ETV Bharat / city

রাজ্যবাসীকে বিনামূল্যে ভ্যাকসিনের দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা

বিনামূল্যে করোনার ভ্যাকসিন, অক্সিজেনের কালোবাজারি রোধ, প্রয়োজনীয় ওষুধের জোগানের দাবি সহ একাধিক ইস্যুতে, কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন সিপিআইএম নেতা তথা চিকিৎসক ফুয়াদ হালিম ৷ 6 মে মামলার পরবর্তী শুনানি ৷

public-interest-litigation-in-calcutta-high-court-demanding-free-vaccine-to-the-people-of-the-west-bengal
রাজ্যবাসীকে বিনামূল্যে ভ্যাকসিনের দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা
author img

By

Published : May 4, 2021, 2:30 PM IST

কলকাতা, 4 মে : রাজ্যের সব নাগরিকদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা । সিপিআইএম নেতা তথা চিকিৎসক ফুয়াদ হালিম এই মামলা করেছেন । সেই সঙ্গে তিনি আদালতে তাঁর বক্তব্যে জানিয়েছেন, অবিলম্বে রাজ্যে অক্সিজেনের কালোবাজারি বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হোক ৷ সেই সঙ্গে ওষুধের কালোবাজারি যাতে বন্ধ করা হয়, সেই আবেদনও করেন তিনি ৷ সেই সঙ্গে করোনার চিকিৎসায় রাজ্যে পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা করতে হবে বলে ওই জনস্বার্থ মামলায় জানিয়েছেন ফুয়াদ হালিম ।

তবে, এই জনস্বার্থ মামলার শুনানিতে আজ কেন্দ্র বা রাজ্য দুই তরফেই কোনও আইনজীবী হাজির ছিলেন না ৷ ফলে আগামী 6 মে বৃহস্পতিবার সব পক্ষকে আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের কার্যকারী প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ ।

প্রসঙ্গত, ফুয়াদ হালিমের তরফে আজ, তাঁর আইনজীবী আদালতে জানিয়েছেন, বেশ কয়েক দিন আগে রামপুরহাট হাসপাতালে চারজন করোনা রোগীর অক্সিজেনের অভাবে মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছিল । রাজ্যের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন নেই বলে অভিযোগ উঠেছে ৷ ফলে আশঙ্কা জনক রোগীদের অক্সিজেন দেওয়া যাচ্ছে না বলে বিভিন্ন হাসপাতাল থেকে অভিযোগ করা হয় । পাশাপাশি হোম আইসোলেশনে থাকা বহু করোনা আক্রান্তের অক্সিজেনের প্রয়োজন পড়ছে ৷ এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী ওষুধ ও অক্সিজেনের কালোবাজারি শুরু করেছে ।

আরও পড়ুন : করোনার ভ্যাকসিন বিনামূল্যে দেওয়ার দাবিতে সরব রাহুল গান্ধি

মামলাকারীর হয়ে তাঁর আইনজীবীর আরও জানান, হাসপাতালগুলিতে অবিলম্বে শয্যার সংখ্যা বাড়ানোর প্রয়োজন । পাশাপাশি রাজ্যের মানুষ যাতে বিনামূল্যে ভ্যাকসিন পায় ৷ সেই ব্যবস্থা করতে হবে । কেন্দ্র ও রাজ্য দু’পক্ষ দায়িত্ব নিয়ে সেই ব্যবস্থা করুক বলে আদালতে দাবি করেছেন ফুয়াদ হালিম ।

কলকাতা, 4 মে : রাজ্যের সব নাগরিকদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা । সিপিআইএম নেতা তথা চিকিৎসক ফুয়াদ হালিম এই মামলা করেছেন । সেই সঙ্গে তিনি আদালতে তাঁর বক্তব্যে জানিয়েছেন, অবিলম্বে রাজ্যে অক্সিজেনের কালোবাজারি বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হোক ৷ সেই সঙ্গে ওষুধের কালোবাজারি যাতে বন্ধ করা হয়, সেই আবেদনও করেন তিনি ৷ সেই সঙ্গে করোনার চিকিৎসায় রাজ্যে পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা করতে হবে বলে ওই জনস্বার্থ মামলায় জানিয়েছেন ফুয়াদ হালিম ।

তবে, এই জনস্বার্থ মামলার শুনানিতে আজ কেন্দ্র বা রাজ্য দুই তরফেই কোনও আইনজীবী হাজির ছিলেন না ৷ ফলে আগামী 6 মে বৃহস্পতিবার সব পক্ষকে আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের কার্যকারী প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ ।

প্রসঙ্গত, ফুয়াদ হালিমের তরফে আজ, তাঁর আইনজীবী আদালতে জানিয়েছেন, বেশ কয়েক দিন আগে রামপুরহাট হাসপাতালে চারজন করোনা রোগীর অক্সিজেনের অভাবে মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছিল । রাজ্যের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন নেই বলে অভিযোগ উঠেছে ৷ ফলে আশঙ্কা জনক রোগীদের অক্সিজেন দেওয়া যাচ্ছে না বলে বিভিন্ন হাসপাতাল থেকে অভিযোগ করা হয় । পাশাপাশি হোম আইসোলেশনে থাকা বহু করোনা আক্রান্তের অক্সিজেনের প্রয়োজন পড়ছে ৷ এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী ওষুধ ও অক্সিজেনের কালোবাজারি শুরু করেছে ।

আরও পড়ুন : করোনার ভ্যাকসিন বিনামূল্যে দেওয়ার দাবিতে সরব রাহুল গান্ধি

মামলাকারীর হয়ে তাঁর আইনজীবীর আরও জানান, হাসপাতালগুলিতে অবিলম্বে শয্যার সংখ্যা বাড়ানোর প্রয়োজন । পাশাপাশি রাজ্যের মানুষ যাতে বিনামূল্যে ভ্যাকসিন পায় ৷ সেই ব্যবস্থা করতে হবে । কেন্দ্র ও রাজ্য দু’পক্ষ দায়িত্ব নিয়ে সেই ব্যবস্থা করুক বলে আদালতে দাবি করেছেন ফুয়াদ হালিম ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.