ETV Bharat / city

Primary TET 2022: রাজ্যে ফের প্রাথমিকের টেট ! পুজোর পর হতে পারে পরীক্ষা - Board of Primary Education

পুজোর পর ফের রাজ্যে হতে পারে প্রাথমিকের টেট পরীক্ষা (Primary TET 2022) ৷ এমনটাই প্রাথমিক শিক্ষা পর্ষদ (Board of Primary Education) সূত্রে জানা গিয়েছে ৷ ইতিমধ্যেই সেন্টার বাছাইয়ের কাজ শুরু হয়ে গিয়েছে ৷

primary-tet-may-be-held-after-puja-vacation-this-year
primary-tet-may-be-held-after-puja-vacation-this-year
author img

By

Published : Sep 3, 2022, 3:43 PM IST

Updated : Sep 3, 2022, 4:39 PM IST

কলকাতা, 3 সেপ্টেম্বর: 2014 সালের প্রাথমিকের টেটের নিয়োগ দুর্নীতি মামলার এখনও মীমাংসা হয়নি ৷ তার আগেই ফের একবার টেট পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ ৷ পুজোর পরেই রাজ্যে ফের প্রাথমিকের টেট পরীক্ষা হতে চলেছে (Primary TET 2022) ৷ এমনটাই ইঙ্গিত দিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ ৷ ইতিমধ্যেই কোন জেলায় কত পরীক্ষাকেন্দ্র পাওয়া যাবে, তা নিয়ে খোঁজ খবর নেওয়ার কাজ শুরু করেছে পর্ষদ কর্তৃপক্ষ ৷

কিছুদিন আগেই বহিষ্কৃত মানিক ভট্টাচার্যের বদলে প্রাথমিক শিক্ষা পর্ষদের (Board of Primary Education) সভাপতি পদে গৌতম পালকে নিয়োগ করা হয়েছে ৷ তার পরেই তিনি জানিয়েছিলেন, প্রতিবছর টেট পরীক্ষা হবে ৷ তাতেই সবুজ সঙ্কেত দিয়ে পুজোর পর জড়াল হচ্ছে পর টেট পরীক্ষা সম্ভাবনা ৷ আগামী 9 সেপ্টেম্বর অ্যাডহক কমিটির একটি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ যেখানে পরীক্ষার বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে ৷ এছাড়াও, 2022 সালের টেট পরীক্ষাকে ঘিরে একাধিক বদল আসতে চলেছে বলে পর্ষদ সূত্রে খবর ৷

প্রসঙ্গত, 2014 সালের পর থেকে রাজ্যে বন্ধ প্রাথমিকের টেট পরীক্ষা ৷ নিয়োগ ক্ষেত্রে দুর্নীতি এবং মেধাতালিকায় থাকা যোগ্য প্রার্থীদের সুযোগ না দেওয়ার অভিযোগ উঠেছিল ৷ যা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন মেধাতালিকায় নাম থাকা অথচ নিয়োগপত্র না পাওয়া চাকরি প্রার্থীরা ৷ এর পর এই মামলার তদন্তভার যায় সিবিআই এর হাতে এবং সেখানেই একে একে পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য সহ একাধিক আধিকারিকদের নাম নিয়োগ দুর্নীতিতে জড়ায় ৷ পরবর্তী সময়ে মানিক ভট্টাচার্যকে সভাপতি পদ থেকে সরিয়ে দেয় আদালত ৷ আর অবৈধভাবে চাকরি পাওয়া 269 জনকে বরখাস্ত করার নির্দেশও দিয়েছে আদালত ৷

আরও পড়ুন: রায় তো বেরিয়েছে, কিন্তু চাকরি ! অপেক্ষায় আন্দোলনকারী প্রাথমিকের চাকরি প্রার্থীরা

