ETV Bharat / city

Sovan-Baishakhi : বৈশাখীর সাহসকে কুর্নিশ অনুরাগীর, বোল্ড ম্য়াডোনার সঙ্গে তুলনা বাঙালি বধূর - বৈশাখী বন্দ্য়োপাধ্য়ায়

ফেসবুকে নাম বদলেছেন বৈশাখী বন্দ্য়োপাধ্য়ায় ৷ বদলেছেন ছবিও ৷ তাঁর নতুন ভার্চুয়াল পরিচয় ‘বৈশাখী শোভন ব্যানার্জি’ ৷ প্রোফাইল পিকচারেও ছবি জুটিতে ৷ তা দেখে আপ্লুত শুভাকাঙ্ক্ষীরা ৷ কী বলছেন তাঁরা ? সেসবেরই খোঁজ নিল ইটিভি ভারত ৷

public reaction on facebook regarding Baisakhi Banerjee's profile name and picture change
Sovan-Baishakhi : বৈশাখীর সাহসকে কুর্নিশ অনুরাগীর, বোল্ড ম্য়াডোনার সঙ্গে তুলনা বাঙালি বধূর
author img

By

Published : Jun 16, 2021, 1:46 PM IST

কলকাতা, 16 জুন : ‘বৈশাখী শোভন ব্যানার্জি’ (Baisakhi Sovan Banerjee) ৷ জামাইষষ্ঠীতে নতুন ‘যাত্রা শুরু’ শোভন চট্টোপাধ্য়ায় (Sovan Chatterjee) এবং বৈশাখী বন্দ্য়োপাধ্য়ায়ের (Baisakhi Banerjee) ৷ সোশ্য়াল প্ল্য়াটফর্মে অন্তত এমনটাই দাবি করেছেন বৈশাখী নিজে ৷ ফেসবুকে নিজের নামের সঙ্গে জুড়ে দিয়েছেন ‘বন্ধু’ শোভনের নাম ৷ আর তা তিনি করেছেন ‘নিজের অধিকারেই’ ৷ সেকথাও অকপটে জানিয়েছেন ‘ম্যাডোনা’ !

খটমট ঠেকল ? ভাবছেন, যাবাব্বা হচ্ছিল তো শোভন-বৈশাখীর কথা ৷ সেখানে হঠাৎ করে ম্য়াডোনার (Madonna) প্রসঙ্গ কেন ! প্রসঙ্গ আমরা তুলিনি ৷ প্রসঙ্গ তুলেছেন শোভন-বৈশাখীর অনুরাগীরা ৷ বুধবার ফেসবুকে নিজের প্রোফাইল পিকচার এবং প্রোফাইল নেম আপডেট করেছেন বৈশাখী ৷ আর তারপর থেকেই শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা আর অভিনন্দনে ভেসে গিয়েছে তাঁর, থুড়ি তাঁদের ভার্চুয়াল দেওয়াল !

public reaction on facebook regarding Baisakhi Banerjee's profile name and picture change
ট্রিট চেয়ে আবদার অনুরাগীর ৷

আরও পড়ুন : শোভন-বৈশাখী মিমে ঝড় বইছে সমাজের ভার্চুয়াল দেওয়ালে

এমনই এক অনুরাগী তাঁর কমেন্টে বৈশাখীকে ‘ম্যাডোনা’ বলে উল্লেখ করেছেন ! প্রশ্ন উঠছে, হঠাৎ করে মার্কিন পপ তারকার সঙ্গে বাঙালি বৈশাখীর তুলনা কেন ? রসিকজনেরা বলছেন, তবে কি বৈশাখীর সাহসকে কুর্নিশ জানাতেই এমন তুলনা ?

আসলে বৈশাখী নিজে বিবাহিতা ৷ অন্যদিকে, শোভনের বিবাহিত জীবন আপাতত স্রেফ নাম কা ওয়াস্তে ৷ পুরনো সুতো ছিঁড়তে ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি ৷ একইসঙ্গে বৈশাখীর উপর শোভনের নির্ভরতা পুরোটাই আগলখোলা ৷ তা নিয়ে কাটা-ছেঁড়া, কাদা ছোড়াছুড়ি অন্য ইস্যু ৷ কিন্তু সে সবকে পাত্তা না দিয়ে খাতায়-কলমে যে পর পুরুষ তাঁর সঙ্গে নিজের নাম এভাবে জুড়ে দিতে সাহস লাগে বইকী !

public reaction on facebook regarding Baisakhi Banerjee's profile name and picture change
বৈশাখীকে ম্য়াডোনা বলে সম্বোধন !

