ETV Bharat / city

SSC Recruitment Scam এসএসসি নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করতেই রিয়েল এস্টেটে বিনিয়োগ প্রসন্নর, দাবি সিবিআইয়ের - সিবিআই

এসএসসি নিয়োগ দুর্নীতিতে (SSC Recruitment Scam) দু’জন মিডলম্যানকে গ্রেফতার করেছে সিবিআই ৷ তাঁদের মধ্যে একজন প্রসন্ন রায় ৷ তিনি আবার পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ভাগ্নির জামাই ৷ সিবিআইয়ের (CBI) দাবি, নিয়োগ দুর্নীতির কালো টাকা (Black Money) সাদা করতেই রিয়েল এস্টেটে (Real Estate Business) বিনিয়োগ করেছিলেন প্রসন্ন রায় ৷

prasanna-roy-invested-ssc-recruitment-scam-black-money-into-real-estate-business
SSC Recruitment Scam এসএসসি নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করতেই রিয়েল এস্টেটে বিনিয়োগ প্রসন্নর, দাবি সিবিআইয়ের
author img

By

Published : Aug 27, 2022, 4:21 PM IST

কলকাতা, 27 অগস্ট : এসএসসি দুর্নীতি কাণ্ডে (SSC Recruitment Scam) প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার ফোন থেকে এসএসসি দুর্নীতি কাণ্ডের দুই মিডিলম্যানের পরিচয় পেয়ে তাঁদের গ্রেফতার করেছে সিবিআই (CBI) । ইতিমধ্যেই সল্টলেকের নিউটাউন থেকে প্রদীপ সিংহ এবং প্রসন্ন রায় নামে দুই মিডেলম্যানকে গ্রেফতার করেছে সিবিআই ।

তদন্ত নেমে গোয়েন্দারা জানতে পেরেছেন, ধৃত প্রসন্ন রায়ের একাধিক ব্যবসা ছিল ৷ তার মধ্যে সবথেকে বড় ব্যবসা ছিল রিয়েল এস্টেটের । ইতিমধ্যেই প্রসন্ন রায় নিউটাউনের বাড়িতে এবং অফিসে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালিয়ে একাধিক নথিপত্র উদ্ধার করেছেন তদন্তকারী আধিকারিকরা । সেই নথিপত্র দেখে গোয়েন্দারা অনুমান করছেন যে এসএসসির দুর্নীতির কোটি কোটি কালো টাকা (Black Money) সাদা টাকায় পরিণত করার জন্যই রিয়েল এস্টেটের (Real Estate Business) ব্যবসা ফেঁদেছিল ধৃত প্রসন্ন রায় ।

রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ আর এই পার্থ চট্টোপাধ্যায়ের ভাগ্নির জামাই হলেন প্রসন্ন রায় । পাঁচ বছরের মধ্যেই যাঁর হাল রাতারাতি বদলে যায় । উল্কার গতিতে উত্থান হয় প্রসন্ন রায়ের ।

ইতিমধ্যেই প্রসন্ন রায়ের নিউটাউনের একটি অফিসে তদন্ত চালিয়ে বিভিন্ন নথিপত্র, কম্পিউটার, হার্ডডিস্ক, মনিটর সিপিইউ, মোবাইল ফোন, একাধিক সিম কার্ড, বিভিন্ন ফাইল বাজেয়াপ্ত করেছেন তদন্তকারী আধিকারিকরা । উদ্ধার হওয়া বিভিন্ন সামগ্রী ঘেঁটে প্রাথমিক ভাবে সিবিআইয়ের গোয়েন্দারা জানতে পেরেছেন, এসএসসি দুর্নীতি কাণ্ডে দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনায় বিভিন্ন লোকের কাছ থেকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে কোটি কোটি টাকা আত্মসাত করেছেন এই প্রসন্ন রায় । কখনও থেকেছেন বিদেশে, আবার কখনও বহাল তবিয়তে থেকেছেন সল্টলেকেই । নিজের প্রভাব খাটিয়ে একাধিক গাড়ি, বাড়িও করেছেন প্রসন্ন ।

