ETV Bharat / city

Narkeldanga Incident নারকেলডাঙা কাণ্ডে ভালো আছেন মা ও সন্তান, জানালেন চিকিৎসক - প্রোমোটিং বিবাদ

নারকেলডাঙায় (Narkeldanga Incident) আক্রান্ত অন্তঃসত্ত্বা এবং তাঁর গর্ভে থাকা সন্তান সুস্থ রয়েছে (Pregnant Lady and Baby is Absolutely Fine) ৷ এমনটাই জানিয়েছেন কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ৷ মহিলার শারীরিক অবস্থা যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি ৷

pregnant-lady-and-baby-is-absolutely-fine-says-calcutta-medical-college-doctor-in-narkeldanga-incident
pregnant-lady-and-baby-is-absolutely-fine-says-calcutta-medical-college-doctor-in-narkeldanga-incident
author img

By

Published : Aug 22, 2022, 3:22 PM IST

কলকাতা, 22 অগস্ট: নারকেলডাঙা কাণ্ডে সুস্থ রয়েছেন মা এবং তাঁর সন্তান (Pregnant Lady and Baby is Absolutely Fine) ৷ এমনটাই জানালেন কলকাতা মেডিক্যাল কলেজের চিকিৎসক অধ্যাপক তপন কুমার নস্কর ৷ তিনি জানান, আজ সকালে অন্তঃসত্ত্বার শারীরিক পরীক্ষা করা করেছেন ৷ মহিলার একাধিক শারীরিক পরীক্ষা করানো হয়েছে ৷ পাশাপাশি গর্ভে থাকা শিশুর অবস্থান বুঝতে ইউএসজি করা হয় ৷ সব রিুপোর্ট স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক ৷ ভবিষ্যতে কোনও সমস্যা হবে না বলে জানিয়েছেন তিনি ৷

গতকাল নারকেলডাঙায় (Narkeldanga Incident) প্রোমোটিং বিবাদকে কেন্দ্র করে শিবশঙ্কর দাস এবং তাঁর পরিবারের উপর একদল দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ ৷ ঘটনায় সরসারি বিধায়ক পরেশ পাল এবং স্থানীয় কাউন্সিলরের লোকজন জড়িত বলে অভিযোগ করেন ৷ শিবশঙ্কর দাসের পুত্রবধূ 8 মাসের গর্ভবতী ৷ রাতে হামলার সময় তাঁর পেটে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা লাথি মারে বলে অভিযোগ ৷ সেই সময় যন্ত্রণায় ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়েন মহিলা ৷ তৎক্ষণাত তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজে (Calcutta Medical College) ভর্তি করানো হয় ৷

যদিও এই ঘটনায় আক্রান্ত এবং অভিযুক্ত কোনও পক্ষকেই তিনি চেনেন না বলে দাবি করেছেন ৷ আর এই ঘটনায় তাঁর যোগ নেই বলেও দাবি পরেশ পালের ৷ তবে, পুরো বিষয়টি নিয়ে সরব হয়েছে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব ৷ আজ এই ঘটনার প্রতিবাদে নারকেলডাঙা থানা ঘেরাও করে বিজেপি ৷ হাসপাতালে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ পুরো ঘটনাটিকে তিনি মধ্যযুগীয় বর্বরতা বলে শাসকদলকে নিশানা করেছেন ৷ পাশাপাশি, পুরো বিষয়টিতে কলকাতা মেডিক্যাল কলেজের চিকিৎসকদের ভূমিকায় সন্তুষ্ট নন বলেও জানিয়েছেন সুকান্ত মজুমদার ৷

আরও পড়ুন: প্রোমোটিং ঘিরে এলাকায় উত্তেজনা, অন্তঃসত্ত্বার পেটে লাথি মারার অভিযোগ

বিজেপির রাজ্য সভাপতি বলেন, ‘‘সৌভাগ্য বসত বাচ্চাটি ভালো আছে ৷ তবে, এই রিপোর্টের উপর আমরা ভরসা রাখছি না ৷ কারণ, চিকিৎসক আমাদের সঙ্গে কথা বলছেন না ৷ পরিবারের সঙ্গে কথা বলে, আমরা কেন্দ্রীয় কোনও হাসপাতালে স্থানান্তর করতে পারি ৷’’ তবে, কলকাতা মেডিক্যাল কলেজের চিকিৎসক জানিয়েছেন, মা ও সন্তান দু’জনেই ভালো আছেন ৷ আপাতত মহিলার শারীরিক অবস্থা বুঝে তাঁরা ব্যবস্থা নেবেন ৷ এ দিন বিজেপি মহিলা মোর্চার নেত্রী তনুজা চক্রবর্তী হাসপাতালে আক্রান্ত অন্তৎসত্ত্বার সঙ্গে দেখা করেন ৷

