ETV Bharat / city

কুমারগঞ্জ ধর্ষণে দোষীদের ফাঁসি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে : লকেট - কুমারগঞ্জ ধর্ষণ

কুমারগঞ্জ ধর্ষণে জড়িতদের ফাঁসি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে । আজ BJP-র মহিলা মোর্চার মিছিল শেষে এই বার্তাই দিলেন লকেট চট্টোপাধ্যায় ।

BJP
লকেট চট্টোপাধ্যায়
author img

By

Published : Jan 10, 2020, 11:46 PM IST

কলকাতা, 10 জানুয়ারি : কুমারগঞ্জে যুবতি নির্যাতনের প্রতিবাদে আজ কলকাতার রাজপথে মিছিল করে রাজ্য BJP-র মহিলা মোর্চা । মিছিলের নেতৃত্বে ছিলেন মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী লকেট চট্টোপাধ্যায় । মিছিল শেষে নন্দন চত্বরের বাইরে সভা করে মহিলা মোর্চা । কুমারগঞ্জের ঘটনায় দোষীদের যতক্ষণ পর্যন্ত না ফাঁসি দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাংলাজুড়ে আন্দোলন চলবে বলে রাজ্যের শাসকদলকে হুঁশিয়ারি দেন লকেট ।

যুব ও মহিলা মোর্চার প্রতিবাদ মিছিল ঘিরে আজ নন্দন চত্বরে পুলিশ ও মহিলা মোর্চা কর্মীদের মধ্যে দফায় দফায় গন্ডগোল বাধে । পুলিশ জানিয়েছে, কোনও অনুমতি ছাড়াই নন্দন চত্বরে BJP কর্মী ও সমর্থকরা জমায়েত করে । বেশ কয়েজন BJP কর্মী ও সমর্থকদের গ্রেপ্তারও করে কলকাতা পুলিশ । এরপরই BJP হাইকোর্টের দ্বারস্থ হলে হাইকোর্ট দেড় ঘণ্টার জন্য মিছিল করার অনুমতি দেয় । সেই নির্দেশের পর ফের নন্দন চত্বর থেকে মিছিল শুরু করে বঙ্গ BJP-র যুব ও মহিলা মোর্চা ।

ফাঁসি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, হুঁশিয়ারি লকেটের

কয়েকদিন আগে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে এক কিশোরীকে ধর্ষণের পর পুড়িয়ে মারার অভিযোগ ওঠে ৷ তার প্রতিবাদে মিছিল শেষের সভা থেকে লকেট হায়দরাবাদ গণধর্ষণের প্রতিবাদে যেভাবে গোটা দেশ সরব হয়েছিল, সেইভাবেই গর্জে ওঠার জন্য আহ্বান জানান রাজ্যবাসীকে । বলেন, "রাজনীতি বাদ দিয়ে, ধর্ম বাদ দিয়ে আমরা এর শেষ দেখে ছাড়ব । যতক্ষণ পর্যন্ত না কুমারগঞ্জের যুবতির গণধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তি পাচ্ছে ততদিন আন্দোলন চলবে ।"

কলকাতা, 10 জানুয়ারি : কুমারগঞ্জে যুবতি নির্যাতনের প্রতিবাদে আজ কলকাতার রাজপথে মিছিল করে রাজ্য BJP-র মহিলা মোর্চা । মিছিলের নেতৃত্বে ছিলেন মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী লকেট চট্টোপাধ্যায় । মিছিল শেষে নন্দন চত্বরের বাইরে সভা করে মহিলা মোর্চা । কুমারগঞ্জের ঘটনায় দোষীদের যতক্ষণ পর্যন্ত না ফাঁসি দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাংলাজুড়ে আন্দোলন চলবে বলে রাজ্যের শাসকদলকে হুঁশিয়ারি দেন লকেট ।

যুব ও মহিলা মোর্চার প্রতিবাদ মিছিল ঘিরে আজ নন্দন চত্বরে পুলিশ ও মহিলা মোর্চা কর্মীদের মধ্যে দফায় দফায় গন্ডগোল বাধে । পুলিশ জানিয়েছে, কোনও অনুমতি ছাড়াই নন্দন চত্বরে BJP কর্মী ও সমর্থকরা জমায়েত করে । বেশ কয়েজন BJP কর্মী ও সমর্থকদের গ্রেপ্তারও করে কলকাতা পুলিশ । এরপরই BJP হাইকোর্টের দ্বারস্থ হলে হাইকোর্ট দেড় ঘণ্টার জন্য মিছিল করার অনুমতি দেয় । সেই নির্দেশের পর ফের নন্দন চত্বর থেকে মিছিল শুরু করে বঙ্গ BJP-র যুব ও মহিলা মোর্চা ।

