ETV Bharat / city

অবশেষে প্রকাশ্যে, জামিন নিতে আলিপুর আদালতে রাজীব কুমার - আলিপুর আদালত

আলিপুর আদালতের বাইরে রাজীব কুমার ৷

রাজীব কুমার
author img

By

Published : Oct 3, 2019, 2:57 PM IST

কলকাতা, 3 অক্টোবর : কলকাতা হাইকোর্ট দু'দিন আগে তাঁর আগাম জামিন মঞ্জুর করেছে । তবে কিছু শর্ত দেওয়া হয় তাঁকে। তারপরই আজ আলিপুর আদালতে দেখা গেল কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে ৷ শর্তের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করতেই আলিপুর জেলা আদালতে তিনি এসেছিলেন বলে মনে করা হচ্ছে । তবে রাজীব কুমার এ বিষয়ে মুখ খোলেননি ।


সারদা মামলায় রাজীব কুমারকে বেশ কয়েকদিন আগে থেকে 'খুঁজছে' CBI ৷ 13 সেপ্টেম্বর রাজীব কুমারের সুরক্ষাকবচ তুলে নেয় হাইকোর্ট ৷ এরপর CBI-এর গ্রেপ্তারি এড়াতে বারাসত জেলা আদালত ও বিশেষ আদালতে আবেদন করেছিলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার ৷ ওই আবেদনের শুনানির এক্তিয়ার নেই জানিয়ে তাঁকে আলিপুর আদালতে পাঠান বিচারক ৷ এরপর আলিপুর আদালত তাঁর আগাম জামিনের আর্জি খারিজ করে দেয় ৷ জল্পনা শুরু হয়, যেকোনও সময় গ্রেপ্তার করা হতে পারে রাজীব কুমারকে ৷

দেখুন ভিডিয়োয়

এরপর থেকে রাজীব কুমারের খোঁজ পায়নি CBI ৷ 25 সেপ্টেম্বর পর্যন্ত তিনি ছুটিতে রয়েছেন বলে জানা যায় ৷ কিন্তু, 25 সেপ্টেম্বরের পরও প্রকাশ্যে দেখা যায়নি তাঁকে ৷ এরইমধ্যে কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন রাজীব কুমার ৷ 1 অক্টোবর বিচারপতি শহিদুল্লাহ মুন্সি ও শুভাশিস দাশগুপ্তর ডিভিশন বেঞ্চ আগাম জামিনের আবেদন মঞ্জুর করে ৷ তবে কিছু শর্ত দেওয়া হয় তাঁকে । তারপরই আজ প্রকাশ্যে দেখা গেল রাজীব কুমারকে ৷ হাইকোর্টের দেওয়ার শর্তগুলির প্রক্রিয়া সম্পন্ন করতেই আলিপুর জেলা আদালতে তিনি এসেছিলেন বলে মনে করা হচ্ছে ।

কলকাতা, 3 অক্টোবর : কলকাতা হাইকোর্ট দু'দিন আগে তাঁর আগাম জামিন মঞ্জুর করেছে । তবে কিছু শর্ত দেওয়া হয় তাঁকে। তারপরই আজ আলিপুর আদালতে দেখা গেল কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে ৷ শর্তের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করতেই আলিপুর জেলা আদালতে তিনি এসেছিলেন বলে মনে করা হচ্ছে । তবে রাজীব কুমার এ বিষয়ে মুখ খোলেননি ।


সারদা মামলায় রাজীব কুমারকে বেশ কয়েকদিন আগে থেকে 'খুঁজছে' CBI ৷ 13 সেপ্টেম্বর রাজীব কুমারের সুরক্ষাকবচ তুলে নেয় হাইকোর্ট ৷ এরপর CBI-এর গ্রেপ্তারি এড়াতে বারাসত জেলা আদালত ও বিশেষ আদালতে আবেদন করেছিলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার ৷ ওই আবেদনের শুনানির এক্তিয়ার নেই জানিয়ে তাঁকে আলিপুর আদালতে পাঠান বিচারক ৷ এরপর আলিপুর আদালত তাঁর আগাম জামিনের আর্জি খারিজ করে দেয় ৷ জল্পনা শুরু হয়, যেকোনও সময় গ্রেপ্তার করা হতে পারে রাজীব কুমারকে ৷

