কলকাতা, 18 জানুয়ারি : বর্তমানে জ্বালানির দাম যে জায়গায় গিয়ে ঠেকেছে তাতে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে বেসরকারি বাস মালিকদের। তাঁদের অভিযোগ, তাও রাজ্য সরকার বেসরকারি বাস মালিকদের সমস্যার প্রতি উদাসীন মনোভাব পোষণ করছে আজ বহুদিন। তাই এবার আন্দোলনের পথে নামতে চলেছে বেসরকারি বাস মালিক সংগঠন। আজ, সাফ জানিয়ে দিল সংগঠনগুলি।
লকডাউনের আগে থেকে আজ পর্যন্ত ডিজেলের দাম বেড়েছে প্রতি লিটারে প্রায় 15 টাকার কাছাকাছি। তবে দেখা গিয়েছে যে তখন অপরিশোধিত তেলের দাম যা ছিল, আজকের দামের মধ্যে তেমন ফারাক হয়নি।
মিনিবাস অপারেটর কো-অর্ডিনেশন কমিটির যুগ্ম সম্পাদক স্বপন ঘোষ বলেন, "লাগামছাড়া ভাবে বাড়ছে তেলের দাম। গত ছ'বছরে ডিজেলের উপর ট্যাক্স চেপেছে প্রায় 800 শতাংশ। এর ফলে ডিজেলের উত্তর উত্তর দাম বেড়েই চলেছে। তাই আমরা এর বলিষ্ঠ প্রতিবাদ জানাই। এভাবে আমরা বাস চালাতে অক্ষম হয়ে পড়ছি। আমাদের কথা শোনার কেউ নেই। আমরা এর আগেই জানিয়েছিলাম যে গঙ্গাসাগর মেলা যেহেতু একটি গুরুত্বপূর্ণ উৎসব, তাই আমরা সেই সময় কোনও পদক্ষেপ করিনি। তবে এবার আমরা আন্দোলনের পথে নামতে বাধ্য হব। আগামিকাল বাকি সংগঠনগুলির সঙ্গে শেষবারের মতো বৈঠক করে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব।"
তবে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে তাঁরা কোন পথে হাঁটবেন সে বিষয় এখনও কিছু স্পষ্ট করে জানাননি তাঁরা। তাঁদের দাবি, ভাড়া বৃদ্ধির কথা তাঁরা বহুবার বলেছেন৷ তবে সরকার সে বিষয়ে কোনও কর্ণপাতই করেনি৷ পাশাপাশি বর্ধিত জ্বালানির দাম সঙ্গে অপ্রতুল যাত্রী সংখ্যা। দিনে দিনে লোকসানের বোঝা বেড়েই চলেছে মালিকদের।
আরও পড়ুন : "স্বাস্থ্যসাথী" কার্ডে মিলল না পরিষেবা, এবার অভিযোগ রানাঘাটে
ইতিমধ্যেই শহরের বেশ কয়েকটি বাস ও মিনি বাস রুট বন্ধ করে দিতে বাধ্য হয়েছে মালিকরা। যদিও তার মধ্যে যাত্রী চাহিদায় আবার কয়েকটি রুট পুনরায় চালু করা হয়েছে।