কলকাতা, 1 সেপ্টেম্বর: দুর্গাপুজো মানেই উৎসবের আমেজ (Durga Puja 2022)। এ বছর আবার ইউনেসকোর তরফ থেকে হেরিটেজ তকমা পেয়েছে বাঙালির দুর্গাপুজো । সেই উপলক্ষে এক মাস আগে থেকেই রাজ্য সরকারের বিশেষ আয়োজনে শুরু হয়ে গিয়েছে পুজোর মেজাজ ৷ তবে এ বছর এই আলোর রোশনাই, আনন্দের আবহ থাকছে না কাঁকুড়গাছির একটি ক্লাবের পুজোয়। কারণ তাদের পুজোর থিম 'ভোট পরবর্তী হিংসা' (Post poll violence in Durga puja theme)৷
রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূলের নেতৃত্বাধীন সরকার ৷ তবে তার পর থেকেই রাজ্যের বিভিন্ন অংশে ভোট পরবর্তী হিংসার ছবি ধরা পড়েছে বলে অভিযোগ বিরোধীদের ৷ সেই হিংসায় খুন ও ধর্ষণের বহু ঘটনা ঘটেছে বলে দাবি করেছে বিরোধীরা ৷ এই নিয়ে আদালতে বেশ কয়েকটি মামলাও চলছে ৷ এই বিষয়টিকেই এ বার পুজোর থিমে তুলে ধরেছে কাঁকুড়গাছির একটি ক্লাব ৷ 2020 সালে সরস্বতী ও কালীমাতা নামে এই ক্লাব তৈরি করেছিলেন বিজেপি কর্মী অভিজিৎ সরকার ৷ ভোট পরবর্তী হিংসায় তাঁর মৃত্যুর পর সেই পুজোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তাঁর দাদা দেবাশিস সরকার । অভিজিতের স্মরণেই এ বার তাঁর পুজোর থিম, 'মায়েদের কান্না রক্তাক্ত বাংলা'৷
ভোট পরবর্তী হিংসার ছবি তুলে ধরা হবে এই দুর্গাপুজোয় ৷ এখানে দেবী দুর্গাকে রাগান্বিত নয়, দেখা যাবে করুণাময়ী রূপে । মণ্ডপে থাকবে শহীদ বেদী ৷ বাজবে বেদনার সুর । পুজোর সংকল্প হবে অভিজিৎ সরকারের নামে ।
আরও পড়ুন: টুইটে ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে দুর্গাপুজোর ঢাকে কাঠি মমতার
পুজোর উদ্যোক্তা দেবাশিসের কথায়, "সত্য ঘটনা অবলম্বনে আমাদের এই পুজো । ভোট পরবর্তী হিংসা যা আমরা দেখেছি তাই তুলে ধরছি । ফলে কোনও ঢাক-শঙ্খধ্বনি নয়, আমরা এখানে ওই 60 জন মায়ের কান্না তুলে ধরব । আমাদের সমাজব্যবস্থা যা সেটাই তুলে ধরব । পাশাপাশি সামনে পঞ্চায়েত নির্বাচন । সেখানে যেন এই পরিস্থিতি না হয় তার জন্যও প্রার্থনা করব ।"
এ বছর দুর্গাপুজোর আয়োজনের জন্য প্রতিটি ক্লাবকে 60 হাজার টাকা অনুদানের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তবে সেই টাকা থেকে দূরে থাকবে কাঁকুড়গাছির এই ক্লাব । তাদের কথা অনুযায়ী রাজ্য সরকারের কোনও সাহায্য ছাড়াই হবে এই পুজো । এ বিষয়ে তিনি জানান, মুখ্যমন্ত্রী ও তাঁর দলের আমাদের 60 জন ভাইকে হত্যা করছেন । ফলে ওই রক্তমাখা হাত থেকে টাকা নিতে আমরা পারব না ৷"