কলকাতা, 29 জুন: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন যে, এ বছরে পুজোর আগেই 10 হাজার 500 জন প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা নিয়োগ (Primary Teachers Appointment) করা হবে । সেই মতোই আজ পর্ষদের তরফে জানানো হল, আগামী মঙ্গলবার পর্ষদের ওয়েবসাইটে (webscte.org) কাউন্সেলিং সম্বন্ধে সব তথ্য প্রকাশ করা হবে । জারি করা হবে নির্দেশিকা ।
পুনরায় দায়িত্ব পেয়ে আজ সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য । তিনি জানান, এই বছর জানুয়ারি মাসে তৃতীয় দফায় টেট পরীক্ষা হয়েছিল । প্রায় 2.5 লক্ষ পরীক্ষার্থী টেট পরীক্ষা দিয়েছেন । সেই পরীক্ষার ফল পুজোর আগেই প্রকাশ করা হবে । পরীক্ষার ফল প্রকাশ করার আগে এ বছরই প্রথমবার ওয়েবসাইটে প্রশ্নের উত্তরগুলি প্রকাশ করা হবে ।
আরও পড়ুন: পুজোর আগেই সাড়ে 24 হাজার শিক্ষক নিয়োগ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
তিনি আরও বলেন, "এই অতিমারি পরিস্থিতিতে কীভাবে কাউন্সেলিং হবে এবং তারপরে নিয়োগ প্রক্রিয়া ঠিক কীভাবে সম্পন্ন করা হবে, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি ৷ সময়মতো সেগুলি জানানো হবে ।"
আরও পড়ুন: প্রাথমিকে নিয়োগের উপর জারি স্থগিতাদেশ প্রত্য়াহার
দিনকয়েক আগে নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পুজোর আগে 14 হাজার শিক্ষক নিয়োগ করা হবে আপার প্রাইমারিতে ৷ 10 হাজার 500 জন প্রাইমারি শিক্ষক নিয়োগ করা হবে ৷ পুজোর পর আগামী বছরের মার্চ মাসের মধ্যে আরও 7 হাজার 500 জন প্রাইমারি শিক্ষক নিয়োগ করা হবে ৷ রাজ্যে সর্বমোট 32 হাজার শিক্ষক নিয়োগ করা হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷ তিনি আরও বলেছিলেন, "আদালতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে মামলা চলাতেই এত দিন নিয়োগ প্রক্রিয়া আটকে ছিল । কারও কাছে লবি করার দরকার নেই । মেধার ভিত্তিতে স্কুলে নিয়োগ করব আমরা ।"