ETV Bharat / city

Price Hike in Market : জ্বালানির মূল্যবৃদ্ধির ছ্যাঁকা ভোজ্য তেলে, সবজি ও খাদ্যপণ্যের দামও আগুন

প্রতি লিটার ভোজ্য তেলের দাম বেড়ে হয়েছে 195-210 টাকা ৷ বেড়েছে, চাল, ডাল কাঁচা আনাজের দামও ৷ প্রায় লাগামছাড়া মূল্যবৃদ্ধি (Price Hike in Market) ৷

price hike in kolkata market
জ্বালানির মূল্যবৃদ্ধির ছ্যাঁকা ভোজ্য তেলের মূল্যেও
author img

By

Published : Apr 5, 2022, 9:25 PM IST

কলকাতা, 5 এপ্রিল : পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধের জেরে কলকাতায় ঊর্ধ্বমুখী বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী-সহ খাদ্যদ্রব্যের দাম (price hike in market as prices of fuel is increasing) ৷ আগেই আশঙ্কা করা হয়েছিল পেট্রল, ডিজেলের দাম বাড়লে তার প্রভাবে বাড়তে খাদ্য সামগ্রীর দাম, হবে মূল্যবৃদ্ধি ৷ এই আশঙ্কাই এবার বাস্তবেও প্রতিফলিত হচ্ছে ৷ বাজার-দোকানে গিয়ে এই অগ্নিমূল্যের ছেঁকা খেতা হচ্ছে আম জনতাকে ৷ টান পড়ছে পকেটে ৷ ব্যবসায়ীরা জানাচ্ছেন, পেট্রোপণ্যের দাম বৃদ্ধির কারণে গত এক সপ্তাহ ধরেই বাড়ছে আনাজ, ভোজ্য তেল, চাল, ডাল-সহ বিভিন্ন খাদ্য সামগ্রীর ৷

তথ্য বলছে 13 দিন ধরে লাগাতার ঊর্ধবমুখী পেট্রোল-ডিজেলের দাম ৷ মঙ্গলবারও কলকাতায় লিটারপিছু 80 পয়সা করে বেড়েছে পেট্রল ও ডিজেলের দাম ৷ এদিন কলকাতায় লিটার পিছু পেট্রোলের দাম ছিল 114 টাকা 28 পয়সা ৷ ডিজেলের দাম ছিল 99.02 টাকা প্রতি লিটার ৷ প্রায় সাড়ে 4 মাস থমকে থাকার পর 22 মার্চ থেকেই বাড়তে শুরু করেছে পেট্রোপণ্যের দাম ৷ বেড়েছে রান্নার গ্যাসের দামও ৷ এই দামবৃদ্ধির প্রভাব এবার সরাসরি পড়ছে সবজি, ফল, কাঁচা আনাজের বাজারে ৷

আরও পড়ুন : আজও 80 পয়সা দাম বাড়ল পেট্রল-ডিজেলের, জেনে নিন আজ কোথায় কী দাম

রাজ্যের কৃষি সংক্রান্ত টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে জানিয়েছেন, যেসব সবজির দাম এই সময়ে কেজি প্রতি 25-30 টাকা হওয়া উচিত, এখন সেগুলোই বিক্রি হচ্ছে কেজে প্রতি 40-50 টাকা দামে ৷ বড়বাজারের আলু ব্যবসায়ীরা জানাচ্ছেন, গত 2-3 দিনে প্রায় 50 শতাংশ বেড়েছে আলুর বস্তার দাম ৷ প্রতি বস্তা জ্যোতি আলুর দাম দাঁড়িয়েছে 950 টাকা, চন্দ্রমুখী আলুর বস্তা বিক্রি হচ্ছে 1 হাজার 150 টাকায় ৷ কেজি প্রতি চালের দাম বেড়েছে হু হু করে ৷ কোথাও কোথাও তা পৌঁছে গিয়েছে 7-10 টাকায় ৷

জ্বালানি তেলের এই ছ্যাঁকা এসে লেগেছে ভোজ্য তেলের দামেও ৷ কয়েক সপ্তাহ আগেও যে 1 লিটার সরষের তেলের দাম ছিল 165-180 টাকা আজ তার দাম দাঁড়িয়েছে 195-210 টাকা ৷ উল্লেখ্য, জিএসটি'র আওতায় নেই পেট্রল, ডিজেলের দাম ৷ পশ্চিমবঙ্গ সরকার পেট্রল থেকে 25 শতাংশ ও ডিজেল থেকে 17 শতাংশ হারে ভ্যাট আদায় করে ৷ কেন্দ্রীয় সরকার প্রতি লিটার পেট্রল থেকে 27 টাকা 90 পয়সা এক্সাইজ ডিউটি বাবদ কর আদায় করে ৷ প্রতি লিটার ডিজেল থেকে আয় করে 21.80 টাকা ৷

