কলকাতা, 26 মার্চ : মাঠ সমস্যায় ফের অনুশীলন বাতিল ইস্টবেঙ্গলের। আজ রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে অনুশীলন করার কথা ছিল তাদের। কিন্তু মাঠের অবস্থা দেখে প্র্যাকটিস বাতিল করে দেন কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া।
মাঠজুড়ে চোরকাঁটা ও চাপড়া ঘাস। তার উপর অসমান মাঠ। এই অবস্থা দেখে অনুশীলন বাতিল করার সিদ্ধান্ত নেন কোচ। যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ড তিনদিন পাওয়া যাবে না জানার পর রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে অনুশীলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
আই লিগের পর দশদিনের ছুটি দিয়েছিলেন কোচ। তারপর দু'দিন অনুশীলন হয়েছে। তবে মাঠ সমস্যায় দু'দিন অনুশীলন করতে পারল না ইস্টবেঙ্গল।