ফাঁসি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, হুঁশিয়ারি লকেটের

কয়েকদিন আগে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে এক কিশোরীকে ধর্ষণের পর পুড়িয়ে মারার অভিযোগ ওঠে ৷ তার প্রতিবাদে মিছিল শেষের সভা থেকে লকেট হায়দরাবাদ গণধর্ষণের প্রতিবাদে যেভাবে গোটা দেশ সরব হয়েছিল, সেইভাবেই গর্জে ওঠার জন্য আহ্বান জানান রাজ্যবাসীকে । বলেন, "রাজনীতি বাদ দিয়ে, ধর্ম বাদ দিয়ে আমরা এর শেষ দেখে ছাড়ব । যতক্ষণ পর্যন্ত না কুমারগঞ্জের যুবতির গণধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তি পাচ্ছে ততদিন আন্দোলন চলবে ।"

Intro:কলকাতা: "কুমারগঞ্জের যুবতীর ধর্ষণের ঘটনায় যারা দোষী যতক্ষণ না পর্যন্ত তাদের ফাঁসি হচ্ছে। সারা বাংলা জুড়ে সারা দেশ জুড়ে আন্দোলন হবে" কুমারগঞ্জের ঘটনার প্রতিবাদ মিছিল শেষে নন্দনে বাইরে সভায় এই মন্তব্য করেন বিজেপির মহিলা মোর্চার রাজ্যসভা নেত্রী ও হুগলি লোকসভা কেন্দ্রের সংসদ লকেট চট্টোপাধ্যায়।


এদিন তিনি আরো বলেন আমাদের দেখে নন্দন তালা দিয়ে দিচ্ছে এটা পশ্চিমবঙ্গের লজ্জা। বাংলার দোষী ব্যক্তিরা সবসময়ই বহাল তবিয়তে ঘুরে বেড়াবে। হায়দ্রাবাদের দুর্গা বিচার পায় বাংলার দুর্গা বিচার পায় না। হায়দ্রাবাদের ঘটনায় নন্দন চত্বরে বুদ্ধিজীবীরা মোমবাতি মিছিল করেছিলেন। কিন্তু সেই সমস্ত বুদ্ধিজীবীরা আজ কোথায়। কিন্তু তাদের বিচার কিভাবে হয়েছে সেটা সারাদেশ দেখেছে।


সবাইকে এক হতে বলবো হায়দ্রাবাদে নির্ভায়া যেভাবে বিচার পেয়েছে। হায়দ্রাবাদের দুর্গা যেভাবে বিচার পেয়েছে বাংলা দুর্গা ও যেন সেই ভাবেই বিচার চাই। তাই সবাইকে বলব আপনারা সবাই সোচ্চার হোন। রাজনীতি বাদ দিয়ে ধর্ম বাদ দিয়ে। এর আমরা শেষ দেখে ছাড়ব। যতক্ষণ না পর্যন্ত কুমারগঞ্জের যুবতীর গণধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তি পাচ্ছে ততদিন আন্দোলন চলবে।

যুব ও মহিলা মোর্চার প্রতিবাদ মিছিল নিয়ে আজ নন্দন চত্বরে পুলিশ মহিলা মোর্চা কর্মীদের মধ্যে দফায় দফায় গন্ডগোল হয়। অনাবৃষ্টি কারণ পুলিশি অনুমতি ছাড়াই নন্দন চত্বরে বিজেপি কর্মী সমর্থক রা জমায়েত করে। পুলিশি অনুমতি ছাড়া এই জমায়েত করার জন্য বিজেপি কর্মী সমর্থকদের গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। এরপর বিজেপি এই ঘটনা নিয়ে আগেই হাইকোর্টে যায়। আজ হাইকোর্ট বিজেপিকে দেড় ঘন্টার জন্য মিছিল করার অনুমতি দেয়। হাইকোর্টের নির্দেশের পর ফের নন্দন চত্বর থেকে মিছিল শুরু করে বিজেপির যুবও মহিলা মোর্চা।


Body:story


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.