ETV Bharat / city

ইশু CAA, আইনবিশেষজ্ঞ নিয়ে ফোরাম গঠনের চ্যালেঞ্জ পূর্ণেন্দু বসুর - মোদি-শাহকে চ্যালেঞ্জ পূর্ণেন্দু বসুর

CAA নিয়ে চ্যালেঞ্জ রাজ্যের মন্ত্রীর ৷ কলকাতা প্রেসক্লাবের অধ্যাপক, বুদ্ধিজীবীদের একটি মঞ্চে যোগ দিয়ে নরেন্দ্র মোদি ও অমিত শাহদের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়লেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা পূর্ণেন্দু বসু।

Purnendu Challenge modi-amit shah about CAA
পূর্ণেন্দু বসু
author img

By

Published : Jan 21, 2020, 8:35 AM IST

কলকাতা, 21 জানুয়ারি : CAA ইশুতে চ্যালেঞ্জ রাজ্যের মন্ত্রী পূর্ণেন্দু বসুর ৷ তাঁর কথায়, "CAA যাঁরা করেছেন, প্রশ্ন উঠছে তারা সংবিধান বিরোধী। আইনজীবী, প্রাক্তন বিচারপতিদের রেখে একটি ফোরাম বা কমিশন গঠন করা হোক। তাঁরা দেখাবেন এটি সংবিধানসম্মত। আর মানুষের পক্ষে যারা রয়েছে তারা দেখাবে এটা সংবিধান বিরোধী।"

কলকাতা প্রেসক্লাবের অধ্যাপক, বুদ্ধিজীবীদের একটি মঞ্চে যোগ দিয়ে নরেন্দ্র মোদি ও অমিত শাহদের বিরুদ্ধে এভাবেই চ্যালেঞ্জ ছুড়লেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা পূর্ণেন্দু বসু।

পূর্ণেন্দু বসু কী বললেন ?

CAA বিরোধী আন্দোলন নিয়ে কার্যত তোলপাড় বঙ্গ রাজনীতি । বিভিন্নভাবে এর বিরুদ্ধে সরব হয়ে চলেছেন বিরোধী নেতা-মন্ত্রীরা। গতকাল পূর্ণেন্দু বসু আইনজীবী ও প্রাক্তন বিচারপতিদের নিয়ে একটি ফোরাম বা কমিশন গঠনের দাবি জানান ।

তাঁর কথায়,, "CAA-র পক্ষে যাঁরা, তাঁরা যদি মিনিমাম ডেমোক্র্যাটিক হন, তাহলে আইন নিয়ে যাঁদের কারবার যেমন আইনজীবী, আদালত, প্রাক্তন বিচারপতিদের রেখে একটি ফোরাম বা কমিশন গঠন করুক। তাঁরা দেখাক এটা সংবিধানসম্মত। মানুষের পক্ষে যাঁরা রয়েছেন, তাঁরা দেখাবেন এটা সংবিধানবিরোধী। সুপ্রিম কোর্টের বিভিন্ন আইনজীবী ও প্রাক্তন বিচারপতিরা চ্যালেঞ্জ করছেন। ওঁরা সেই চ্যালেঞ্জ গ্রহণ করুন।"

কলকাতা, 21 জানুয়ারি : CAA ইশুতে চ্যালেঞ্জ রাজ্যের মন্ত্রী পূর্ণেন্দু বসুর ৷ তাঁর কথায়, "CAA যাঁরা করেছেন, প্রশ্ন উঠছে তারা সংবিধান বিরোধী। আইনজীবী, প্রাক্তন বিচারপতিদের রেখে একটি ফোরাম বা কমিশন গঠন করা হোক। তাঁরা দেখাবেন এটি সংবিধানসম্মত। আর মানুষের পক্ষে যারা রয়েছে তারা দেখাবে এটা সংবিধান বিরোধী।"

কলকাতা প্রেসক্লাবের অধ্যাপক, বুদ্ধিজীবীদের একটি মঞ্চে যোগ দিয়ে নরেন্দ্র মোদি ও অমিত শাহদের বিরুদ্ধে এভাবেই চ্যালেঞ্জ ছুড়লেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা পূর্ণেন্দু বসু।

পূর্ণেন্দু বসু কী বললেন ?

