ETV Bharat / city

সুপার সাইক্লোন মোকাবিলায় প্রস্তুত বিদ্যুৎ দপ্তর, জানালেন মন্ত্রী

আগামীকাল সন্ধ্যায় রাজ্যের উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় আমফান। পরবর্তী পরিস্থিতি সামলাতে প্রস্তুত রাজ্যের বিদ্যুৎ দপ্তর। কোরোনা চিকিৎসাকেন্দ্রগুলি ও অন্য হাসপাতালগুলির বিদ্যুৎ বিপর্যয় জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। জানালেন বিদ্যুৎ মন্ত্রী।

author img

By

Published : May 19, 2020, 5:20 PM IST

Updated : May 19, 2020, 7:14 PM IST

power department ready for Amphan
কলকাতা

কলকাতা, 19 মে: অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আমফানের দাপটে ক্ষতিগ্রস্ত হতে পারে এ রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল। সেই বিপর্যয়ের কথা মাথায় রেখেই রাজ্যের বিদ্যুৎ দপ্তর পূর্ণ শক্তিতে দুর্যোগ মোকাবিলার সিদ্ধান্ত নিয়েছে। বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় আজ এক বিবৃতিতে জানিয়েছেন, যে কোনওরকম পরিস্থিতির জন্য বিদ্যুৎ দপ্তর তৈরি। কোরোনা চিকিৎসা কেন্দ্রগুলি ও অন্য হাসপাতালে যাতে বিদ্যুৎ বিপর্যয় না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা থাকছে।

আগামীকাল সন্ধের মধ্যে পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়ার কথা অতি শক্তিশালী ঘূর্ণঝড় আমফানের । আবহাওয়া দপ্তর জানিয়েছে, উপকূলে আছড়ে পড়ার সময় হাওয়ার গতিবেগ থাকতে পারে 155 থেকে 165 কিলোমিটার পর্যন্ত । যে কারণে পূর্ব মেদিনীপুরের দিঘায় সতর্কবার্তা জারি করা হয়েছে । সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সাতটি জেলায়। তবে, ঝড়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা ও কলকাতার। এই পরিস্থিতিতে প্রস্তুত থাকছে রাজ্যের বিদ্যুৎ দপ্তর। গোটা রাজ্যেই 24 ঘণ্টা নিরবচ্ছিন্ন ভাবে কর্মীরা তৈরি থাকবেন। সোমবার একথা জানান মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়।

বিদ্যুৎ মন্ত্রী বলেন, "গত দু'দিন ধরে প্রস্তুতি নেওয়া হচ্ছে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে। বড় ও ছোট সিঁড়ি মজুত করা হয়েছে। পর্যাপ্ত পরিমাণে ট্রান্সফর্মার, ডিজেল সেট থাকছে রাজ্যের সমস্ত জায়গায়। কোরোনা চিকিৎসা কেন্দ্রগুলি ও অন্য হাসপাতালের যাতে ঝড়ের সময় সমস্যা না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজ্যস্তরে বিপর্যয় মোকাবিলার জন্য বিদ্যুৎ ভবনে 24 ঘণ্টা অফিসার ও কর্মীরা উপস্থিত থাকবেন।"

আমফান মোকাবিলায় প্রস্তুত দপ্তর, জানালেন বিদ্যুৎ মন্ত্রী।

এদিকে, বিদ্যুৎ দপ্তরের তরফে রাজ্যবাসীর প্রতি আবেদন করা হয়েছে, কোনওরকম গুজবে আতঙ্কিত না হয়ে সরকারি পরামর্শ মেনে চলুন। ছিঁড়ে পড়া বিদ্যুতের তার, ভেঙে পড়া বিদ্যুতের খুঁটি, বিদ্যুতের তারের উপর ভেঙে পড়েছে গাছ, নিজের এলাকায় এইরকম পরিস্থিতি দেখলে দ্রুত বিদ্যুৎ দপ্তরের ফোন নম্বরে যোগাযোগ করুন। ঘূর্ণিঝড় সংক্রান্ত বিপর্যয়ে সরাসরি বিদ্যুৎ দপ্তরে 24 ঘণ্টা ফোন করা যাবে। এর জন্য দুটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। নম্বর দুটি হল 7449300840 ও 9433564184।

