ETV Bharat / city

অনুব্রতকে নজরবন্দী মিডিয়ার পাবলিসিটি : প্রদীপ - tmc

"অনুব্রতকে নজরবন্দী করে রাখা মিডিয়ায় পাবলিসিটি ছাড়া আর কিছু না ।" আজ নির্বাচনের কমিশনের দপ্তরে অভিযোগ জানাতে এসে একথা বললেন প্রদীপ ভট্টাচার্য ।

প্রদীপ ভট্টাচার্য
author img

By

Published : Apr 29, 2019, 5:18 PM IST

Updated : Apr 29, 2019, 5:51 PM IST

কলকাতা, 29 এপ্রিল : "অনুব্রতকে নজরবন্দী করে রাখা মিডিয়ার পাবলিসিটি ছাড়া আর কিছু না ।" আজ নির্বাচনের কমিশনের দপ্তরে অভিযোগ জানাতে এসে একথা বললেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য । মুর্শিদাবাদের বিভিন্ন বুথে সমস্যা নিয়ে আজ কমিশনের কাছে অভিযোগ জানায় কংগ্রেস । প্রদীপবাবু বলেন, "যে বুথগুলোতে আমরা অভিযোগ পেয়েছি সেগুলো সম্পর্কে নির্বাচন কমিশনে জানিয়েছি । দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছি । এবং এলাকায় শান্তি ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়ারও আবেদন করেছি ।" কী বললেন CEO ? উত্তরে তিনি বলেন, "আমরা যা তথ্য তাঁকে দিয়েছি তিনি সেবিষয়ে তদন্ত করে আমাদের রিপোর্ট দেবেন ।"

অনুব্রত মণ্ডলকে নজরবন্দী করে রাখার প্রসঙ্গে তিনি বলেন, " আমি এবিষয়ে কিছু বলতে চাই না । এরকম একজনকে নজরবন্দী করে সমস্যার সমাধান বা লাভ হবে বলে মনে হয় না । কারণ একজনকে নজরবন্দী করে কী হবে ? বাকি লোকজন আছে তো । যা হয়েছে তাতে পাবলিসিটি ছাড়া আর কিছুই হচ্ছে না । এর ফলে গ্রামবাসীরা কি শান্তিতে ভোট দিতে পারছে ? অনুব্রত নিজেই বলছে আমি ওষুধ দিয়ে এসেছি । কী ওষুধ বা কাকে তা দেওয়া হয়েছে দেখা হোক । আর উনি ফোন তো চালাচ্ছেনই । নিজেই বলেছেন অনেক ফোন আছে । উনি প্রত্যক্ষভাবে নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করছেন আর কমিশন কিছু করতে পারছে না ।"

দেখুন কী বললেন প্রদীপ ভট্টাচার্য

আর পশ্চিমবঙ্গের অবস্থা ? প্রশ্ন করা হলে তিনি বলেন, "আজ থেকে 10 বছর আগের বিহারের মতো ।"

কলকাতা, 29 এপ্রিল : "অনুব্রতকে নজরবন্দী করে রাখা মিডিয়ার পাবলিসিটি ছাড়া আর কিছু না ।" আজ নির্বাচনের কমিশনের দপ্তরে অভিযোগ জানাতে এসে একথা বললেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য । মুর্শিদাবাদের বিভিন্ন বুথে সমস্যা নিয়ে আজ কমিশনের কাছে অভিযোগ জানায় কংগ্রেস । প্রদীপবাবু বলেন, "যে বুথগুলোতে আমরা অভিযোগ পেয়েছি সেগুলো সম্পর্কে নির্বাচন কমিশনে জানিয়েছি । দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছি । এবং এলাকায় শান্তি ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়ারও আবেদন করেছি ।" কী বললেন CEO ? উত্তরে তিনি বলেন, "আমরা যা তথ্য তাঁকে দিয়েছি তিনি সেবিষয়ে তদন্ত করে আমাদের রিপোর্ট দেবেন ।"

অনুব্রত মণ্ডলকে নজরবন্দী করে রাখার প্রসঙ্গে তিনি বলেন, " আমি এবিষয়ে কিছু বলতে চাই না । এরকম একজনকে নজরবন্দী করে সমস্যার সমাধান বা লাভ হবে বলে মনে হয় না । কারণ একজনকে নজরবন্দী করে কী হবে ? বাকি লোকজন আছে তো । যা হয়েছে তাতে পাবলিসিটি ছাড়া আর কিছুই হচ্ছে না । এর ফলে গ্রামবাসীরা কি শান্তিতে ভোট দিতে পারছে ? অনুব্রত নিজেই বলছে আমি ওষুধ দিয়ে এসেছি । কী ওষুধ বা কাকে তা দেওয়া হয়েছে দেখা হোক । আর উনি ফোন তো চালাচ্ছেনই । নিজেই বলেছেন অনেক ফোন আছে । উনি প্রত্যক্ষভাবে নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করছেন আর কমিশন কিছু করতে পারছে না ।"

দেখুন কী বললেন প্রদীপ ভট্টাচার্য

আর পশ্চিমবঙ্গের অবস্থা ? প্রশ্ন করা হলে তিনি বলেন, "আজ থেকে 10 বছর আগের বিহারের মতো ।"

sample description
Last Updated : Apr 29, 2019, 5:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.