কলকাতা, 22 অগস্ট: নারকেলডাঙা কাণ্ডে সুস্থ রয়েছেন মা এবং তাঁর সন্তান (Pregnant Lady and Baby is Absolutely Fine) ৷ এমনটাই জানালেন কলকাতা মেডিক্যাল কলেজের চিকিৎসক অধ্যাপক তপন কুমার নস্কর ৷ তিনি জানান, আজ সকালে অন্তঃসত্ত্বার শারীরিক পরীক্ষা করা করেছেন ৷ মহিলার একাধিক শারীরিক পরীক্ষা করানো হয়েছে ৷ পাশাপাশি গর্ভে থাকা শিশুর অবস্থান বুঝতে ইউএসজি করা হয় ৷ সব রিুপোর্ট স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক ৷ ভবিষ্যতে কোনও সমস্যা হবে না বলে জানিয়েছেন তিনি ৷

গতকাল নারকেলডাঙায় (Narkeldanga Incident) প্রোমোটিং বিবাদকে কেন্দ্র করে শিবশঙ্কর দাস এবং তাঁর পরিবারের উপর একদল দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ ৷ ঘটনায় সরসারি বিধায়ক পরেশ পাল এবং স্থানীয় কাউন্সিলরের লোকজন জড়িত বলে অভিযোগ করেন ৷ শিবশঙ্কর দাসের পুত্রবধূ 8 মাসের গর্ভবতী ৷ রাতে হামলার সময় তাঁর পেটে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা লাথি মারে বলে অভিযোগ ৷ সেই সময় যন্ত্রণায় ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়েন মহিলা ৷ তৎক্ষণাত তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজে (Calcutta Medical College) ভর্তি করানো হয় ৷

যদিও এই ঘটনায় আক্রান্ত এবং অভিযুক্ত কোনও পক্ষকেই তিনি চেনেন না বলে দাবি করেছেন ৷ আর এই ঘটনায় তাঁর যোগ নেই বলেও দাবি পরেশ পালের ৷ তবে, পুরো বিষয়টি নিয়ে সরব হয়েছে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব ৷ আজ এই ঘটনার প্রতিবাদে নারকেলডাঙা থানা ঘেরাও করে বিজেপি ৷ হাসপাতালে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ পুরো ঘটনাটিকে তিনি মধ্যযুগীয় বর্বরতা বলে শাসকদলকে নিশানা করেছেন ৷ পাশাপাশি, পুরো বিষয়টিতে কলকাতা মেডিক্যাল কলেজের চিকিৎসকদের ভূমিকায় সন্তুষ্ট নন বলেও জানিয়েছেন সুকান্ত মজুমদার ৷

আরও পড়ুন: প্রোমোটিং ঘিরে এলাকায় উত্তেজনা, অন্তঃসত্ত্বার পেটে লাথি মারার অভিযোগ

বিজেপির রাজ্য সভাপতি বলেন, ‘‘সৌভাগ্য বসত বাচ্চাটি ভালো আছে ৷ তবে, এই রিপোর্টের উপর আমরা ভরসা রাখছি না ৷ কারণ, চিকিৎসক আমাদের সঙ্গে কথা বলছেন না ৷ পরিবারের সঙ্গে কথা বলে, আমরা কেন্দ্রীয় কোনও হাসপাতালে স্থানান্তর করতে পারি ৷’’ তবে, কলকাতা মেডিক্যাল কলেজের চিকিৎসক জানিয়েছেন, মা ও সন্তান দু’জনেই ভালো আছেন ৷ আপাতত মহিলার শারীরিক অবস্থা বুঝে তাঁরা ব্যবস্থা নেবেন ৷ এ দিন বিজেপি মহিলা মোর্চার নেত্রী তনুজা চক্রবর্তী হাসপাতালে আক্রান্ত অন্তৎসত্ত্বার সঙ্গে দেখা করেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.