কলকাতা, 27 ডিসেম্বর : দু-টাকা কেজি দরে চাল এবার এক টাকায় দেওয়ার প্রস্তাব পাঠান হল নবান্নে । বিষয়টি বিবেচনা করছে রাজ্য প্রশাসন । আর সেটা হলে রাজ্যে প্রায় ছয় কোটি গ্রাহক দু-টাকার জায়গায় এক টাকা কেজি দরে চাল পাবেন । নবান্ন সূত্রে খবর এমনটাই ।
জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পে এ-রাজ্যে প্রায় নয় কোটি মানুষকে ভরতুকিতে চাল, গম দেওয়া হয় । সেই ভরতুকির সঙ্গে রাজ্যের খাদ্য সুরক্ষা প্রকল্পে আরও কিছু ভর্তুকি দেওয়া হয় । জঙ্গলমহল, সুন্দরবনের আইলা বিধ্বস্ত এলাকা, বন্ধ চা-বাগানের শ্রমিক এবং সিঙ্গুরের জমি-হারাদের জন্য দু-টাকা কেজি দরে চালের প্যাকেজ রয়েছে । সঙ্গে BPL তালিকাভুক্তরাও পান ওই চাল । এর জন্য রাজ্য সরকার পাঁচ হাজার টাকার বেশি খরচ করে । শাসকদলের অন্দরমহলের বিশ্লেষণ ছিল, এই চাল গত বিধানসভা ভোটে দলকে ব্যাপক ফল দিয়েছিল । সেই সূত্রে 2021 সালে হাড্ডাহাড্ডি বিধানসভার নির্বাচনী লড়াইয়ের ক্ষেত্র প্রস্তুত করতে খাদ্য দপ্তর সস্তায় চাল দেওয়ার বিষয়টি বিবেচনার জন্য পাঠিয়েছে নবান্নে।
নবান্ন সূত্রে খবর, প্রস্তাব কার্যকর করতে রাজ্য সরকারের তহবিল থেকে অতিরিক্ত 200 কোটি টাকা খরচ করতে হবে । সেই টাকার সংস্থান কীভাবে হবে তা খতিয়ে দেখছে অর্থ দপ্তর । তারপরেই বিষয়টি বিবেচনা করা হবে বলে নবান্ন সূত্রে জানা গেছে ।