ETV Bharat / city

সুপ্রিম কোর্টের কাছে জামিনের সময়সীমা বাড়ানোর আর্জি রাজীবের - Sarada Scam

সুপ্রিম কোর্ট আইনি সহায়তা নেওয়ার জন্য 7 দিনের সময় দিয়েছিল রাজীব কুমারকে । সেই সময়সীমা বাড়ানোর আবেদন করলেন রাজীব কুমার ।

রাজীব কুমার
author img

By

Published : May 20, 2019, 11:26 AM IST

Updated : May 20, 2019, 12:19 PM IST

দিল্লি, 20 মে : রক্ষাকবচ সরিয়ে নেওয়ার পর সুপ্রিম কোর্ট 7 দিন সময় দিয়েছিল রাজীব কুমারকে । শীর্ষ আদালতের কাছে সেই মেয়াদ বাড়ানোর আবেদন করলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার ।

সুপ্রিম কোর্টকে রাজীব জানিয়েছেন, রাজ্যে আইনজীবীদের কর্মবিরতি চলছে । সেকারণে তিনি আইনি সহায়তা পাননি । এই অবস্থায় তাঁকে দেওয়া সময়সীমা বাড়ানো হোক ।

চিটফান্ড মামলায় রাজীবের উপর থেকে রক্ষাকবচ সরিয়ে নিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, 23 মে'র মধ্যে আইনি সহায়তার আবেদন করতে পারবেন রাজীব । কিন্তু, বিগত 25 দিন ধরে রাজ্যজুড়ে আইনজীবীদের কর্মবিরতি চলছে । ফলে আইনি সহায়তা পাননি রাজীব । বাধ্য হয়েই শীর্ষ আদালতের কাছে সময়সীমা বাড়ানোর আবেদন করলেন প্রাক্তন পুলিশ কমিশনার ।

রাজীবের আবেদনের পর সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চ, শীর্ষ আদালতের রেজিস্ট্রারের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দিয়েছে । রেজিস্ট্রার প্রধান বিচারপতির সঙ্গে কথা বলার পর তিনিই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবেন । প্রধান বিচারপতির অনুমতি দিলে 3 সদস্যের একটি বেঞ্চ গঠিত হবে । তারপরই রাজীবের আবেদনের শুনানি হতে পারে ।

দিল্লি, 20 মে : রক্ষাকবচ সরিয়ে নেওয়ার পর সুপ্রিম কোর্ট 7 দিন সময় দিয়েছিল রাজীব কুমারকে । শীর্ষ আদালতের কাছে সেই মেয়াদ বাড়ানোর আবেদন করলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার ।

সুপ্রিম কোর্টকে রাজীব জানিয়েছেন, রাজ্যে আইনজীবীদের কর্মবিরতি চলছে । সেকারণে তিনি আইনি সহায়তা পাননি । এই অবস্থায় তাঁকে দেওয়া সময়সীমা বাড়ানো হোক ।

চিটফান্ড মামলায় রাজীবের উপর থেকে রক্ষাকবচ সরিয়ে নিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, 23 মে'র মধ্যে আইনি সহায়তার আবেদন করতে পারবেন রাজীব । কিন্তু, বিগত 25 দিন ধরে রাজ্যজুড়ে আইনজীবীদের কর্মবিরতি চলছে । ফলে আইনি সহায়তা পাননি রাজীব । বাধ্য হয়েই শীর্ষ আদালতের কাছে সময়সীমা বাড়ানোর আবেদন করলেন প্রাক্তন পুলিশ কমিশনার ।

রাজীবের আবেদনের পর সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চ, শীর্ষ আদালতের রেজিস্ট্রারের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দিয়েছে । রেজিস্ট্রার প্রধান বিচারপতির সঙ্গে কথা বলার পর তিনিই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবেন । প্রধান বিচারপতির অনুমতি দিলে 3 সদস্যের একটি বেঞ্চ গঠিত হবে । তারপরই রাজীবের আবেদনের শুনানি হতে পারে ।

Badrinath (Uttarakhand), May 19 (ANI): Prime Minister Narendra Modi left from Badrinath today after offering prayers in Uttarakhand. He was on a two-day spiritual visit to Uttarakhand. He arrived in Kedarnath on Saturday, where he offered prayers at Kedarnath Temple and meditated in holy cave.
Last Updated : May 20, 2019, 12:19 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.