ETV Bharat / city

"নজরদারি রেখে কী হবে", মন্তব্য টাস্ক ফোর্স সদস্যর ; জবাব BJP-র - রাজ্য সরকার

রাজ্যে বাড়ছে আলু, পেঁয়াজের দাম । বর্তমানে কেজি প্রতি আলু 40 টাকা ও পেঁয়াজ কেজি প্রতি 70 টাকায় ঠেকেছে । অভিযোগ, এরপরও এইসব জিনিসের দাম নিয়ন্ত্রণে তেমন আগ্রহ দেখাচ্ছে না রাজ্য সরকার । এবিষয়ে কেন্দ্রের কৃষি আইনকেই দায়ি করলেন টাস্ক ফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে ।

কৃষি বিল
কৃষি বিল
author img

By

Published : Sep 30, 2020, 2:52 PM IST

কলকাতা, 30 সেপ্টেম্বর : আলু, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে টাস্ক ফোর্স গঠন করেছে রাজ্য সরকার । কিন্তু, কেন্দ্র কৃষি বিল পাশ করানোর পর টাস্ক ফোর্স তেমন কাজ করছে না বলে অভিযোগ । এর জন্য কেন্দ্রের নতুুন আইনকেই দুষলেন টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে ।

অত্যাবশ্যক পণ্য আইনে সংশোধনী বিলে চাল, ডাল, আলু, গম, ভোজ্য তেল যত ইচ্ছে মজুতের ছাড়পত্র দিয়েছে কেন্দ্র । এই অবস্থায় আলু, পেঁয়াজের দাম বাড়লেও রাজ্য প্রশাসনের গাছাড়া মনোভাব দেখা গিয়েছে বলে অভিযোগ । অত্যাবশ্যক পণ্যের দাম নিয়ন্ত্রণে একপ্রকার বিরত রয়েছেন রাজ্য সরকারের গঠিত টাস্ক ফোর্সের সদস্যরা । কারণ, নয়া কৃষি আইনের ফলে কৃষকরা আর রাজ্য সরকার মারফত নয় সরাসরি বাজারে বিক্রি করতে পারবেন তাঁদের ফসল । ফলে দাম নিয়ন্ত্রণের ক্ষেত্রে রাজ্য সরকারের আর কোনও হস্তক্ষেপ থাকছে না । তাই এই আইনের ফলে মূল্যবৃদ্ধি নিয়ে নজরদারি করার আর কোনও প্রয়োজনীয়তা নেই বলে মনে করছেন টাস্ক ফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে ।

লাগামহীনভাবে বেড়ে চলেছে আলু, পেঁয়াজ সহ অন্যান্য সবজির দাম । বেশ কিছুদিন আগে রাজ্য সরকারের নির্দেশ মতো দাম নিয়ন্ত্রণের জন্য এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বাজারে বাজারে কড়া নজরদারি চালিয়েছিল । তারপরও সামান্য দাম কমেনি বরং চড়েছে দাম । আলু কেজি প্রতি 40 টাকা ও পেঁয়াজ কেজি প্রতি 70 টাকা করে রমরমিয়ে বিকোচ্ছে শহর ও শহরতলির বাজারগুলিতে । বেশ কিছুদিন থেকে বন্ধ রয়েছে রাজ্য সরকার গঠিত টাস্ক ফোর্সের বৈঠক । তবে বৈঠক না হলেও সরকারের পরামর্শে বাজারগুলিতে কমবেশি নজর রাখতেন টাস্ক ফোর্সের সদস্যরা ।

সম্প্রতি সংসদে কৃষি বিল পাশ হয়েছে । এই বিল পাশের ফলে কৃষি পণ্য মজুতের ক্ষেত্রে আর কোনও বাধ্যবাধকতা থাকছে না । এর ফলে আলু ও পেঁয়াজের মজুত করার রীতি বাড়বে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল । সে কারণে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য বাজারগুলিতে নজরদারি রাখা অনর্থক বলে জানালেন টাস্ক ফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে । তিনি বলেন, "আর নজরদারি রেখে কী হবে । কেন্দ্রীয় সরকারের ভুল কৃষি নীতির ফলে এভাবে বাড়তে থাকবে দাম ।"

টাস্ক ফোর্স সদস্যের মন্তব্য নিয়ে BJP নেতা রাজু বন্দ্যোপাধ্যায় আক্রমণাত্মক সুরে বলেন, "ফড়েরা সব তৃণমূলে ছিল। কাটমানির আশায় নজরদারি চালাত। এখন তো কাটমানি নেই । স্বাধীন হয়ে গেছে । হতাশা থেকে এ কথা বলছে । টাস্ক ফোর্স যে ছিল কটা ফড়ে গ্রেপ্তার হয়েছে ? 5 টাকার আলু 40 টাকায় কিনছে মানুষ । ফড়েরা কাটমানি খেত, তাই মানুষকে ভুল বোঝাচ্ছে ।"