কলকাতা, 19 মে: অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আমফানের দাপটে ক্ষতিগ্রস্ত হতে পারে এ রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল। সেই বিপর্যয়ের কথা মাথায় রেখেই রাজ্যের বিদ্যুৎ দপ্তর পূর্ণ শক্তিতে দুর্যোগ মোকাবিলার সিদ্ধান্ত নিয়েছে। বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় আজ এক বিবৃতিতে জানিয়েছেন, যে কোনওরকম পরিস্থিতির জন্য বিদ্যুৎ দপ্তর তৈরি। কোরোনা চিকিৎসা কেন্দ্রগুলি ও অন্য হাসপাতালে যাতে বিদ্যুৎ বিপর্যয় না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা থাকছে।

আগামীকাল সন্ধের মধ্যে পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়ার কথা অতি শক্তিশালী ঘূর্ণঝড় আমফানের । আবহাওয়া দপ্তর জানিয়েছে, উপকূলে আছড়ে পড়ার সময় হাওয়ার গতিবেগ থাকতে পারে 155 থেকে 165 কিলোমিটার পর্যন্ত । যে কারণে পূর্ব মেদিনীপুরের দিঘায় সতর্কবার্তা জারি করা হয়েছে । সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সাতটি জেলায়। তবে, ঝড়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা ও কলকাতার। এই পরিস্থিতিতে প্রস্তুত থাকছে রাজ্যের বিদ্যুৎ দপ্তর। গোটা রাজ্যেই 24 ঘণ্টা নিরবচ্ছিন্ন ভাবে কর্মীরা তৈরি থাকবেন। সোমবার একথা জানান মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়।

বিদ্যুৎ মন্ত্রী বলেন, "গত দু'দিন ধরে প্রস্তুতি নেওয়া হচ্ছে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে। বড় ও ছোট সিঁড়ি মজুত করা হয়েছে। পর্যাপ্ত পরিমাণে ট্রান্সফর্মার, ডিজেল সেট থাকছে রাজ্যের সমস্ত জায়গায়। কোরোনা চিকিৎসা কেন্দ্রগুলি ও অন্য হাসপাতালের যাতে ঝড়ের সময় সমস্যা না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজ্যস্তরে বিপর্যয় মোকাবিলার জন্য বিদ্যুৎ ভবনে 24 ঘণ্টা অফিসার ও কর্মীরা উপস্থিত থাকবেন।"

আমফান মোকাবিলায় প্রস্তুত দপ্তর, জানালেন বিদ্যুৎ মন্ত্রী।

এদিকে, বিদ্যুৎ দপ্তরের তরফে রাজ্যবাসীর প্রতি আবেদন করা হয়েছে, কোনওরকম গুজবে আতঙ্কিত না হয়ে সরকারি পরামর্শ মেনে চলুন। ছিঁড়ে পড়া বিদ্যুতের তার, ভেঙে পড়া বিদ্যুতের খুঁটি, বিদ্যুতের তারের উপর ভেঙে পড়েছে গাছ, নিজের এলাকায় এইরকম পরিস্থিতি দেখলে দ্রুত বিদ্যুৎ দপ্তরের ফোন নম্বরে যোগাযোগ করুন। ঘূর্ণিঝড় সংক্রান্ত বিপর্যয়ে সরাসরি বিদ্যুৎ দপ্তরে 24 ঘণ্টা ফোন করা যাবে। এর জন্য দুটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। নম্বর দুটি হল 7449300840 ও 9433564184।

Last Updated : May 19, 2020, 7:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.