ETV Bharat / city

আগামী 24 ঘণ্টায় রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস

author img

By

Published : Jun 19, 2020, 12:43 PM IST

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে ।

kolkata
আগামী 24 ঘণ্টায় রাজ্যের জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতা, 19 জুন : দক্ষিণবঙ্গ সহ রাজ্যের একাধিক জায়গায় আগামী 24 ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । বীরভূম, বাঁকুড়া এবং পুরুলিয়া সহ পশ্চিমের জেলাগুলিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । দার্জিলিং ও কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনা । এছাড়া মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।

নিম্নচাপের জেরে আগামী 24 ঘণ্টায় বৃষ্টিপাত হতে পারে ৷ পাকিস্তান থেকে মণিপুর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে । এই নিম্নচাপ অক্ষরেখাটি রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, উত্তরবঙ্গ ও অসমের উপর দিয়েও বিস্তৃত রয়েছে । সেই সঙ্গে রাজ্যের সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু । পাশাপাশি ঝাড়খণ্ডের উপর একটি ঘূর্ণাবর্তও তৈরি হয়েছে । এর প্রভাবেই রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে । তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে বলে মনে করা হচ্ছে ।

কলকাতাতেও আজ সকাল থেকেই আকাশ মেঘলা । আজও কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । কলকাতায় গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 দশমিক 3 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা 27 দশমিক 5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 92% ও সর্বনিম্ন 72% ।

কলকাতা, 19 জুন : দক্ষিণবঙ্গ সহ রাজ্যের একাধিক জায়গায় আগামী 24 ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । বীরভূম, বাঁকুড়া এবং পুরুলিয়া সহ পশ্চিমের জেলাগুলিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । দার্জিলিং ও কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনা । এছাড়া মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।

নিম্নচাপের জেরে আগামী 24 ঘণ্টায় বৃষ্টিপাত হতে পারে ৷ পাকিস্তান থেকে মণিপুর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে । এই নিম্নচাপ অক্ষরেখাটি রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, উত্তরবঙ্গ ও অসমের উপর দিয়েও বিস্তৃত রয়েছে । সেই সঙ্গে রাজ্যের সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু । পাশাপাশি ঝাড়খণ্ডের উপর একটি ঘূর্ণাবর্তও তৈরি হয়েছে । এর প্রভাবেই রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে । তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে বলে মনে করা হচ্ছে ।

কলকাতাতেও আজ সকাল থেকেই আকাশ মেঘলা । আজও কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । কলকাতায় গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 দশমিক 3 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা 27 দশমিক 5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 92% ও সর্বনিম্ন 72% ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.