তবে গোটা বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা রেখেছেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা তাপস রায় । তিনি বলেন, "এই কৃষি বিল কর্পোরেটদের পক্ষে। মজুদদারদের পক্ষে । আগামী দিন জিনিসপত্রের দাম ভয়ংকর অবস্থায় যাবে । রাজ্যের মানুষের স্বার্থে, কৃষকদের স্বার্থে সঠিক পদক্ষেপ গ্রহণ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।"

কলকাতা, 30 সেপ্টেম্বর : আলু, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে টাস্ক ফোর্স গঠন করেছে রাজ্য সরকার । কিন্তু, কেন্দ্র কৃষি বিল পাশ করানোর পর টাস্ক ফোর্স তেমন কাজ করছে না বলে অভিযোগ । এর জন্য কেন্দ্রের নতুুন আইনকেই দুষলেন টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে ।

অত্যাবশ্যক পণ্য আইনে সংশোধনী বিলে চাল, ডাল, আলু, গম, ভোজ্য তেল যত ইচ্ছে মজুতের ছাড়পত্র দিয়েছে কেন্দ্র । এই অবস্থায় আলু, পেঁয়াজের দাম বাড়লেও রাজ্য প্রশাসনের গাছাড়া মনোভাব দেখা গিয়েছে বলে অভিযোগ । অত্যাবশ্যক পণ্যের দাম নিয়ন্ত্রণে একপ্রকার বিরত রয়েছেন রাজ্য সরকারের গঠিত টাস্ক ফোর্সের সদস্যরা । কারণ, নয়া কৃষি আইনের ফলে কৃষকরা আর রাজ্য সরকার মারফত নয় সরাসরি বাজারে বিক্রি করতে পারবেন তাঁদের ফসল । ফলে দাম নিয়ন্ত্রণের ক্ষেত্রে রাজ্য সরকারের আর কোনও হস্তক্ষেপ থাকছে না । তাই এই আইনের ফলে মূল্যবৃদ্ধি নিয়ে নজরদারি করার আর কোনও প্রয়োজনীয়তা নেই বলে মনে করছেন টাস্ক ফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে ।

লাগামহীনভাবে বেড়ে চলেছে আলু, পেঁয়াজ সহ অন্যান্য সবজির দাম । বেশ কিছুদিন আগে রাজ্য সরকারের নির্দেশ মতো দাম নিয়ন্ত্রণের জন্য এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বাজারে বাজারে কড়া নজরদারি চালিয়েছিল । তারপরও সামান্য দাম কমেনি বরং চড়েছে দাম । আলু কেজি প্রতি 40 টাকা ও পেঁয়াজ কেজি প্রতি 70 টাকা করে রমরমিয়ে বিকোচ্ছে শহর ও শহরতলির বাজারগুলিতে । বেশ কিছুদিন থেকে বন্ধ রয়েছে রাজ্য সরকার গঠিত টাস্ক ফোর্সের বৈঠক । তবে বৈঠক না হলেও সরকারের পরামর্শে বাজারগুলিতে কমবেশি নজর রাখতেন টাস্ক ফোর্সের সদস্যরা ।

সম্প্রতি সংসদে কৃষি বিল পাশ হয়েছে । এই বিল পাশের ফলে কৃষি পণ্য মজুতের ক্ষেত্রে আর কোনও বাধ্যবাধকতা থাকছে না । এর ফলে আলু ও পেঁয়াজের মজুত করার রীতি বাড়বে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল । সে কারণে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য বাজারগুলিতে নজরদারি রাখা অনর্থক বলে জানালেন টাস্ক ফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে । তিনি বলেন, "আর নজরদারি রেখে কী হবে । কেন্দ্রীয় সরকারের ভুল কৃষি নীতির ফলে এভাবে বাড়তে থাকবে দাম ।"

টাস্ক ফোর্স সদস্যের মন্তব্য নিয়ে BJP নেতা রাজু বন্দ্যোপাধ্যায় আক্রমণাত্মক সুরে বলেন, "ফড়েরা সব তৃণমূলে ছিল। কাটমানির আশায় নজরদারি চালাত। এখন তো কাটমানি নেই । স্বাধীন হয়ে গেছে । হতাশা থেকে এ কথা বলছে । টাস্ক ফোর্স যে ছিল কটা ফড়ে গ্রেপ্তার হয়েছে ? 5 টাকার আলু 40 টাকায় কিনছে মানুষ । ফড়েরা কাটমানি খেত, তাই মানুষকে ভুল বোঝাচ্ছে ।"

তবে গোটা বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা রেখেছেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা তাপস রায় । তিনি বলেন, "এই কৃষি বিল কর্পোরেটদের পক্ষে। মজুদদারদের পক্ষে । আগামী দিন জিনিসপত্রের দাম ভয়ংকর অবস্থায় যাবে । রাজ্যের মানুষের স্বার্থে, কৃষকদের স্বার্থে সঠিক পদক্ষেপ গ্রহণ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.