কলকাতা, 5 এপ্রিল : পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধের জেরে কলকাতায় ঊর্ধ্বমুখী বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী-সহ খাদ্যদ্রব্যের দাম (price hike in market as prices of fuel is increasing) ৷ আগেই আশঙ্কা করা হয়েছিল পেট্রল, ডিজেলের দাম বাড়লে তার প্রভাবে বাড়তে খাদ্য সামগ্রীর দাম, হবে মূল্যবৃদ্ধি ৷ এই আশঙ্কাই এবার বাস্তবেও প্রতিফলিত হচ্ছে ৷ বাজার-দোকানে গিয়ে এই অগ্নিমূল্যের ছেঁকা খেতা হচ্ছে আম জনতাকে ৷ টান পড়ছে পকেটে ৷ ব্যবসায়ীরা জানাচ্ছেন, পেট্রোপণ্যের দাম বৃদ্ধির কারণে গত এক সপ্তাহ ধরেই বাড়ছে আনাজ, ভোজ্য তেল, চাল, ডাল-সহ বিভিন্ন খাদ্য সামগ্রীর ৷

তথ্য বলছে 13 দিন ধরে লাগাতার ঊর্ধবমুখী পেট্রোল-ডিজেলের দাম ৷ মঙ্গলবারও কলকাতায় লিটারপিছু 80 পয়সা করে বেড়েছে পেট্রল ও ডিজেলের দাম ৷ এদিন কলকাতায় লিটার পিছু পেট্রোলের দাম ছিল 114 টাকা 28 পয়সা ৷ ডিজেলের দাম ছিল 99.02 টাকা প্রতি লিটার ৷ প্রায় সাড়ে 4 মাস থমকে থাকার পর 22 মার্চ থেকেই বাড়তে শুরু করেছে পেট্রোপণ্যের দাম ৷ বেড়েছে রান্নার গ্যাসের দামও ৷ এই দামবৃদ্ধির প্রভাব এবার সরাসরি পড়ছে সবজি, ফল, কাঁচা আনাজের বাজারে ৷

আরও পড়ুন : আজও 80 পয়সা দাম বাড়ল পেট্রল-ডিজেলের, জেনে নিন আজ কোথায় কী দাম

রাজ্যের কৃষি সংক্রান্ত টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে জানিয়েছেন, যেসব সবজির দাম এই সময়ে কেজি প্রতি 25-30 টাকা হওয়া উচিত, এখন সেগুলোই বিক্রি হচ্ছে কেজে প্রতি 40-50 টাকা দামে ৷ বড়বাজারের আলু ব্যবসায়ীরা জানাচ্ছেন, গত 2-3 দিনে প্রায় 50 শতাংশ বেড়েছে আলুর বস্তার দাম ৷ প্রতি বস্তা জ্যোতি আলুর দাম দাঁড়িয়েছে 950 টাকা, চন্দ্রমুখী আলুর বস্তা বিক্রি হচ্ছে 1 হাজার 150 টাকায় ৷ কেজি প্রতি চালের দাম বেড়েছে হু হু করে ৷ কোথাও কোথাও তা পৌঁছে গিয়েছে 7-10 টাকায় ৷

জ্বালানি তেলের এই ছ্যাঁকা এসে লেগেছে ভোজ্য তেলের দামেও ৷ কয়েক সপ্তাহ আগেও যে 1 লিটার সরষের তেলের দাম ছিল 165-180 টাকা আজ তার দাম দাঁড়িয়েছে 195-210 টাকা ৷ উল্লেখ্য, জিএসটি'র আওতায় নেই পেট্রল, ডিজেলের দাম ৷ পশ্চিমবঙ্গ সরকার পেট্রল থেকে 25 শতাংশ ও ডিজেল থেকে 17 শতাংশ হারে ভ্যাট আদায় করে ৷ কেন্দ্রীয় সরকার প্রতি লিটার পেট্রল থেকে 27 টাকা 90 পয়সা এক্সাইজ ডিউটি বাবদ কর আদায় করে ৷ প্রতি লিটার ডিজেল থেকে আয় করে 21.80 টাকা ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.