কলকাতা, 7 সেপ্টেম্বর : এনফোর্সমেন্ট ব্রাঞ্চের নজরদারি সত্ত্বেও কমলো না আলুর দাম। শহরের বিভিন্ন বাজারে পূর্বের মতোই বর্ধিত মূল্যেই বিক্রি হচ্ছে আলু। কেজি প্রতি 32 থেকে 34 টাকা দরে রমরমিয়ে বিকোচ্ছে মধ্যবিত্তের অতি গুরুত্বপূর্ণ এই সবজি। প্যাকেট হাতে বাজারে বেরিয়ে নাভিশ্বাস উঠছে আমজনতার।
2 দিন আগেই শহরের বিভিন্ন বাজারে কড়া নজরদারি চালিয়েছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা । আলুর দাম 27 টাকার মধ্যে বেঁধে দিয়েছিলেন তাঁরা । ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিয়েছিলেন আইনানুগ ব্যবস্থা নেওয়ার। প্রশাসনের এই নজরদারিতে আশ্বস্ত হয়েছিলেন সাধারণ মানুষ। আলুর মূল্য কমবে বলে আশার আলো দেখতে শুরু করেছিলেন তাঁরা। কিন্তু প্যাকেট হাতে নিয়ে ক্রেতারা উপলব্ধি করলেন আখেরে আলুর বাজার মূল্যের সামান্য কোনও পরিবর্তন ঘটেনি।
আলুর মূল্য আগের অবস্থানেই রয়েছে। প্রসঙ্গত, রবিবার ছুটির দিন শহরের বড় বাজার গুলির মধ্যে অন্যতম মানিকতলা বাজার, কোলে মার্কেট, VIP মার্কেট, বেলেঘাটা বাজার, যদুবাবুর বাজার, গড়িয়াহাট বাজার, বেহালা বাজার সহ অন্যত্র আলু বিক্রি হয়েছে কেজি প্রতি 32 থেকে 34 টাকা দরে। কার্যত এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকদের নজরদারিকে থোড়াই কেয়ার করে ব্যবসায়ীরা বর্ধিত দামেই আলু বিক্রি করলেন। সবজি বাজার নিয়ন্ত্রণের জন্য রাজ্য সরকার গঠিত টাস্কফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে ETV ভারতকে বলেন, "বাজারগুলোতে 30 থেকে 32 টাকা কেজি দরে আলু বিক্রি হয়েছে। রাজ্যে বর্তমানে আলুর ঘাটতি রয়েছে। সে কারণেই দাম কমছে না। চাষীদের কাছ থেকে মাঠ থেকেই কেজিপ্রতি 12 টাকা আলু কিনছে ব্যবসায়ীরা। সে কারণে বর্ধিত মূল্য আলু বিক্রি করতে হচ্ছে। তবে শীঘ্রই দাম কমবে।"