ETV Bharat / city

Presidential Election 2022: তৃণমূল বিশ্বাসের রাজনীতি করে, রিসর্ট রাজনীতি করে না; বিজেপিকে নিশানা অভিষেকের - Abhishek Banerjee Criticises BJP Over Resort Politics

তৃণমূল বিশ্বাসের রাজনীতি করে ৷ তাই বিধায়কদের রিসর্টে বন্দি করে রাখতে হয় না (Abhishek Banerjee Criticises BJP Over Resort Politics) ৷ রাজারহাটের হোটেলে বিজেপি বিধায়কদের রাখা নিয়ে ফের একবার গেরুয়া শিবিরকে কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

presidential-election-2022-abhishek-banerjee-criticises-bjp-over-resort-politics
presidential-election-2022-abhishek-banerjee-criticises-bjp-over-resort-politics
author img

By

Published : Jul 18, 2022, 6:03 PM IST

কলকাতা, 18 জুলাই: রিসর্ট রাজনীতি নিয়ে বিধানসভায় বিজেপিকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee Criticises BJP Over Resort Politics) ৷ কটাক্ষের সুরে বললেন, ‘‘নিজেদের বিধায়কদের প্রতি আস্থা নেই বিজেপির ৷’’ আর সেই তুলনা টেনে অভিষেক জানান, বাইরের রাজ্যেও তৃণমূলের বিধায়করা রয়েছেন ৷ তাঁদের হোটেলে ঘরবন্দি করে রাখতে হয় না ৷ ঘাসফুল শিবির বিশ্বাসের রাজনীতি করে বলে জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Abhishek Banerjee) ৷ রাষ্ট্রপতি নির্বাচনে নিজের ভোট দিতে এ দিন বিধানসভায় যান অভিষেক ৷ সেখানেই বিজেপি বিধায়কদের রাজারহাটের হোটেলে রাখা নিয়ে গেরুয়া শিবিরকে কটাক্ষ করেন তিনি ৷

এ দিন অভিষেক জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের সমর্থন বাড়ছে ৷ আর সেই কারণেই বিজেপি ভয় পাচ্ছে ৷ ভীত-সন্ত্রস্ত বিজেপি তাই গায়ের জোরে বিধায়কদের আটকে রাখছে ৷ এ প্রসঙ্গেই সোশ্যাল মিডিয়ার পর ফের একবার বিজেপিকে ‘রিসর্ট পলিটিক্স’ (Resort Politics) নিয়ে খোঁচা দেন অভিষেক ৷ কটাক্ষ করে বলেন, ‘‘যাঁরা রিসর্ট পলিটিক্স নিয়ে এসেছে, বাংলায় তাঁদেরই আজ সেই রাজনীতির শিকার হতে হচ্ছে ৷’’ অভিষেক দাবি করেন, বিজেপি জোর জবরদস্তি বিধায়কদের আটকে রাখছে ৷ এমনকি বিজেপির নেতার নিজেদের বিধায়ক সংখ্যা নিয়েও নিশ্চিত নন বলে জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷

তৃণমূল বিশ্বাসের রাজনীতি করে, রিসর্ট রাজনীতি করে না, দাবি অভিষেকের

আরও পড়ুন: Abhishek Banerjee: রাষ্ট্রপতি ভোটে অভিষেকের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ বিজেপির

এ নিয়ে ফিরহাদ হাকিমও বিজেপিকে নিশানা করেছেন ৷ এ নিয়ে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ও গোয়ার প্রসঙ্গ টেনে আনেন রাজ্যের মন্ত্রী ৷ বলেন, ‘‘বিজেপি মতাদর্শের রাজনীতি করে না ৷ তারা হোটেল রাজনীতি করেন ৷ আর সেই হোটেল রাজনীতির সাহায্যেই মহারাষ্ট্র, গোয়া এবং মধ্যপ্রদেশে সরকার ভেঙেছে বিজেপি ৷’’ তবে, বাংলায় বিজেপির সেই কৌশল কাজে আসবে না বলে বিশ্বাস ফিরহাদের ৷

কলকাতা, 18 জুলাই: রিসর্ট রাজনীতি নিয়ে বিধানসভায় বিজেপিকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee Criticises BJP Over Resort Politics) ৷ কটাক্ষের সুরে বললেন, ‘‘নিজেদের বিধায়কদের প্রতি আস্থা নেই বিজেপির ৷’’ আর সেই তুলনা টেনে অভিষেক জানান, বাইরের রাজ্যেও তৃণমূলের বিধায়করা রয়েছেন ৷ তাঁদের হোটেলে ঘরবন্দি করে রাখতে হয় না ৷ ঘাসফুল শিবির বিশ্বাসের রাজনীতি করে বলে জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Abhishek Banerjee) ৷ রাষ্ট্রপতি নির্বাচনে নিজের ভোট দিতে এ দিন বিধানসভায় যান অভিষেক ৷ সেখানেই বিজেপি বিধায়কদের রাজারহাটের হোটেলে রাখা নিয়ে গেরুয়া শিবিরকে কটাক্ষ করেন তিনি ৷

এ দিন অভিষেক জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের সমর্থন বাড়ছে ৷ আর সেই কারণেই বিজেপি ভয় পাচ্ছে ৷ ভীত-সন্ত্রস্ত বিজেপি তাই গায়ের জোরে বিধায়কদের আটকে রাখছে ৷ এ প্রসঙ্গেই সোশ্যাল মিডিয়ার পর ফের একবার বিজেপিকে ‘রিসর্ট পলিটিক্স’ (Resort Politics) নিয়ে খোঁচা দেন অভিষেক ৷ কটাক্ষ করে বলেন, ‘‘যাঁরা রিসর্ট পলিটিক্স নিয়ে এসেছে, বাংলায় তাঁদেরই আজ সেই রাজনীতির শিকার হতে হচ্ছে ৷’’ অভিষেক দাবি করেন, বিজেপি জোর জবরদস্তি বিধায়কদের আটকে রাখছে ৷ এমনকি বিজেপির নেতার নিজেদের বিধায়ক সংখ্যা নিয়েও নিশ্চিত নন বলে জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷

তৃণমূল বিশ্বাসের রাজনীতি করে, রিসর্ট রাজনীতি করে না, দাবি অভিষেকের

আরও পড়ুন: Abhishek Banerjee: রাষ্ট্রপতি ভোটে অভিষেকের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ বিজেপির

এ নিয়ে ফিরহাদ হাকিমও বিজেপিকে নিশানা করেছেন ৷ এ নিয়ে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ও গোয়ার প্রসঙ্গ টেনে আনেন রাজ্যের মন্ত্রী ৷ বলেন, ‘‘বিজেপি মতাদর্শের রাজনীতি করে না ৷ তারা হোটেল রাজনীতি করেন ৷ আর সেই হোটেল রাজনীতির সাহায্যেই মহারাষ্ট্র, গোয়া এবং মধ্যপ্রদেশে সরকার ভেঙেছে বিজেপি ৷’’ তবে, বাংলায় বিজেপির সেই কৌশল কাজে আসবে না বলে বিশ্বাস ফিরহাদের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.