দেখুন ভিডিয়োয়

এরপর থেকে রাজীব কুমারের খোঁজ পায়নি CBI ৷ 25 সেপ্টেম্বর পর্যন্ত তিনি ছুটিতে রয়েছেন বলে জানা যায় ৷ কিন্তু, 25 সেপ্টেম্বরের পরও প্রকাশ্যে দেখা যায়নি তাঁকে ৷ এরইমধ্যে কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন রাজীব কুমার ৷ 1 অক্টোবর বিচারপতি শহিদুল্লাহ মুন্সি ও শুভাশিস দাশগুপ্তর ডিভিশন বেঞ্চ আগাম জামিনের আবেদন মঞ্জুর করে ৷ তবে কিছু শর্ত দেওয়া হয় তাঁকে । তারপরই আজ প্রকাশ্যে দেখা গেল রাজীব কুমারকে ৷ হাইকোর্টের দেওয়ার শর্তগুলির প্রক্রিয়া সম্পন্ন করতেই আলিপুর জেলা আদালতে তিনি এসেছিলেন বলে মনে করা হচ্ছে ।

Intro:আগাম জামিন নিতে আলিপুরে রাজীব কুমার Body:
মানস নস্কর

উদয় হলো কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের

কলকাতা ৩ অক্টোবর ঃ
গত পরশুদিন কলকাতা হাইকোর্ট রাজীব কুমারের আগাম জামিন মঞ্জুর করে। তার আগে বারাসাত জেলা আদালত ও বিশেষ আদালত তার আগাম জামিনের আবেদন এক্তিয়ার নেই বলে পাঠিয়ে দেয় আলিপুরে। আলিপুর জেলা আদালত রাজীব কুমারের আগাম জামিনের আবেদন খারিজ করে দেয়।তারপরই তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আগাম জামিনের আবেদন জানিয়ে।বিচারপতি শহিদুল্লাহ মুন্সি ও শুভাশিস দাসগুপ্তর ডিভিশন বেঞ্চ এই আগাম জামিনের আবেদন মঞ্জুর করেন গত পরশুদিন। তবে কিছু শর্ত দেওয়া হয় তাকে।আজ নিম্ন আদালতে সেই সমস্ত আপনি প্রক্রিয়া সম্পন্ন করতেই আলিপুর জেলা আদালতে তিনি এসেছিলেন বলে মনে করা হচ্ছে। তবে তিনি এ বিষয়ে মুখ খোলেন নি।


এর আগে গত ১৩ সেপ্টেম্বর
রাজীব কুমারের সুরক্ষা কবচ তুলে নেয় হাইকোর্ট । সিবিআই তাকে জিজ্ঞাসাবাদের জন্য যে সমন পাঠিয়েছিল তাতে সুরক্ষা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজীব কুমার। সেই আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। কোর্টের বক্তব্য ছিল এই মুহুর্তে তাকে সুরক্ষা দেওয়া মানে তদন্তে বিঘ্ন হতে পারে।পাশাপাশি বিচারপতি মধুমতী মিত্রর জানিয়েছিলেন, সারদা চিটফান্ড কান্ডকে কেন্দ্র করে গভীর ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে। এই রায়ের সঙ্গে সঙ্গে সিবিআই তাকে হেফাজতে নেওয়ার জন্য দিনের পর দিন খুজে বেড়িয়েছে তাকে। কিন্ত তার খোজ পায়নি সিবিআই। আজ দিন ২০ দিন পর হটাৎ করে উদয় হলো তার।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.