CAA বিরোধী আন্দোলন নিয়ে কার্যত তোলপাড় বঙ্গ রাজনীতি । বিভিন্নভাবে এর বিরুদ্ধে সরব হয়ে চলেছেন বিরোধী নেতা-মন্ত্রীরা। গতকাল পূর্ণেন্দু বসু আইনজীবী ও প্রাক্তন বিচারপতিদের নিয়ে একটি ফোরাম বা কমিশন গঠনের দাবি জানান ।

তাঁর কথায়,, "CAA-র পক্ষে যাঁরা, তাঁরা যদি মিনিমাম ডেমোক্র্যাটিক হন, তাহলে আইন নিয়ে যাঁদের কারবার যেমন আইনজীবী, আদালত, প্রাক্তন বিচারপতিদের রেখে একটি ফোরাম বা কমিশন গঠন করুক। তাঁরা দেখাক এটা সংবিধানসম্মত। মানুষের পক্ষে যাঁরা রয়েছেন, তাঁরা দেখাবেন এটা সংবিধানবিরোধী। সুপ্রিম কোর্টের বিভিন্ন আইনজীবী ও প্রাক্তন বিচারপতিরা চ্যালেঞ্জ করছেন। ওঁরা সেই চ্যালেঞ্জ গ্রহণ করুন।"

Intro:কলকাতা, ২০ জানুয়ারি : "CAA যারা করেছেন প্রশ্ন উঠছে তারা সংবিধান বিরোধী। আইনজীবি, প্রাক্তন বিচারপতিদের রেখে একটি ফোরাম বা কমিশন গঠন করা হোক। তারা দেখাবে এটি সংবিধানসম্মত। আর মানুষের পক্ষে যারা রয়েছে তারা দেখাবে এটা সংবিধান বিরোধী।" আজ কলকাতা প্রেসক্লাবে অধ্যাপক, বুদ্ধিজীবীদের একটি মঞ্চে যোগ দিয়ে নরেন্দ্র মোদী ও অমিত শাহদের বিরুদ্ধে এভাবেই চ্যালেঞ্জ ছুড়লেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা পূর্ণেন্দু বসু।


Body:CAA বিরোধী আন্দোলন নিয়ে কার্যত তোলপাড় বঙ্গ রাজনীতি । বিভিন্নভাবে এর বিরুদ্ধে সরব হয়ে চলেছেন নেতা-মন্ত্রীরা। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মন্ত্রী পূর্ণেন্দু বসু আইনজীবী এবং প্রাক্তন বিচারপতিদের নিয়ে একটি ফোরাম বা কমিশন গঠনের দাবি জানালেন । পাশাপাশি, এ বিষয়টিকে নিয়ে নরেন্দ্র মোদী অমিত শাহদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়লেন তিনি । পূর্ণেন্দু বসু বলেন , "এই আইন যারা করেছে তাদের বিরুদ্ধে প্রশ্ন উঠেছে তারা সংবিধান বিরোধী। তারা যদি মিনিমাম ডেমোক্রেটিক হয়, তাহলে আইন নিয়ে যাদের কারবার যেমন আইনজীবী, আদালত, প্রাক্তন বিচারপতিদের রেখে একটি ফোরাম বা কমিশন গঠন করুক। তাঁরা দেখাক এটা সংবিধান সম্মত। মানুষের পক্ষে যারা রয়েছে তারা দেখাবে এটা সংবিধান বিরোধী। সুপ্রিম কোর্টের বিভিন্ন আইনজীবী ও প্রাক্তন বিচারপতিরা চ্যালেঞ্জ করছেন। ওরা সেই চ্যালেঞ্জ গ্রহণ করুন।"


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.