ETV Bharat / city

পাখির চোখ পৌরভোট, দিদিকে বলো-কে সামনে রেখে জনসংযোগের নির্দেশ প্রশান্ত কিশোরের - তৃণমূল

আজ কলকাতার ক্যামাক স্ট্রিটে শহরের সমস্ত বিধায়ক এবং কলকাতা পৌরনিগমের কাউন্সিলরদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেন প্রশান্ত কিশোর। বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম প্রমুখ ।

Didi Ke Bolo
প্রশান্ত কিশোর
author img

By

Published : Jan 4, 2020, 12:01 AM IST

কলকাতা, 3 জানুয়ারি: পৌরভোটকে সামনে রেখে জনসংযোগের কাজে ঝাঁপিয়ে পড়তে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের পরামর্শ দিলেন প্রশান্ত কিশোর । সূত্রের খবর, আজ কলকাতার বিধায়ক ও কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করেন তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোর । সেখানে তিনি বলেন, "সময় নষ্ট না করে এখনই পুরভোটের জন্য জনসংযোগে ঝাঁপিয়ে পড়ুন। "

আজ কলকাতার ক্যামাক স্ট্রিটে শহরের সমস্ত বিধায়ক এবং কলকাতা পৌরনিগমের কাউন্সিলরদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেন প্রশান্ত কিশোর। বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম প্রমুখ ।

সূত্রের খবর, বৈঠকে কাউন্সিলরদের একাধিক নির্দেশ দেন প্রশান্ত কিশোর । সূত্রের খবর, প্রশান্ত কিশোর বলেন, "পৌরভোটের জন্য সময় আছে ধরে বসে থাকলে চলবে না । দিদিকে বলো কর্মসূচিকে সামনে রেখে জনসংযোগ গড়ে তুলতে হবে । "

কলকাতা, 3 জানুয়ারি: পৌরভোটকে সামনে রেখে জনসংযোগের কাজে ঝাঁপিয়ে পড়তে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের পরামর্শ দিলেন প্রশান্ত কিশোর । সূত্রের খবর, আজ কলকাতার বিধায়ক ও কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করেন তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোর । সেখানে তিনি বলেন, "সময় নষ্ট না করে এখনই পুরভোটের জন্য জনসংযোগে ঝাঁপিয়ে পড়ুন। "

আজ কলকাতার ক্যামাক স্ট্রিটে শহরের সমস্ত বিধায়ক এবং কলকাতা পৌরনিগমের কাউন্সিলরদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেন প্রশান্ত কিশোর। বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম প্রমুখ ।

সূত্রের খবর, বৈঠকে কাউন্সিলরদের একাধিক নির্দেশ দেন প্রশান্ত কিশোর । সূত্রের খবর, প্রশান্ত কিশোর বলেন, "পৌরভোটের জন্য সময় আছে ধরে বসে থাকলে চলবে না । দিদিকে বলো কর্মসূচিকে সামনে রেখে জনসংযোগ গড়ে তুলতে হবে । "

Intro:কলকাতা, ৩ জানুয়ারি: পুরভোটকে সামনে রেখে জন সংযোগের কাজে জোর কদমে ঝাপিয়ে পড়তে তৃণমূল কাউন্সিলরদের নিদান দিলেন প্রশান্ত কিশোর। সূত্রের খবর, আজ শহরের বিধায়ক ও কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শ দাতা বলেছেন, "সময় নষ্ট না করে এখনই পুরভোট ভেবে ঝাঁপিয়ে পড়ুন। জোর কদমে নিজের এলাকায় জন সংযোগের কাজ চালান। "



Body:আজ কলকাতার ক্যামাক স্ট্রীটে শহরের সমস্ত বিধায়ক এবং কলকাতা পুর নিগমের কাউন্সিলরদের সঙ্গে সাংগঠনিক বৈঠক সেরে নিলেন তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোর। বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতা ফিরহাদ হাকিম সহ বেশ কয়েকজন নেতা। আসন্ন পুরভোটকে সামনে রেখে আজ বিশেষ বৈঠক হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। পুরভোটের দিনক্ষণ না ঘোষণা হলেও বিধায়ক ও কাউন্সিলরদের নিয়ে রণকৌশল ঠিক করতে মাঠে নেমে পড়েছেন প্রশান্ত কিশোর। সূত্রের খবর, বৈঠকে কাউন্সিলরদের একগুচ্ছ নিদান দিয়েছেন তিনি। Pk বলেন, পৌরসভা নির্বাচনের সময় আর বেশি দেরি নেই বলে কাউন্সিলরদের স্মরণ করিয়ে দেন PK। এ প্রসঙ্গে তিনি বলেন, "নির্বাচনের জন্য সময় আছে ধরে রেখে বসে থাকলে চলবে না। ভাবুন এখনই ভোট রয়েছে। সেভাবেই ঝাঁপিয়ে পরুন। নিজের এলাকায় ভাবমূর্তি উজ্জ্বল করুন। নতুনদের পাশাপাশি দলের পুরনো কর্মীদের গুরুত্ব দিন। দিদিকে বলো কর্মসূচিকে সামনে রেখে জন সংযোগ গড়ে তুলুন।" অন্যদিকে জানা গেছে, বৈঠকে উপস্থিত যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কাউন্সিলরদের সতর্ক করে জানিয়ে দেন, "যোগ্যতার ভিত্তিতেই টিকিট দেওয়া হবে। কাজের মানুষকে বেছে নেওয়া হবে। কোনও দাদা বা দিদিকে ধরে টিকিট পাওয়া যাবে না ‌।"



Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.