কলকাতা, 7 জুন: বর্ষা আসার আগেই মুষলধারে বৃষ্টিতে ভিজল শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। রবিবার সকাল থেকেই কলকাতার আকাশের মুখভার ছিল। এরপর বিকেল হতেই নামে যায় মুষলধারে বৃষ্টি। সঙ্গে চলে বজ্রপাতও। প্রবল বৃষ্টির জেরে কিছুক্ষণের জন্য জলমগ্ন হয়ে পড়ে পার্কস্ট্রিট, কলেজস্ট্রিট সহ একাধিক জায়গায়। তবে খনিকের এই প্রবল বৃষ্টির ফলে কয়েকদিনের ভ্যাপসা গরম থেকে স্বস্তি মিলেছে শহরবাসীর। বৃষ্টি হয়েছে দুই 24 পরগনা, হাওড়া, নদিয়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 24 ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। অন্যদিকে বঙ্গোসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। সেই নিম্নচাপের হাত ধরেই রাজ্য বর্ষার প্রবেশ হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধবারের পর থেকে রাজ্যজুড়ে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। আগামীকালই উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করবে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আগামী 24 ঘণ্টার মধ্যে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবেশ করবে। এই মুহূর্তে বর্ষা পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের বেশকিছু এলাকায় প্রবেশ করেছে। আগামী দু-একদিনের মধ্যেই সম্পূর্ণ উত্তর-পূর্ব ভারতে বর্ষা সক্রিয় হয়ে যাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া দপ্তর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার, আলিপুরদুয়ারে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বুধবারের পর থেকে রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে।
কলকাতায় গত 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দু ডিগ্রি বেশি। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 29.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 86% ও সর্বনিম্ন 44%। আগামী 24 ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 36 ও সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।