2014 সালের সেই নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত এখনও চলছে ৷ এর মাঝে রাজ্য সরকারও প্রাথমিকের নিয়োগের জন্য টেট পরীক্ষা নেয়নি ৷ সম্প্রতি গৌতম পালকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদে বসানো হয়েছে ৷ আর দায়িত্ব নিয়েই তিনি ঘোষণা করেছিলেন, প্রতিবছর টেট পরীক্ষা হবে ৷ আর সবকিছু স্বচ্ছতার সঙ্গে হবে বলে জানান তিনি ৷ আর নিজের দেওয়া সেই কথা এ বার রাখতে চলেছেন পর্ষদ সভাপতি ৷ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য নতুন করে টেট পরীক্ষা নেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ৷

কলকাতা, 3 সেপ্টেম্বর: 2014 সালের প্রাথমিকের টেটের নিয়োগ দুর্নীতি মামলার এখনও মীমাংসা হয়নি ৷ তার আগেই ফের একবার টেট পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ ৷ পুজোর পরেই রাজ্যে ফের প্রাথমিকের টেট পরীক্ষা হতে চলেছে (Primary TET 2022) ৷ এমনটাই ইঙ্গিত দিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ ৷ ইতিমধ্যেই কোন জেলায় কত পরীক্ষাকেন্দ্র পাওয়া যাবে, তা নিয়ে খোঁজ খবর নেওয়ার কাজ শুরু করেছে পর্ষদ কর্তৃপক্ষ ৷

কিছুদিন আগেই বহিষ্কৃত মানিক ভট্টাচার্যের বদলে প্রাথমিক শিক্ষা পর্ষদের (Board of Primary Education) সভাপতি পদে গৌতম পালকে নিয়োগ করা হয়েছে ৷ তার পরেই তিনি জানিয়েছিলেন, প্রতিবছর টেট পরীক্ষা হবে ৷ তাতেই সবুজ সঙ্কেত দিয়ে পুজোর পর জড়াল হচ্ছে পর টেট পরীক্ষা সম্ভাবনা ৷ আগামী 9 সেপ্টেম্বর অ্যাডহক কমিটির একটি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ যেখানে পরীক্ষার বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে ৷ এছাড়াও, 2022 সালের টেট পরীক্ষাকে ঘিরে একাধিক বদল আসতে চলেছে বলে পর্ষদ সূত্রে খবর ৷

প্রসঙ্গত, 2014 সালের পর থেকে রাজ্যে বন্ধ প্রাথমিকের টেট পরীক্ষা ৷ নিয়োগ ক্ষেত্রে দুর্নীতি এবং মেধাতালিকায় থাকা যোগ্য প্রার্থীদের সুযোগ না দেওয়ার অভিযোগ উঠেছিল ৷ যা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন মেধাতালিকায় নাম থাকা অথচ নিয়োগপত্র না পাওয়া চাকরি প্রার্থীরা ৷ এর পর এই মামলার তদন্তভার যায় সিবিআই এর হাতে এবং সেখানেই একে একে পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য সহ একাধিক আধিকারিকদের নাম নিয়োগ দুর্নীতিতে জড়ায় ৷ পরবর্তী সময়ে মানিক ভট্টাচার্যকে সভাপতি পদ থেকে সরিয়ে দেয় আদালত ৷ আর অবৈধভাবে চাকরি পাওয়া 269 জনকে বরখাস্ত করার নির্দেশও দিয়েছে আদালত ৷

আরও পড়ুন: রায় তো বেরিয়েছে, কিন্তু চাকরি ! অপেক্ষায় আন্দোলনকারী প্রাথমিকের চাকরি প্রার্থীরা

2014 সালের সেই নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত এখনও চলছে ৷ এর মাঝে রাজ্য সরকারও প্রাথমিকের নিয়োগের জন্য টেট পরীক্ষা নেয়নি ৷ সম্প্রতি গৌতম পালকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদে বসানো হয়েছে ৷ আর দায়িত্ব নিয়েই তিনি ঘোষণা করেছিলেন, প্রতিবছর টেট পরীক্ষা হবে ৷ আর সবকিছু স্বচ্ছতার সঙ্গে হবে বলে জানান তিনি ৷ আর নিজের দেওয়া সেই কথা এ বার রাখতে চলেছেন পর্ষদ সভাপতি ৷ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য নতুন করে টেট পরীক্ষা নেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ৷

Last Updated : Sep 3, 2022, 4:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.