আরও পড়ুন : Sovan-Baishakhi : সোশ্যাল মিডিয়াতেও তাঁরা আর একা নন, বৈশাখীর সঙ্গে জুড়ল শোভনের নাম

আমবাঙালি বধূবেশী কারও এমন আচরণে বড় একটা অভ্যস্থ নয় ৷ তাই সুজন হোক বা কুজন, ধাক্কা তো একটা লাগেই ৷ এ নিয়ে নিন্দুকেরা কূটকচালি করবেন, সেটাই স্বাভাবিক ৷ কিন্তু গুণমুগ্ধরাও তো আর চুপ করে বসে থাকতে পারেন না ৷ হয়তো সেই কারণেই ম্যাডোনার সঙ্গে বৈশাখীর এই তুলনা ! কারণ, ম্য়াডোনা নিজেও বরাবরের বোল্ড ৷ বিয়ে থেকে পোশাক, সবেতেই বেপরোয়া তিনি ৷ বন্ধু শোভনের জন্য আজ বৈশাখীর মধ্যেও যেন সেই ডোন্ট কেয়ার ভাব ৷

public reaction on facebook regarding Baisakhi Banerjee's profile name and picture change
আপাতত রাজনীতি নিয়ে ভাবছেন না শোভন-বৈশাখী ৷

বৈশাখী তাঁর প্রোফাইল পিকচার ও প্রোফাইল নেম বদল করার পরই সেই পোস্টে কমেন্ট আর লাইকের বন্যা বয়ে গিয়েছে ৷ অনুরাগীরা সকলেই শোভন-বৈশাখীকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ তাঁদের কারও কারও কমেন্টের জবাবও দিয়েছেন বৈশাখী ৷ অভিনন্দনের জন্য জানিয়েছেন কৃতজ্ঞতা ৷ এমনই একজনের মন্তব্যের উত্তরে বৈশাখী জানিয়েছেন, এটা তাঁর জীবনের ভীষণ আনন্দের একটা মুহূর্ত !

কেউ কেউ আবার বৈশাখী-শোভনের এই নতুন পথ চলার জন্য শুভেচ্ছা জানানোর পাশাপাশি ট্রিট দেওয়ার আবদারও করেছেন ৷ তাতে অবশ্য খুশিই হয়েছেন বৈশাখী ৷ কিন্তু নারদকাঁটা উপড়ে না ফেলা পর্যন্ত ট্রিট দেওয়াটা যে সম্ভব নয়, সেটাও জানিয়েছেন সবিনয়ে ৷

আরও পড়ুন : বৈশাখী হাওয়ায় মন ভাসিয়েই কি বেকায়দায় শোভন ?

তবে শোভন চট্টোপাধ্য়ায়ের প্রথম পরিচয়, তিনি একজন রাজনৈতিক নেতা ৷ বৈশাখী পর্ব তাঁর জীবনে নতুন অধ্যায় হলেও পুরনো সেই পরিচয় মুছে যায়নি মোটেই ৷ বরং শোভনের রাজনৈতিক সত্ত্বাও এখন অনেকটাই নিয়ন্ত্রণ করেন তাঁর এই বিশেষ বান্ধবী ৷ কার্যত সেকথা মনে করিয়েই শোভন-বৈশাখীর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ সম্পর্কে জানতে চেয়েছেন এক নেটনাগরিক ৷ জবাবে বৈশাখী জানিয়েছেন, আপাতত রাজনীতির কথা ভাবছেন না তাঁরা ৷ তবে কি রাজনীতির টানাপোড়েন দূরে সরিয়ে আপাতত একে-অপরেই বুঁদ এই জুটি ?

কলকাতা, 16 জুন : ‘বৈশাখী শোভন ব্যানার্জি’ (Baisakhi Sovan Banerjee) ৷ জামাইষষ্ঠীতে নতুন ‘যাত্রা শুরু’ শোভন চট্টোপাধ্য়ায় (Sovan Chatterjee) এবং বৈশাখী বন্দ্য়োপাধ্য়ায়ের (Baisakhi Banerjee) ৷ সোশ্য়াল প্ল্য়াটফর্মে অন্তত এমনটাই দাবি করেছেন বৈশাখী নিজে ৷ ফেসবুকে নিজের নামের সঙ্গে জুড়ে দিয়েছেন ‘বন্ধু’ শোভনের নাম ৷ আর তা তিনি করেছেন ‘নিজের অধিকারেই’ ৷ সেকথাও অকপটে জানিয়েছেন ‘ম্যাডোনা’ !

খটমট ঠেকল ? ভাবছেন, যাবাব্বা হচ্ছিল তো শোভন-বৈশাখীর কথা ৷ সেখানে হঠাৎ করে ম্য়াডোনার (Madonna) প্রসঙ্গ কেন ! প্রসঙ্গ আমরা তুলিনি ৷ প্রসঙ্গ তুলেছেন শোভন-বৈশাখীর অনুরাগীরা ৷ বুধবার ফেসবুকে নিজের প্রোফাইল পিকচার এবং প্রোফাইল নেম আপডেট করেছেন বৈশাখী ৷ আর তারপর থেকেই শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা আর অভিনন্দনে ভেসে গিয়েছে তাঁর, থুড়ি তাঁদের ভার্চুয়াল দেওয়াল !

public reaction on facebook regarding Baisakhi Banerjee's profile name and picture change
ট্রিট চেয়ে আবদার অনুরাগীর ৷

আরও পড়ুন : শোভন-বৈশাখী মিমে ঝড় বইছে সমাজের ভার্চুয়াল দেওয়ালে

এমনই এক অনুরাগী তাঁর কমেন্টে বৈশাখীকে ‘ম্যাডোনা’ বলে উল্লেখ করেছেন ! প্রশ্ন উঠছে, হঠাৎ করে মার্কিন পপ তারকার সঙ্গে বাঙালি বৈশাখীর তুলনা কেন ? রসিকজনেরা বলছেন, তবে কি বৈশাখীর সাহসকে কুর্নিশ জানাতেই এমন তুলনা ?

