ETV Bharat / city

কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা - weather in west bengal

আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা ও দক্ষিণ 24 পরাগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে এই বৃষ্টির সঙ্গে মৌসুমি বায়ুর কোনও যোগ নেই । এছাড়া হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলীয় জেলাগুলোতে ।

weather
author img

By

Published : Oct 17, 2019, 1:52 AM IST

কলকাতা, 17 অক্টোবর : কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । তবে মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টি হবে না জানানো হয়েছে।

14 অক্টোবর কলকাতা থেকে বর্ষা বিদায় নিয়েছে । আর গতকাল গোটা দেশ থেকেই বর্ষা বিদায় নিয়েছে । এখন পূর্ব দিক থেকে যে হাওয়া আসছে তার মাধ্যমে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে । এর ফলে স্থলভাগের উপর ছোট ছোট মেঘ তৈরি হচ্ছে । যার জেরে আজ কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও দক্ষিণ 24 পরাগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে এই বৃষ্টির সঙ্গে মৌসুমি বায়ুর কোনও যোগ নেই । এছাড়া হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলীয় জেলাগুলোতে ।

কলকাতায় আজ আকাশ মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.8 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.4 ডিগ্রি সেলসিয়াস।

কলকাতা, 17 অক্টোবর : কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । তবে মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টি হবে না জানানো হয়েছে।

14 অক্টোবর কলকাতা থেকে বর্ষা বিদায় নিয়েছে । আর গতকাল গোটা দেশ থেকেই বর্ষা বিদায় নিয়েছে । এখন পূর্ব দিক থেকে যে হাওয়া আসছে তার মাধ্যমে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে । এর ফলে স্থলভাগের উপর ছোট ছোট মেঘ তৈরি হচ্ছে । যার জেরে আজ কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও দক্ষিণ 24 পরাগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে এই বৃষ্টির সঙ্গে মৌসুমি বায়ুর কোনও যোগ নেই । এছাড়া হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলীয় জেলাগুলোতে ।

কলকাতায় আজ আকাশ মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.8 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.4 ডিগ্রি সেলসিয়াস।

Intro:আগামী 24 ঘণ্টায় কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অল্প সময়ের জন্য বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘণ্টায় পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা ও দক্ষিণ 24 পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।মৌসুমী বায়ুর প্রভাবে এই বৃষ্টি নয় জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
Body:ইতিমধ্যেই 14 তারিখ কলকাতা থেকে বর্ষা চলে গেছে । আজ গোটা দেশ থেকেই বর্ষা বিদায় নিয়েছে। এই মুহূর্তে পূর্ব দিক থেকে যে হওয়া আসছে তাতে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে । এর ফলে স্থলভাগের উপর ছোট ছোট মেঘ তৈরি হচ্ছে যার ফলে 2 মেদিনীপুর, হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আগামী 24 ঘণ্টায়। তবে এই বৃষ্টি মৌসুমী বায়ুর বৃষ্টি নয় ।হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা উপকূলীয় জেলাগুলোতে।Conclusion:কলকাতাতে মেঘলা আকাশ থাকবে। হালকা মাঝারি বৃষ্টি হবে ছোট সময় নিয়ে ।সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 33 ও সর্বনিম্ন তাপমাত্রা 24 থেকে 25 ডিগ্রির কাছাকাছি থাকবে। গত 24 ঘন্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 দশমিক 8 ডিগ্রি সেলসিয়াস।ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24 দশমিক 4 ডিগ্রি সেলসিয়াস।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.