুন্সি ও শুভাশিস দাশগুপ্তর ডিভিশন বেঞ্চ আগাম জামিনের আবেদন মঞ্জুর করে ৷ তবে কিছু শর্ত দেওয়া হয় তাঁকে । তারপরই আজ প্রকাশ্যে দেখা গেল রাজীব কুমারকে ৷ হাইকোর্টের দেওয়ার শর্তগুলির প্রক্রিয়া সম্পন্ন করতেই আলিপুর জেলা আদালতে তিনি এসেছিলেন বলে মনে করা হচ্ছে ।