আসলে বৈশাখী নিজে বিবাহিতা ৷ অন্যদিকে, শোভনের বিবাহিত জীবন আপাতত স্রেফ নাম কা ওয়াস্তে ৷ পুরনো সুতো ছিঁড়তে ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি ৷ একইসঙ্গে বৈশাখীর উপর শোভনের নির্ভরতা পুরোটাই আগলখোলা ৷ তা নিয়ে কাটা-ছেঁড়া, কাদা ছোড়াছুড়ি অন্য ইস্যু ৷ কিন্তু সে সবকে পাত্তা না দিয়ে খাতায়-কলমে যে পর পুরুষ তাঁর সঙ্গে নিজের নাম এভাবে জুড়ে দিতে সাহস লাগে বইকী !

public reaction on facebook regarding Baisakhi Banerjee's profile name and picture change
বৈশাখীকে ম্য়াডোনা বলে সম্বোধন !

আরও পড়ুন : Sovan-Baishakhi : সোশ্যাল মিডিয়াতেও তাঁরা আর একা নন, বৈশাখীর সঙ্গে জুড়ল শোভনের নাম

আমবাঙালি বধূবেশী কারও এমন আচরণে বড় একটা অভ্যস্থ নয় ৷ তাই সুজন হোক বা কুজন, ধাক্কা তো একটা লাগেই ৷ এ নিয়ে নিন্দুকেরা কূটকচালি করবেন, সেটাই স্বাভাবিক ৷ কিন্তু গুণমুগ্ধরাও তো আর চুপ করে বসে থাকতে পারেন না ৷ হয়তো সেই কারণেই ম্যাডোনার সঙ্গে বৈশাখীর এই তুলনা ! কারণ, ম্য়াডোনা নিজেও বরাবরের বোল্ড ৷ বিয়ে থেকে পোশাক, সবেতেই বেপরোয়া তিনি ৷ বন্ধু শোভনের জন্য আজ বৈশাখীর মধ্যেও যেন সেই ডোন্ট কেয়ার ভাব ৷

public reaction on facebook regarding Baisakhi Banerjee's profile name and picture change
আপাতত রাজনীতি নিয়ে ভাবছেন না শোভন-বৈশাখী ৷

বৈশাখী তাঁর প্রোফাইল পিকচার ও প্রোফাইল নেম বদল করার পরই সেই পোস্টে কমেন্ট আর লাইকের বন্যা বয়ে গিয়েছে ৷ অনুরাগীরা সকলেই শোভন-বৈশাখীকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ তাঁদের কারও কারও কমেন্টের জবাবও দিয়েছেন বৈশাখী ৷ অভিনন্দনের জন্য জানিয়েছেন কৃতজ্ঞতা ৷ এমনই একজনের মন্তব্যের উত্তরে বৈশাখী জানিয়েছেন, এটা তাঁর জীবনের ভীষণ আনন্দের একটা মুহূর্ত !

কেউ কেউ আবার বৈশাখী-শোভনের এই নতুন পথ চলার জন্য শুভেচ্ছা জানানোর পাশাপাশি ট্রিট দেওয়ার আবদারও করেছেন ৷ তাতে অবশ্য খুশিই হয়েছেন বৈশাখী ৷ কিন্তু নারদকাঁটা উপড়ে না ফেলা পর্যন্ত ট্রিট দেওয়াটা যে সম্ভব নয়, সেটাও জানিয়েছেন সবিনয়ে ৷

আরও পড়ুন : বৈশাখী হাওয়ায় মন ভাসিয়েই কি বেকায়দায় শোভন ?

তবে শোভন চট্টোপাধ্য়ায়ের প্রথম পরিচয়, তিনি একজন রাজনৈতিক নেতা ৷ বৈশাখী পর্ব তাঁর জীবনে নতুন অধ্যায় হলেও পুরনো সেই পরিচয় মুছে যায়নি মোটেই ৷ বরং শোভনের রাজনৈতিক সত্ত্বাও এখন অনেকটাই নিয়ন্ত্রণ করেন তাঁর এই বিশেষ বান্ধবী ৷ কার্যত সেকথা মনে করিয়েই শোভন-বৈশাখীর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ সম্পর্কে জানতে চেয়েছেন এক নেটনাগরিক ৷ জবাবে বৈশাখী জানিয়েছেন, আপাতত রাজনীতির কথা ভাবছেন না তাঁরা ৷ তবে কি রাজনীতির টানাপোড়েন দূরে সরিয়ে আপাতত একে-অপরেই বুঁদ এই জুটি ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.