কলকাতা, 4 নভেম্বর : কোরোনায় আক্রান্ত হলেন কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ । গতকাল তাঁর টেস্টের রিপোর্ট পজ়িটিভ আসে । তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে । তবে তাঁর সংস্পর্শে আসা কাউকে কোয়ারানটিনে পাঠানো হয়নি ।
এর আগে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সিনিয়র ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী ও আধিকারিক এবং অন্য কর্মীদের মধ্যেও অনেকে কোরোনায় আক্রান্ত হয়েছেন । হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা মন্ত্রী নির্মল মাজিও সম্প্রতি কোরোনায় আক্রান্ত হন । বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন । হাসপাতাল সূত্রে খবর, কোরোনার উপসর্গ দেখা দেওয়ায় অধ্যক্ষ মঞ্জু বন্দ্যোপাধ্যায়ের কোরোনা পরীক্ষা করা হয় । গতকাল তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে । সন্ধেয় তাঁকে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় । তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ।
সূত্রের খবর, সোমবার হাসপাতালের টাস্কফোর্সের সদস্যদের সঙ্গে বৈঠক করেন অধ্যক্ষ । যদিও তাঁর সঙ্গে যাঁরা বৈঠকে ছিলেন, তাঁদের কাউকে কোয়ারানটিনে পাঠানো হয়নি । ওই বৈঠকে হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ও ভাইস প্রিন্সিপাল (MSVP) ইন্দ্রনীল বিশ্বাসও ছিলেন । তবে এই বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি ।