ETV Bharat / city

Primary Recruitment Scam: মানিক ভট্টাচার্যের অপসারণকে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে প্রাথমিক শিক্ষা পর্ষদ - প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি

সোমবার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যের অপসারণের নির্দেশে দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Calcutta High Court remove Manik Bhattacharya from president post)৷

primary education board in division bench against Manik Bhattacharya removal order
Calcutta High Court
author img

By

Published : Jun 21, 2022, 12:48 PM IST

কলকাতা, 21 জুন: প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে অপসারণের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (primary education board in division bench against Manik Bhattacharya removal order)। বুধবার বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি লাপিতা বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে হবে শুনানি ।

প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে এ দিন ডিভিশন বেঞ্চে জরুরি শুনানির আবেদন করা হয়েছিল । কিন্তু আদালত তা খারিজ করে জানায়, নিয়ম অনুযায়ী মামলা ফাইল করলে, পরে শোনা হবে । ফলে গতকাল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Avijit Ganguly) মঙ্গলবার বেলা 2টোর সময় আদালতে হাজিরা দেওয়ার যে নির্দেশ দিয়েছিলেন, সেই মতো হাজিরা দিতে হবে মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya)।

আরও পড়ুন : Primary and SSC recruitment scam : খোদ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির চাকরি কাড়লেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়

উল্লেখ্য, প্রাথমিক শিক্ষক নিয়োগে (Primary Recruitment Scam) 2017 সালের বেশ কিছু নথি আদালতে পেশ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । কিন্তু সেই নথি গতকাল যখন পেশ করা হয় আদালতে, তাতে বিস্তর গলদ লক্ষ করেন বিচারপতি । তারপরই গতকাল প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে পদ থেকে অপসারণের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি । সেই নির্দেশের বিরুদ্ধেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন প্রাথমিক শিক্ষা পর্ষদ ।

কলকাতা, 21 জুন: প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে অপসারণের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (primary education board in division bench against Manik Bhattacharya removal order)। বুধবার বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি লাপিতা বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে হবে শুনানি ।

প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে এ দিন ডিভিশন বেঞ্চে জরুরি শুনানির আবেদন করা হয়েছিল । কিন্তু আদালত তা খারিজ করে জানায়, নিয়ম অনুযায়ী মামলা ফাইল করলে, পরে শোনা হবে । ফলে গতকাল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Avijit Ganguly) মঙ্গলবার বেলা 2টোর সময় আদালতে হাজিরা দেওয়ার যে নির্দেশ দিয়েছিলেন, সেই মতো হাজিরা দিতে হবে মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya)।

আরও পড়ুন : Primary and SSC recruitment scam : খোদ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির চাকরি কাড়লেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়

উল্লেখ্য, প্রাথমিক শিক্ষক নিয়োগে (Primary Recruitment Scam) 2017 সালের বেশ কিছু নথি আদালতে পেশ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । কিন্তু সেই নথি গতকাল যখন পেশ করা হয় আদালতে, তাতে বিস্তর গলদ লক্ষ করেন বিচারপতি । তারপরই গতকাল প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে পদ থেকে অপসারণের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি । সেই নির্দেশের বিরুদ্ধেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন প্রাথমিক শিক্ষা পর্ষদ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.