তদন্ত নেমে আপাতত সিবিআইয়ের গোয়েন্দারা জানতে পেরেছেন, প্রসন্ন রায়ের যে ক’টি ব্যবসা ছিল, তার মধ্যে সবথেকে বড় এবং চালু ব্যবসা ছিল রিয়েল এস্টেট । শহরে এবং শহরের বাইরে কোথায় কোথায় কাজ করেছেন তিনি, তার খোঁজ চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা ।

আরও পড়ুন : রংমিস্ত্রি থেকে দুবাইয়ে হোটেল মালিক, প্রসন্নর উল্কাগতি উত্থানে চোখ কপালে গোয়েন্দাদের

কলকাতা, 27 অগস্ট : এসএসসি দুর্নীতি কাণ্ডে (SSC Recruitment Scam) প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার ফোন থেকে এসএসসি দুর্নীতি কাণ্ডের দুই মিডিলম্যানের পরিচয় পেয়ে তাঁদের গ্রেফতার করেছে সিবিআই (CBI) । ইতিমধ্যেই সল্টলেকের নিউটাউন থেকে প্রদীপ সিংহ এবং প্রসন্ন রায় নামে দুই মিডেলম্যানকে গ্রেফতার করেছে সিবিআই ।

তদন্ত নেমে গোয়েন্দারা জানতে পেরেছেন, ধৃত প্রসন্ন রায়ের একাধিক ব্যবসা ছিল ৷ তার মধ্যে সবথেকে বড় ব্যবসা ছিল রিয়েল এস্টেটের । ইতিমধ্যেই প্রসন্ন রায় নিউটাউনের বাড়িতে এবং অফিসে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালিয়ে একাধিক নথিপত্র উদ্ধার করেছেন তদন্তকারী আধিকারিকরা । সেই নথিপত্র দেখে গোয়েন্দারা অনুমান করছেন যে এসএসসির দুর্নীতির কোটি কোটি কালো টাকা (Black Money) সাদা টাকায় পরিণত করার জন্যই রিয়েল এস্টেটের (Real Estate Business) ব্যবসা ফেঁদেছিল ধৃত প্রসন্ন রায় ।

রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ আর এই পার্থ চট্টোপাধ্যায়ের ভাগ্নির জামাই হলেন প্রসন্ন রায় । পাঁচ বছরের মধ্যেই যাঁর হাল রাতারাতি বদলে যায় । উল্কার গতিতে উত্থান হয় প্রসন্ন রায়ের ।

ইতিমধ্যেই প্রসন্ন রায়ের নিউটাউনের একটি অফিসে তদন্ত চালিয়ে বিভিন্ন নথিপত্র, কম্পিউটার, হার্ডডিস্ক, মনিটর সিপিইউ, মোবাইল ফোন, একাধিক সিম কার্ড, বিভিন্ন ফাইল বাজেয়াপ্ত করেছেন তদন্তকারী আধিকারিকরা । উদ্ধার হওয়া বিভিন্ন সামগ্রী ঘেঁটে প্রাথমিক ভাবে সিবিআইয়ের গোয়েন্দারা জানতে পেরেছেন, এসএসসি দুর্নীতি কাণ্ডে দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনায় বিভিন্ন লোকের কাছ থেকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে কোটি কোটি টাকা আত্মসাত করেছেন এই প্রসন্ন রায় । কখনও থেকেছেন বিদেশে, আবার কখনও বহাল তবিয়তে থেকেছেন সল্টলেকেই । নিজের প্রভাব খাটিয়ে একাধিক গাড়ি, বাড়িও করেছেন প্রসন্ন ।

তদন্ত নেমে আপাতত সিবিআইয়ের গোয়েন্দারা জানতে পেরেছেন, প্রসন্ন রায়ের যে ক’টি ব্যবসা ছিল, তার মধ্যে সবথেকে বড় এবং চালু ব্যবসা ছিল রিয়েল এস্টেট । শহরে এবং শহরের বাইরে কোথায় কোথায় কাজ করেছেন তিনি, তার খোঁজ চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা ।

আরও পড়ুন : রংমিস্ত্রি থেকে দুবাইয়ে হোটেল মালিক, প্রসন্নর উল্কাগতি উত্থানে চোখ কপালে গোয়েন্দাদের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.