কলকাতা, 28 জুন : মুকুলের ইস্তফাতেও কৌশল বদলাচ্ছে না তৃণমূলের (Trinamool Congress) । মুকুলের পথ ধরেই এবার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (Public Accounts Committee) চেয়ারম্যান হতে চলেছেন কৃষ্ণ কল্যাণী (MLA Krishna Kalyani) । রাজ্য বিধানসভা সূত্রে এমনটাই খবর মিলেছে ।
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে বিজেপির (BJP) টিকিটে জেতার কয়েক মাসের মধ্যেই তিনি যোগ দেন তৃণমূলে । তবে রাজ্য বিধানসভায় তাঁর পরিচয় তিনি এখনও বিজেপি বিধায়ক হিসেবে । সূত্রের খবর, মুকুল রায়ের (Mukul Roy) ইস্তফার পর তৃণমূলের থাকা এই বিজেপি বিধায়কের উপরই এইবার পড়তে চলেছে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের দায়িত্ব ।
খাতায়-কলমে মুকুলের ইস্তফার কথা প্রকাশ্যে আসার পর যে আশংকা প্রকাশ করেছিলেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য, তাই কার্যত সত্যি হতে চলেছে । মুকুলের প্রস্থানের পর সেই পথ ধরেই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে আসতে চলেছেন রায়গঞ্জের বিধায়ক ।
এদিকে বিধানসভা সূত্রে খবর, এদিন মুকুল রায়ের সঙ্গেও আলাদা করে কথা বলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Bengal Assembly Speaker Biman Banerjee) । তাঁর কাছে তিনি এও জানতে চান, তিনি যে ইস্তফাপত্র দিয়েছেন, তা কি তিনি স্বেচ্ছায় দিয়েছেন । না এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে । জবাবে মুকুল রায় অধ্যক্ষকে জানিয়েছেন তিনি স্বেচ্ছায় এই ইস্তফা দিয়েছেন । এরপরই মুকুল রায় ইস্তফাপত্র তিনি গ্রহণ করেছেন। তবে এরপর কৃষ্ণ কল্যাণীকে এই জায়গায় নিয়ে আসার কথা ভাবা হয়েছে ।
আর শাসকদলের এই অবস্থানে বিজেপির তরফ থেকে পাল্টা কটাক্ষ করে বলা হয়েছে, এমনটাই প্রত্যাশিত ছিল । তৃণমূল সরকার এবং এই অধ্যক্ষের কাছে গণতান্ত্রিকভাবে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নিয়োগের প্রত্যাশা করা যায় না । তাই যা হওয়ার সেটাই হচ্ছে ।
আরও পড়ুন : Mukul Roy: শরীর ভালো নেই, পিএসি চেয়ারম্যানের পদে ইস্তফা মুকুলের