ETV Bharat / city

JEE-NEET পরীক্ষা বানচাল করার জন্যই ওই সপ্তাহে তিনদিন লকডাউন : রাহুল

author img

By

Published : Aug 29, 2020, 11:00 PM IST

মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকার ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করছে । অভিযোগ তুললেন রাহুল সিনহা ।

রাহুল সিনহা
রাহুল সিনহা

কলকাতা, 29 অগাস্ট : JEE-NEET পরীক্ষার বিরোধিতায় সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । নবান্ন থেকে অন্য কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের ভাষণ... সর্বত্রই JEE-NEET পরীক্ষার বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী । এই পরিস্থিতিতে BJP-র কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা তাৎপর্যপূর্ণ অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে । তাঁর অভিযোগ, পরীক্ষা বানচাল করার জন্যই পরীক্ষার সপ্তাহের তিনদিন সম্পূর্ণ লকডাউন করছে রাজ্য সরকার ।"

আজ BJP দপ্তরে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকার ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করছে । সর্বোচ্চ আদালতের নির্দেশও অমান্য করতে চাইছে । বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, UGC কারও সঙ্গে আলোচনা না করেই হইচই জুড়ে দিয়েছেন । পরীক্ষা যাতে বানচাল হয় তাই পরিকল্পিতভাবে ওই সপ্তাহে তিন দিন সম্পূর্ণ লকডাউন করা হচ্ছে । "

আরও পড়ুন : NEET ও JEE বৈঠকে মমতাকে প্রাধান্য সনিয়ার, 'জোট বেঁধে' কেন্দ্রকে হুঁশিয়ারি

তিনি আরও বলেন, "কিছু ইঞ্জিনিয়রিং কলেজ পরীক্ষা না নিয়ে এর আগে চূড়ান্ত বর্ষের ছাত্র ছাত্রীদের পাশ করিয়ে দিয়েছিল । এখন সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর সেইসব ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেল । আর এসবের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী।"

আরও পড়ুন : "কয়েকজন রাজনৈতিক স্বার্থে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে খেলতে চাইছে", প্রধানমন্ত্রীকে চিঠি শিক্ষাবিদদের

এদিন তিনি তৃণমূলের নতুন প্রচার "ইয়ুথ ইন পলিটিক্স"-এর তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তৃণমূল ডাকলে যুবরা কেউ তাঁর দলে আসবে না । তাই নতুন ফাঁদ পেয়েছেন । মুখোশের আড়ালে নিজেদের প্রচারের কাজ চালাচ্ছেন । টাটার ন্যানো বিদায়ের পর শিল্পপতিরা রাজ্য থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন । তাই যুবদেরও এই সরকারের উপর ভরসা নেই ।"

রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন রাহুল সিনহা

আরও পড়ুন : "ঔদ্ধত্যের কারণে কেন্দ্র পিছপা হচ্ছে না", NEET-JEE নিয়ে আক্রমণ অভিষেকের


তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় সোনিয়া গান্ধিকে আঁকড়ে বাঁচতে চাইছেন। কংগ্রেস নিজেই ক্ষয়িষ্ণু, মমতাকে কী বাঁচাবে ! মমতা তাই কংগ্রেসের সঙ্গে বামেদেরও সঙ্গী করতে চাইছেন । কোনও লাভ নেই, BJP-র সঙ্গে মানুষের জোট হয়েছে । একুশে তারই প্রতিফলন হবে ।"

আরও পড়ুন : JEE ও NEET পিছনোর আবেদন জানিয়ে রাজ্যপালকে চিঠি বাম-কংগ্রেসের

কলকাতা, 29 অগাস্ট : JEE-NEET পরীক্ষার বিরোধিতায় সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । নবান্ন থেকে অন্য কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের ভাষণ... সর্বত্রই JEE-NEET পরীক্ষার বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী । এই পরিস্থিতিতে BJP-র কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা তাৎপর্যপূর্ণ অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে । তাঁর অভিযোগ, পরীক্ষা বানচাল করার জন্যই পরীক্ষার সপ্তাহের তিনদিন সম্পূর্ণ লকডাউন করছে রাজ্য সরকার ।"

আজ BJP দপ্তরে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকার ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করছে । সর্বোচ্চ আদালতের নির্দেশও অমান্য করতে চাইছে । বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, UGC কারও সঙ্গে আলোচনা না করেই হইচই জুড়ে দিয়েছেন । পরীক্ষা যাতে বানচাল হয় তাই পরিকল্পিতভাবে ওই সপ্তাহে তিন দিন সম্পূর্ণ লকডাউন করা হচ্ছে । "

আরও পড়ুন : NEET ও JEE বৈঠকে মমতাকে প্রাধান্য সনিয়ার, 'জোট বেঁধে' কেন্দ্রকে হুঁশিয়ারি

তিনি আরও বলেন, "কিছু ইঞ্জিনিয়রিং কলেজ পরীক্ষা না নিয়ে এর আগে চূড়ান্ত বর্ষের ছাত্র ছাত্রীদের পাশ করিয়ে দিয়েছিল । এখন সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর সেইসব ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেল । আর এসবের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী।"

আরও পড়ুন : "কয়েকজন রাজনৈতিক স্বার্থে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে খেলতে চাইছে", প্রধানমন্ত্রীকে চিঠি শিক্ষাবিদদের

এদিন তিনি তৃণমূলের নতুন প্রচার "ইয়ুথ ইন পলিটিক্স"-এর তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তৃণমূল ডাকলে যুবরা কেউ তাঁর দলে আসবে না । তাই নতুন ফাঁদ পেয়েছেন । মুখোশের আড়ালে নিজেদের প্রচারের কাজ চালাচ্ছেন । টাটার ন্যানো বিদায়ের পর শিল্পপতিরা রাজ্য থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন । তাই যুবদেরও এই সরকারের উপর ভরসা নেই ।"

রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন রাহুল সিনহা

আরও পড়ুন : "ঔদ্ধত্যের কারণে কেন্দ্র পিছপা হচ্ছে না", NEET-JEE নিয়ে আক্রমণ অভিষেকের


তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় সোনিয়া গান্ধিকে আঁকড়ে বাঁচতে চাইছেন। কংগ্রেস নিজেই ক্ষয়িষ্ণু, মমতাকে কী বাঁচাবে ! মমতা তাই কংগ্রেসের সঙ্গে বামেদেরও সঙ্গী করতে চাইছেন । কোনও লাভ নেই, BJP-র সঙ্গে মানুষের জোট হয়েছে । একুশে তারই প্রতিফলন হবে ।"

আরও পড়ুন : JEE ও NEET পিছনোর আবেদন জানিয়ে রাজ্যপালকে চিঠি বাম-কংগ্রেসের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.