কলকাতা, 10 জানুয়ারি : কুমারগঞ্জে যুবতি নির্যাতনের প্রতিবাদে আজ কলকাতার রাজপথে মিছিল করে রাজ্য BJP-র মহিলা মোর্চা । মিছিলের নেতৃত্বে ছিলেন মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী লকেট চট্টোপাধ্যায় । মিছিল শেষে নন্দন চত্বরের বাইরে সভা করে মহিলা মোর্চা । কুমারগঞ্জের ঘটনায় দোষীদের যতক্ষণ পর্যন্ত না ফাঁসি দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাংলাজুড়ে আন্দোলন চলবে বলে রাজ্যের শাসকদলকে হুঁশিয়ারি দেন লকেট ।
যুব ও মহিলা মোর্চার প্রতিবাদ মিছিল ঘিরে আজ নন্দন চত্বরে পুলিশ ও মহিলা মোর্চা কর্মীদের মধ্যে দফায় দফায় গন্ডগোল বাধে । পুলিশ জানিয়েছে, কোনও অনুমতি ছাড়াই নন্দন চত্বরে BJP কর্মী ও সমর্থকরা জমায়েত করে । বেশ কয়েজন BJP কর্মী ও সমর্থকদের গ্রেপ্তারও করে কলকাতা পুলিশ । এরপরই BJP হাইকোর্টের দ্বারস্থ হলে হাইকোর্ট দেড় ঘণ্টার জন্য মিছিল করার অনুমতি দেয় । সেই নির্দেশের পর ফের নন্দন চত্বর থেকে মিছিল শুরু করে বঙ্গ BJP-র যুব ও মহিলা মোর্চা ।
কয়েকদিন আগে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে এক কিশোরীকে ধর্ষণের পর পুড়িয়ে মারার অভিযোগ ওঠে ৷ তার প্রতিবাদে মিছিল শেষের সভা থেকে লকেট হায়দরাবাদ গণধর্ষণের প্রতিবাদে যেভাবে গোটা দেশ সরব হয়েছিল, সেইভাবেই গর্জে ওঠার জন্য আহ্বান জানান রাজ্যবাসীকে । বলেন, "রাজনীতি বাদ দিয়ে, ধর্ম বাদ দিয়ে আমরা এর শেষ দেখে ছাড়ব । যতক্ষণ পর্যন্ত না কুমারগঞ্জের যুবতির গণধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তি পাচ্ছে ততদিন আন্দোলন চলবে ।"